ব্রাউজিং করার সময় প্রায়ই আমাদের ওয়েবপেজে নোট অ্যাড করার প্রয়োজন হয়। প্রয়োজন হয় পেজ জুড়ে বিভিন্ন মার্কিং করার, লাইন টানার। এমনকি, টেক্সট্ অ্যাড করারও প্রয়োজন দেখা দেয় প্রায়ই। ওয়েব পেজে ড্রইং করার এই প্রয়োজনীয়তা পূরণ করা খুবই সহজ।
আপনি যদি মজিলা ফায়ারফক্সে ব্রাউজিং এর সময় ওয়েবপেজে কোনও নোট অ্যাড করতে চান, তবে Web Paint ব্যবহার করতে পারেন।
এটি ফায়ারফক্সের জন্যে সেরা কিছু অ্যাড-অন এর একটি যা ব্রাউজারে ড্রইং টুল অ্যাড করে থাকে। এই টুলটি দিয়ে আপনি যে কোনও ওয়েবপেজে রেখা টানতে পারবেন, মার্কিং করতে পারবেন, এমনকি যা ইচ্ছে লিখতে পারবেন। সবশেষে, ওয়েবপেজটির স্ক্রিনশট নিতে পারবেন।
Web Paint নামের এই অ্যাড-অনটি ফায়ারফক্সে অ্যাড করে নিন। টুলবারে থাকা Web Paint বাটনের উপর ক্লিক করুন। নিচের ছবির মতো বিভিন্ন রকমের ড্রইং সাইন দেখতে পাবেন।
জেনে নিন কোন সাইন দিয়ে আপনি কি ড্রইং করতে পারবেন-
- Pencil: কাস্টোম লাইন অংকনের জন্যে।
- Color Picker: যে কোনও পেজ থেকে কালার পিক করতে পারবেন।
- Text: ওয়েবপেজের যে কোনও স্থানে লেখার জন্যে অর্থাৎ টেক্সট্ অ্যাড করতে এটি ব্যবহার করুন।
- Line: সোজা বা স্ট্রেইট লাইন আঁকার জন্যে এটি ব্যবহার করুন।
- Quadratic Curve: এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে স্ট্রেইট লাইন আঁকার জন্যে Quadratic Curve ব্যবহার করুন।
- Bezier Curve: যে কোনও স্কেলের রেখা টানার জন্যে ব্যবহার করুন।
- Polygon: যে কোনও থ্রি ডাইমেনশনাল বৃত্ত আঁকতে Polygon ব্যবহার করুন।
- Ellipse: বৃত্ত বা এলিপস্ আঁকার জন্যে এটি ব্যবহার করুন।
- Rectangle: স্কয়ার বা চতুর্ভুজ, যে কোনটি আঁকার জন্যে Rectangle টুলটি ব্যবহার করুন।
এছাড়াও আরো অনেক সাইন দেখতে পাচ্ছেন। যখন যে অংকনটি দরকার, তখন ঠিক সেই সাইনটি ব্যবহার করে প্রয়োজনীয় ড্রইং করে নিন।
এবার আপনার যে ধরণের অংকন দরকার, সেই ড্রইং সাইনটির উপর ক্লিক করুন এবং ওয়েবপেজের উপর এঁকে নিন।
শেষ কথা
আশা করি, আপনি যদি মজিলা ফায়ারফক্সের একজন ইউজার হয়ে থাকেন আর আপনার যদি ওয়েব পেজে ড্রইং করার প্রয়োজন হয়, তবে আশা করি এই লেখাটি আপনার কাজে লেগেছে। Web Paint নামের এই অ্যাড-অন টুলটি ব্যবহার করে আপনি অনায়াসেই যে কোনও ওয়েবসাইটের উপর ইচ্ছে মতো ড্রইং করতে পারবেন। আর ড্রইং শেষে স্ক্রিনশট নিয়ে সেটিকে কাজে লাগাতে পারবেন।
Leave a Reply