যারা ওয়েবসাইট তৈরি করা শিখতে চান তারা অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে অনেক টাকা খরচ করে কোর্স করেন। ফেসবুক, টুইটার বা বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটে পোস্টের মাধ্যমে বিভিন্ন অনলাইন কোর্সের অফার দেওয়া হয়। কোর্সগুলো করতে গেলে অনেক টাকা খরচ হয় এবং সপ্তাহে হয়তো দুইটি বা তিনটি ক্লাস নেওয়া হয়।
বেশিরভাগ লোকের পক্ষেই এত টাকা দিয়ে কোর্স করা সম্ভব হয়না। ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট কোর্স করতে গেলে আপনাকে গুনতে হতে পারে ৮ থেকে ২০ হাজার টাকা, কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি। কিন্তু এসব কোর্সে শুধুই বেসিক জিনিসগুলো শেখানো হয়।
আপনিও বেসিক জিনিস শিখে ফেলতে পারেন কোনো টাকা খরচ করা ছাড়াই। ভাবছেন কিভাবে সম্ভব? হ্যাঁ, অত্যন্ত সহজভাবেই সম্ভব। আপনার চেষ্টা আর দৃঢ় সংকল্পই পারে আপনাকে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখায় সফলতার চূড়ায় পৌছে দিতে। শুধু আপনার শেখার আগ্রহ থাকলেই হবে। যদি থাকে, তবেই এই পোস্টটি থেকে আপনি উপকার পেতে পারেন।
যেভাবে ওয়েবসাইট তৈরি করা শিখবেন
আগেই বলে নিয়েছি, বেসিক জিনিসগুলো শিখতে পারবেন। বেসিক বলতে, আপনি শিখতে পারবেন HTML কি, কিভাবে কাজ করে, HTML দিয়ে সাইট তৈরি ইত্যাদি। এই বেসিক জিনিসই আপনাকে আস্তে আস্তে নিরলস প্রচেষ্টার মাধ্যমে একজন ওয়েব ডিজাইনার/ওয়েব ডেভলপার করে তুলবে।
বিভিন্ন টিউটোরিয়াল সাইট থাকলেও বিনামূল্যে শেখার জন্য খুব কমই সাইট পাওয়া যায়, যেখান থেকে আপনি শিখতে পারেন। তবে আজকে আমরা জানবো যেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনি ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন।
প্রথমেই ওয়েবসাইট তৈরি করা শিখতে চাইলে আপনাকে জানতে হবে এইচটিএমএল। এইচটিএমএল ছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। ওয়েবসাইটের মূল কাঠামোই তৈরি হয় এইচটিএমএল দ্বারা। আপনি যদি ভবিষ্যতে একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবেন এবং ওয়েব ডিজাইনার বা ডেভলপার হতে চান, তাহলে আপনাকে এইচটিএমএল দিয়েই ওয়েবসাইট তৈরির জগতে প্রবেশ করতে হবে। এছাড়াও সিএসএস, জাভাস্ক্রিপ্ট তো আছেই। যেখান থেকে আপনি বিনামূল্যে শিখতে পারবেন :-
এইচটিএমএল বাংলা ই-বুক
আপনি সম্পূর্ণ বিনামূল্যে এই ই-বুকটি ডাউনলোড করে নিতে পারবেন। আরিফ করিমের লেখা এই ই-বুকে মোট ৬২টি পৃষ্ঠা আছে। এইচটিএমএল-এর প্রাথমিক ধারণা পেতে পারেন এই ই-বুক থেকে। ডাউনলোড করুন নিচের নীল বাটনের লিংকে ক্লিক করে।
Brilliant HTML and CSS ই-বুক
এটিও সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করতে পারবেন। James A. Brannan এর লেখা এই ই-বুকটি থেকে আপনি এইচটিএমএল এবং সিএসএস শিখতে পারবেন। এই ই-বুকে মোট ৩০২টি পৃষ্ঠা আছে এবং এটি খুব কাজের। তবে এই ই-বুকটি পড়ে এইচটিএমল ও সিএসএস শিখতে হলে আপনাকে ইংরেজি বুঝতে হবে। কারণ, ই-বুকটি সম্পূর্ণ ইংরেজিতে লেখা হয়েছে।
শুধু ওয়েবসাইট তৈরি করা নয়, যে কোন কাজেই ইংরেজী শেখার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন। আর ইংরেজী শেখা এখনকার প্রযুক্তির যুগে অনেক সহজ হয়ে গিয়েছে। এমনকি, মোবাইলের মাধ্যমেও ইংরেজী শেখা যায়, প্লে-স্টোরে রয়েছে ইংরেজী শেখার নানা রকম অ্যাপ। যাইহোক, বইটি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন।
CSS বাংলা টিউটোরিয়াল ই-বুক
এই ই-বুকটি থেকে সিএসএস শিখতে পারবেন অনায়াসে, কারণ এটি বাংলায় লেখা। অসীম কুমারের লেখা এই ই-বুকটি আপনাকে বেসিক থেকে অ্যাডভান্সড্ লেবেলের সিএসএস শিখতে সাহায্য করবে। সুতরাং, এটা থেকে বিগেইনার লেভেলের যে কেউ শিখতে পারবে সিএসএস এর খুঁটি-নাটি সব। ই-বুকটি দু’টি খন্ডে লেখা হয়েছে। প্রথম খন্ডে ১০১ পৃষ্ঠা এবং দ্বিতীয় খন্ডে ১০৮ পৃষ্ঠার। নিচের বাটনে ক্লিক করে এই ই-বুকটি ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
জাভাস্ক্রিপ্ট বাংলা ই-বুক
মোঃ আবদুল্লাহ্ আল-ফারুকের লেখা এই জাভাস্ক্রিপ্ট বাংলা ই-বুক থেকে একেবারে নতুনরাও শিখতে পারবেন। ই-বুকটিতে মোট ১১১ পৃষ্ঠা রয়েছে এবং রয়েছে সতেরোটি অধ্যায়। এটিও সম্পূর্ণ বিনামূল্যে আপনি ডাউনলোড করে নিতে পারবেন নিচের নীল বাটনটিতে ক্লিক করে।
এছাড়াও বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে আপনি ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন সহজেই। সেরকম দুইটি ওয়েবসাইট দেওয়া হলো-
W3Schools
ডব্লিউথ্রি স্কুলের ওয়েবসাইটে যেয়ে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপিসহ আরো অনেক বিষয়ে শিখতে পারবেন। এখানে প্রত্যেকটা টিউটোরিয়ালের শুরু থেকে শেষ পর্যন্ত লিখিত আকারে দেওয়া হয়েছে। আপনাকে ওয়েবসাইটে যেয়ে ওপর থেকে ডান পাশে সার্চবারের পাশেই translate w3school এর একটি আইকন যেটা গোল দেখতে সেটার ওপর ক্লিক করে Bangla সিলেক্ট করে দিলেই বাংলা ভাষা হয়ে যাবে। তারপর বাংলাতে আপনি এখান থেকে যে কোনো টিউটোরিয়াল বিস্তারিত শিখতে পারবেন। এখানে শেখার পাশাপাশি বারবার লিখে অনুশীলন করার সুযোগ রয়েছে সবার জন্যে।
Tutorials point
এই ওয়েবসাইট থেকেও আপনি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শেখার সুযোগ পাবেন। এখানে ইংরেজিতে ভিডিওসহ টিউটোরিয়ালগুলোতে ডিটেইলস্ আলোচনা করা হয়েছে। এই সাইটেও শেখার পাশাপাশি লিখে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে।
এ দু’টি ছাড়াও ওয়েব ডিজাইন শেখার আরো অনেক ফ্রি ওয়েবসাইট রয়েছে। চাইলে, সবগুলোই ঘুরে আসতে পারেন। তারপর, পছন্দ অনুযায়ী যে কোনটি থেকে শিখে নিতে পারেন।
উপরে বর্ণিত ই-বুক অথবা সাইটগুলো থেকে আপনি ওয়েবসাইট তৈরি করা শিখতে পারবেন বিনামূল্যে। প্রথমেই বলা হয়েছিলো এখান থেকে বেসিক শিখতে পারবেন অর্থাৎ, যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভলপমেন্টে একেবারে নতুন তারা এখান থেকে এইচটিএমএল এর মাধ্যমে শুরু করতে পারেন।
একবারে কোনো কিছুই আয়ত্ত করা সম্ভব নয়। বারবার অনুশীলনের মাধ্যমে আপনিও ওয়েব ডিজাইনার হতে পারেন, আউটসোর্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। আপনাকে শুধু ধৈর্য ধরে নিয়মিত অনুশীলন করে যেতে হবে। যারা অনেক টাকা খরচ করে কোর্স করতে আগ্রহী নন, আশা করি তাদের জন্য পোস্টটি উপকারে আসবে। সবার কাছে পৌছে দিতে পোস্টটি শেয়ার করুন।
নাজমুস সাকিব says
যারা নিজে নিজে ওয়েব ডিজাইন ও ডেভেলপ করা শিখতে চান, তাদের জন্য দারুণ একটি পোস্ট…
tt says
হুম, নিজে নিজে ওয়েবসাইট তৈরি করার দারুণ উপায় শিখে ফেললাম।
Explainbd says
যারা নিজে নিজে ওয়েব ডিজাইন ও ডেভেলপ করা শিখতে চান, তাদের জন্য দারুণ একটি পোস্ট।