স্ট্যাটিটিকস্ বা অ্যানালিটিক্স ছাড়া আপনার ওয়েবসাইট কম্পাস ছাড়া একটি জাহাজের মতো। আপনি যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক সম্পর্কে না জানেন, তাহলে আপনি কেবল সমুদ্রে জাহাজ নিয়ে এলোমেলো ঘুরতে থাকবেন। তাই, আপনার ওয়েবসাইটের জন্যে যে কোন একটি সেরা ওয়ার্ডপ্রেস ভিজিটর কাউন্টার প্লাগিন প্রয়োজন।
একটি ভিজিটর কাউন্টার প্লাগিন শুধু ভিজিটরদের ট্র্যাকই করে না, একই সঙ্গে আপনার ওয়েবসাইটের সঙ্গে তাদের সম্পর্ক ও আচরণও ব্যাখ্যা করে। আপনার অবশ্যই জানা প্রয়োজন কারা আপনার ওয়েবসাইটের অডিয়েন্স, তারা কোথা থেকে আপনার ওয়েবসাইটে আসে, কোন ধরণের পোস্টগুলো পড়ে আর কিভাবে সাইটের সঙ্গে এনগেজ হয়।
আপনি যদি সঠিকভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটের ভিজিটর অ্যানালাইজ করতে পারেন, তাহলে আপনি তাদের সংখ্যা আরো বাড়াতে পারেন, তাদেরকে আরো বেশি এনগেজ করতে পারেন এবং সর্বোপরি আপনার ওয়েবসাইটের ইনকাম বাড়িয়ে নিতে পারেন।
ওয়ার্ডপ্রেসের কোর ফাইলে যদিও ভিজিটর কাউন্ট বা অ্যানালাইজ করার কোন ফিচার নেই, তবে অনেক ভিজিটর কাউন্টার প্লাগিন রয়েছে ওয়ার্ডপ্রেসের প্লাগিন ডিরেক্টরিতে। আপনি সেখান থেকে যে কোনটি ব্যবহার করে আপনার ওয়েবসাইটের অ্যানালিটিক্সে সঠিক রেজাল্ট দেখতে পারবেন।
ওয়ার্ডপ্রেস ভিজিটর কাউন্টার প্লাগিন
ভিজিটর কাউন্ট ও অ্যানালাইজ করার জন্যে ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরিতে অসংখ্য প্লাগিন থাকলেও, এখানে আমি শুধু সেরা ৫টি প্লাগিন নিয়েই রিভিউ লিখছি। কারণ, ভিজিটর কাউন্ট করার জন্যে আপনার একটার বেশি প্লাগিন দরকার নেই। আর এখান থেকেই আপনি সেরা প্লাগিনটি বেছে নিতে পারেন।
JetPack by WordPress
জেটপ্যাক ওয়ার্ডপ্রেস কোম্পানীর নিজস্ব প্লাগিন যা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়ই অটো ইনস্টল হয়ে থাকে। ভিজিটর কাউন্টার, স্ট্যাটস্ ও অ্যানালিটিক্স ছাড়াও এর আরো প্রায় ৩৫টি ফিচার রয়েছে। এই প্লাগিনটি আপনাকে প্রতি ঘন্টার ও প্রতি মাসের টোটাল ভিজিটরের সংখ্যা জানিয়ে দেবে। এমনকি, এটি আপনাকে কান্ট্রি ওয়াইজ ভিজিটর, লিংক, ক্লিক ও রেফারেল নাম্বার শো করে দেখাবে।
অ্যানালিটিক্স ছাড়াও জেটপ্যাকে আরো অনেক দরকারি ফিচার রয়েছে। যেমন, অটোমেটিক সোশ্যাল শেয়ারিং, রিলেটেড পোস্ট, এসইও টুলস্, অ্যাডভারটাইজিং প্রোগ্রাম ইত্যাদি। আরো একটি অসাধারণ ফিচার হচ্ছে সিকিউরিটি ও ব্যাকআপ। তবে এই প্লাগিনটি অনেক ভারী হওয়ায় অনেক ওয়ার্ডপ্রেস ইউজারই ইউজ করতে চান না। আমি নিজেও ইউজ করি না। কারণ, অভিজ্ঞতা থেকে দেখেছি যে, এই প্লাগিনটি ওয়েবসাইটকে অনেক স্লো করে দেয়।
Google Analyticator
আপনার ওয়েবসাইটের ভিজিটর ট্র্যাকিং ও পেজভিউ দেখার জন্যে গুগল অ্যানলিটিকেটর একটি দারুণ প্লাগিন। ওয়ার্ডপ্রেসের ড্যাশ বোর্ডেই ভিজিটরের বিহেভিয়রসহ সব ধরণের স্ট্যাটস্ শো করার জন্যে এই প্লাগিনটির নানা রকম উইজেট রয়েছে।
প্রায় সাড়ে ৩ মিলিয়ন ওয়েবসাইটে এই ওয়ার্ডপ্রেস ভিজিটর কাউন্টার প্লাগিন ইনস্টল করা হয়েছে। এই প্লাগিনটি ইউজ করার জন্যে আপনাকে গুগলের অ্যানালিটিক্স ট্র্যাকিং কোডটি নিয়ে আপনার ওয়েবসাইটের থিমে ইনসার্ট করতে হবে।
Google Analytics by (Yoast) MonsterInsights
নতুনদের জন্যে গুগল অ্যানালিটিক্স বাই ইয়স্ট মনস্টারইনসাইটস্ একটি অসাধারণ প্লাগিন। কারণ, এটির সেটিং খুবই সহজ এবং ইন্টারফেসও বেশ সাজানো গোছানো। কাজেই, একজন এক্সপার্ট যেমন এটির যাবতীয় ফাংশন বুঝবে, তেমনি একজন বিগিনারও বুঝবে সব ধরণের সেটিংস্।
এই প্লাগিনটির পেছনের অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্যে সবচেয়ে কার্যকরী এসইও টুল ইয়স্টের নির্মাতা। এটি আপনাকে অ্যানালিটিক্স সংক্রান্ত সব ধরণের ডাটা অ্যাক্সেস করার সুযোগ এবং যাবতীয় সব সুবিধা দিচ্ছে। যেমন, গুগল অ্যানালিটিক্সের এপিআই অথেনটিফাই করা, ৪০৪ এরর (নট ফাউন্ড পেজ) ডিটেকশন, ভিজিটরের বিস্তারিত ও ডেমোগ্রাফিক রিপোর্ট।
Google Analytics Counter Tracker
আরো একটি গুরুত্বপূর্ণ ও অথেনটিক ওয়ার্ডপ্রেস ভিজিটর কাউন্টার হচ্ছে গুগল অ্যানালিটিক্স কাউন্টার ট্র্যাকার। এই প্লাগিনের বিশেষত্ব হচ্ছে, এটি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের হোম পেজে গ্রাফিক্যাল্লি ভিজিটরের সংখ্যা দেখাতে সক্ষম। অর্থাৎ, আপনি যদি চান, এই মুহূর্তে আপনার ওয়েবসাইটের ভিজিটর কত তা নিজে দেখার পাশাপাশি অন্য সবাইকে দেখাতে, তবে এটিই আপনার জন্যে উপযুক্ত প্লাগিন।
POWr Hit Counter
পাওয়ার হিট কাউন্টার ওয়ার্ডপ্রেসের জন্যে একটি ক্লাউড বেজড্ প্লাগিন। এই প্লাগিনের মডিউল আপনাকে পাওয়ার রেকর্ডের মাধ্যমে দেখাতে সক্ষম যে, আপনার ওয়েবসাইটে কারা রয়েছে, কে কি পড়ছে, ইত্যাদি সব। আপনি কেবল নিজের জন্যেই ওয়েবসাইটের ব্যাক-ইন্ডে এটি পরিচালনা করতে পারেন, যেখান থেকে ভিজিটরদের সব ধরণের বিহেভিয়র জানতে পারবেন। এমনকি, ওয়েবসাইটের যে কোন স্থানেই প্লাগিনটি সেট-আপ করতে পারবেন।
আপনি যদি একটি ওয়েবসাইটের কিংবা ব্লগের মালিক হোন, তাহলে ভিজিটর তাদের আচরণ, কে কোন ওয়েবসাইট থেকে আসছে, ইত্যাদি জানা আপনার জন্যে অপরিহার্য্য। এখানকার যে কোন প্লাগিন ইউজ করেই আপনি এ সকল তথ্য জানতে পারবেন।
তবে, সত্যি বলতে কি ভিজিটর কাউন্টিং এবং ভিজিটর সম্পর্কে অন্যান্য তথ্য জানার জন্যে আমরা হৈচৈ বাংলা কিংবা টেক ট্রেইনিতে এখানকার কোন প্লাগিন ইউজ করছি না। আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনে গুগলের অ্যানালিটিক্স ট্র্যাকিং কোড বসিয়েই আমরা জি-মেইল অ্যাকাউন্ট দিয়ে ভিজিটর পর্যালোচণা করছি।
এতে, একটা অতিরিক্ত প্লাগিন ইউজ করা, নিয়মিত আফডেট দেয়া ও রক্ষণা-বেক্ষণের বাড়তি ঝামেলা থেকে আমরা মুক্তি পেয়েছি। এমনকি, একটা প্লাগিন কম ইউজ করায় আমাদের সাইটের স্পিডও যথেষ্ট্য ভাল। জিটিম্যাট্রিক্সে হৈচৈ বাংলার পেজ স্পিড স্কোর A (92%) এবং টেক ট্রেইনির পেজ স্পিড স্কোর A (90%) যা খুব কম ওয়েবসাইটেরই থাকে।
আপনি যদি থিম বা টেমপ্লেটে গুগলের অ্যানালিটিক্স ট্র্যাকিং কোড বসাতে না পারেন, তবে এখানকার যে কোন একটি প্লাগিন ইউজ করতে পারেন। আর যদি এপিআই কি দিয়ে গুগলের অ্যানালিটিক্স কোড জানার প্রক্রিয়াটি জানেন এবং থিমে সেটি বসাতেও পারেন, তবে আমাদের পরামর্শ হচ্ছে একটি অতিরিক্ত প্লাগিন ব্যবহার থেকে বিরত থাকা।
Leave a Reply