ওয়েবসাইটকে যদি একটি ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা হয় তাহলে ওয়েব হোস্টিং হচ্ছে আপনার ভাড়াকৃত দোকান ঘর আর ওয়েব হোস্টিং কোম্পানীগুলি হচ্ছে সেই দোকানের মালিক যিনি নির্দিষ্ট অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য তার সম্পত্তি আপনাকে ভাড়া প্রদান করে থাকেন।
ইন্টারনেটে বিভিন্ন ধরনের ওয়েব হোস্টিং সার্ভিস রয়েছে। কিছু কিছু হোস্টিং কোম্পানী তাদের সেবা গ্রহণ করলে আপনাকে হোস্টিং সেবা দেওয়া ছাড়াও সম্পূর্ণ ওয়েবসাইট তৈরী করে দিবে। অপর দিকে বেশির ভাগ হোস্টিং কোম্পানী তাদের নির্দিষ্ট সেবামূল্য গ্রহণের মাধ্যমে আপনাকে একটি শেয়ার্ড বা ডেডিকেটেড হোস্টিং স্পেস বরাদ্দ করে দেবে এবং পরবর্তী যাবতীয় কাজগুলি আপনারই করে নিতে হবে।
ওয়েব হোস্টিং কোম্পানী
সবচেয়ে ভালো মানের ওয়েব হোস্টিং ছাড়া আপনি কখনোই আপনার স্বপ্নের ওয়েবসাইটটিকে সফলভাবে পরিচালনা করতে পারবেন না। সাধারণভাবে সব হোস্টিং সার্ভিসের ক্ষেত্রেই প্রায় একই ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে। তবে কোম্পানী ভেদে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া সম্ভব। তাই আপনাকে এই হাজার হাজার কোম্পানীর ভীড় থেকে যে হোস্টিং কোম্পানীর আপনার জন্য সবচেয়ে লাভজনক হোস্টিং প্লানটি রয়েছে, সেখান থেকেই হোস্টিং সেবা গ্রহণ করা উচিত।
ভালো হোস্টিং কোম্পানীর বৈশিষ্ট
- ভালো হোস্টিং কোম্পানীগুলিতে সবসময় স্পেস বরাদ্দের বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হয়। পৃথিবীতে যতগুলো স্বনামধন্য হোস্টিং কোম্পানী রয়েছে তাদের প্রতিটি প্যাকেজেই হোস্টিং স্পেসকে গুরুত্বের সাথে দেখা হয়।
- একাধিক অপারেটিং সিস্টেমে হোস্ট করার সুবিধা থাকা একটি ভালো মানের হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট। আমরা সবাই একই ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করতে অভ্যস্ত নই। এ ব্যাপারটি মাথায় রেখেই ভালো কোম্পানীগুলিতে একাধিক অপারেটিং সিস্টেমে হোস্টিং সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।
- বিশ্বস্ততা একটি হোস্টিং কোম্পানীর মূল সম্পদ। ইন্টারনেটে সব কোম্পানীই তাদের হোস্টিং এর সর্বোচ্চ আপ-টাইমের দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। ভালো কোম্পানীগুলি এ বিষয়টিকে মাথায় রেখে কাজ করেন বিধায় তাদের সার্ভারে ৯৮ থেকে ৯৯ শতাংশ আপ-টাইম পাওয়া যায়।
- গ্রাহকের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা একটি ভালো হোস্টিং কোম্পানীর প্রধান বৈশিষ্ট। এ ধরনের কোম্পানীগুলি তাদের গ্রাহকদের ওয়েবসাইটের নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে থাকে। তাছাড়া এমন কোম্পানীতে ফায়ারওয়াল, দৈনন্দিন ব্যাকআপ, ইউজার নোটিফিকেশন এবং ব্যবহারকারী শনাক্তকরণের মত অনেক উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে।
এতক্ষণে নিশ্চয় একটি ভালো হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের গ্রাহকসেবার জন্য কি কি ব্যবস্থা রেখে থাকেন সে সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছে। তাহলে এবার চলুন জেনে নেই এ সকল বৈশিষ্টের অধিকারী বিশ্বের সেরা ৩টি হোস্টিং কোম্পানী সম্পর্কে-
হোস্টগেটর
বর্তমানে ইন্টারনেটে যতগুলি কোম্পানী হোস্টিং সেবা প্রদান করে থাকে তার মধ্যে হোস্টগেটর সবচেয়ে ভালো এতে কোন সন্দেহ নেই। বিভিন্ন ওয়েবসাইট এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং এর রাজ্যে ৯০ লক্ষেরও বেশি গ্রাহক নিয়ে তারা রাজত্ব করে যাচ্ছে। তাদের ক্লাউড হোস্টিং প্যাকেজ ইন্টানেটের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজগুলির অর্ন্তভুক্ত। এছাড়াও অন্যান্যদের চাইতে দ্বিগুন বেশি গতির সার্ভিস দেওয়ার জন্য এই কোম্পানী বদ্ধ পরিকর।
এক নজরে হোস্টগেটরের বৈশিষ্ট ও সেবা সমূহঃ
- ওয়েবসাইট, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এবং ডেডিকেটেড হোস্টিং সার্ভিস।
- নিরাপত্তার জন্য পাওয়ার ব্যাকআপ, ফায়ার ডিটেকশন এবং মনিটরিং যা তাদের ১২০০০ সার্ভারকে নিরাপদ রাখে।
- ৯৯.৯ শতাংশ আপটাইমে নিশ্চয়তা।
- ৪৫ দিনের মানিব্যাক গ্যারান্টি।
গোড্যাডি
ব্যবসায়িক সুনামের দিক থেকে হোস্টগেটরের চেয়ে কোন অংশে গোড্যাডি কম যায় না। একটি ভালো ওয়েব হোস্টিং কোম্পানী কেমন হয় তার উদাহরণ গোড্যাডি সবার সামনে তুলে ধরেছে। আমেরিকা ভিত্তিক এই কোম্পানীটিকে হোস্টগেটরের প্রধান প্রতিদ্বন্দি বলা যায়। সমগ্র পৃথিবীতে ১৭ লক্ষেরও বেশি মানুষ তাদের প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশকৃত ৭২ লক্ষ ডোমেইন নিয়ে কাজ করে। নিরাপত্তার সাথে সাথে কাস্টমার সাপোর্টের বিষয়টিকেও এই প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করে।
এক নজরে গোড্যাডির বৈশিষ্ট ও সেবা সমূহঃ
- ওয়েবসাইট, ব্যবসায়িক, ওয়ার্ডপ্রেস, ভিপিএস এবং ডেডিকেটেড হোস্টিং সেবা।
- পৃথিবীর সবচেয়ে বৃহৎ ডোমেইন সরবরাহকারী প্রতিষ্ঠান।
- ব্যবসায়িদের জন্য রয়েছে .ংঃড়ৎব ডোমেইন।
- নতুন ব্যবহারকারীদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ওয়েবসাইট তৈরীর সুবিধা।
ব্লুহোস্ট
ভালো ওয়েব হোস্টিং কোম্পানীর তালিকায় রয়েছে আমাদের সবার প্রিয় ব্লুহোস্ট। আমাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এ কোম্পানী থেকে হোস্টিং নিয়ে থাকেন। এই কোম্পানী তাদের গ্রাহকদের সুবিধার জন্য অনেক কম মূল্যে ভালো মানের হোস্টিং সেবা দিয়ে থাকেন। তাছাড়া প্রতিটি প্লানের সাথেই একটি ফ্রি ডোমেইন, সাইট বিল্ডার এবং ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য ওয়ান ক্লিক ইনষ্টলার তো রয়েছেই।
এক নজরে ব্লুহোস্টের বৈশিষ্ট ও সেবা সমূহঃ
- ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ভালো এবং বিশ্বস্ত হোস্টিং সেবা। ক্লাউড, ভিপিএস, শেয়ার্ড ও ডেডিকেটেড হোস্টিং, রিসেলার হোস্টিং।
- নিজস্ব ফাইবার সংযোগ, ডাটা সেন্টার এবং কাস্টম লিন্যাক্স কার্নেল অপারেটিং সিস্টেম।
- জুমলা এবং ড্রুপালের মত হালকা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের পিএইচপি অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য সবচেয়ে বেশি উপযোগী।
আমাদের অনেকেই শুধুমাত্র মূল্যের দিক বিবেচনা করেই হোস্টিং সেবা গ্রহণ করে থাকি। মূল্যের দিকটি অবশ্যই বিবেচনা করতে হবে কিন্তু শুধুমাত্র এর উপর নির্ভর করে কোন হোস্টিং প্লান নির্বাচন করাটা মোটেও বু্িদ্ধমানের কাজ নয়। ভালো কোম্পানীগুলোতে আপনি সব ধরনের বাজেটেই হোস্টিং প্লান পেয়ে যাবেন এমনকি আপনি যদি এককালিন দীর্ঘ সময়ের জন্য কোন প্যাকেজ ক্রয় করেন সেক্ষেত্রে অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া সম্ভব।
উপরের বৈশিষ্টগুলোর কারণেই এই ৩টি কোম্পানী আজ বিশ্বের সেরা ৩টি ওয়েব হোস্টিং কোম্পানী হিসেবে বিবেচিত। তাই দেরী না করে আপনার ওয়েবসাইটের জন্য আজই সবচেয়ে উপযোগী প্লানটি বেছে নিন আর নিজের স্বপ্নের ওয়েবসাইটের হাত ধরে ইন্টারনেটে আপনার যাত্রা শুরু করুন।
Leave a Reply