বর্তমান এমন একটা সময় যেখানে ইন্টারনেট থেকে সাহায্য বা তথ্য নিয়ে আপনি নতুন দক্ষতা অর্জণ করতে পারেন। এমনকি সঠিক ব্যবহারে ও শিক্ষার মধ্যমে আপনি আপনার কর্মজীবনও পরিবর্তণ করে ফেলতে পারেন। নিজের সময় এবং মেধাকে কাজে লাগিয়ে বিনামূল্যে ইন্টারনেট থেকে কোর্স করে আপনি একজন ওয়েব ডিজাইনারও হয়ে যেতে পারেন, যদি আপনার মধ্যে শেখার জন্য সিরিয়াসনেস থেকে থাকে। ইন্টারনেটে ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট রয়েছে অগণিত, আর একজন ওয়েব ডিজাইনার হবার জন্য আপনি এখানকার যে কোন সাইটের সাহায্য নিতে পারেন।
ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট
এই সাইটগুলো থেকে ওয়েব ডিজাইন শেখার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে কোন ফি বা টাকা দিতে হবে না, বিনামূল্যে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনি তাদের সাইট থেকে বিনামুল্যে তাদের বিগিনার্স লেবেল থেকে অ্যাডভান্সড্ লেবেলের কোর্সগুলো করতে পারবেন। তবে, ২/১ টি ওয়েবসাইট পেতে পারেন, যাদের অ্যাডভান্সড লেভেলের কোর্সগুলো আপনাকে কিনে করতে হবে।
Don’t Fear The Internet
এই সাইটি মূলত সৃজনশীল ডিজাইনার এবং ফটোগ্রাফারদের জন্য পরিচালিত হয়ে থেকে। কিন্তু সাইটি এমনভাবে সেট করা বা তৈরি করা যেখান থেকে আপনার ওয়েব প্রোগ্রামিং শিখতে সাহায্য করবে। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে আর যেখানে শীর্ষ মানের কাজ আছে এবং ভাল একটা ওয়েব ডিজাইন আছে, তাহলে এই কোর্সটি অবশ্যই আপনার জন্য।
এর মানে এই নয় যে, আপনার ওয়েবসাইট না থাকলে আপনি এখানে কোর্স করতে পারবেন না। বরং, এই ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট থেকে যে কেউ যে কোন কোর্সে অংশ নিতে পারবে। এই ওয়েবসাইটি আপনাকে সাতটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ওয়েব প্রোগ্রামিং শেখাবে যেগুলো আপনাকে ওয়েব ডিজাইনে দক্ষ করে তুলবে, আপনার ওয়েবসাইটকে উন্নত করতে সাহায্য করবে।
Learn Layout
এই সাইটি সাধারণত সেই সব মানুসদের জন্য যারা ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন এবং আরও অ্যাডভান্সড লেভেলের ওয়েব ডিজাইন শিখতে চান। এটি মূলত সিএসএস (CSS) শেখায় অর্থাৎ সিএসএস এর প্রতি অধিক গুরুত্ব দিয়ে থাকে, তবে ইচটিএমএলও (HTML) শিখিয়ে থাকে এই ফ্রি ওয়েবসাইট।
নতুনদের জন্য এই সাইটটা তেমন উপযোগী নাও হতে পারে। এই ওয়েবসাইটটি মূলত তাদের জন্য যারা আগে থেকেই ওয়েব ডিজাইন সম্পর্কে জানেন। কিংবা বিগিনিং লেবেল শেষ করে তারপর এই সাইটে শিখতে এসেছেন। তাই তারা বিস্তারিত বেশি ব্যাখ্যা করে না যা নতুনদের প্রয়োজন হতে পারে। এই সাইট থেকে শিখে আপনি আপনার দক্ষতাকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারেন।
Code School
এই সাইটের মূল মন্ত্র হল করতে করতে শেখা। ওয়েব ডিজাইন শিখতে নতুনদের ডিজাইন সর্ম্পকে জানতেই হবে এমন নয়। এই সাইটের মূলত সেই সব লোক বা ব্যক্তিদের জন্য যারা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলির উপর নির্ভর না করেও তাদের নিজস্ব ডিজাইন দাঁড় করাতে চায়। যারা সৃজনশীল এবং গৎবাঁধা শিক্ষার উপর আগ্রহী নয়, তাদের জন্য ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট হিসেবে এটিই সেরা।
এই ওয়েবসাইটে আপনি বেশ কিছু প্রায় রেডি গেম এবং থিম পাবেন, যেগুলো কাস্টোমাইজ করে নিজের দক্ষতা বাড়িয়ে তুলতে পারবেন বহু গুণে। দুঃখের বিষয় হল, শুধুমাত্র আটটি কোর্স আছে শিক্ষার জন্য। তবে যারা নতুন, কোন অভিজ্ঞতা নেই, তাদের জন্য এই কোর্সগুলো ভাল সাহায্য করবে।
Dash General Assembly
গল্প-ভিত্তিক টিউটোরিয়ালের মাধ্যমে এই ওয়েবসাইট ওয়েব ডিজাইন সম্পর্কে শিক্ষা দিয়ে থাকে। ওয়েব ডিজাইন সম্পর্কে দর্শকদেরকে সাধারণভাবে জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল এবং CSS এর পাঠগুলি শেখায়। কতটা সহজ ধারণা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায়, তা দেখানো হয় এখানকার কোর্সগুলোতে।
ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা শিখতে চান এমন ব্যক্তিদের জন্য খুব বেশি হেল্পফুল না হলেও, যারা নতুন ওয়েবসাইট করতে চান কোন পেশাদারী ওয়েব ডিজাইনের সাহায্য ছাড়া, তাদের জন্য এটা একটা ভাল সাইট। এটি আপনাকে শিখাবে কিভাবে একটা ভাল সুন্দর ওয়েবসাইট তেরি করা যায়।
Channel 9 Web Development
যদি আপনি ওয়েব ডিজাইনে একদম নতুন হয়ে থাকেন এবং পূর্বে কোন ধরণের প্রোগ্রামিং এর অভিজ্ঞতা না থাকে, তাহলে এই সাইটের কোর্সগুলো আপনার জন্য দারুণ কার্যকরী হবে। এই ওয়েবসাইটের ভিডিও টিউটোরিয়ালগুলো সহজে আপনাকে ওয়েব ডিজাইন সম্পর্কে বুঝতে সাহায্য করবে।
একটা লেসন শেষ হলে আপনি নিজে নিজে তা চেষ্টা করতে পারেন এবং পরের লেসন এ যেতে পারবেন। মোট ২১টা ভিন্ন ভিন্ন লেসন বা টিউটোরিয়াল আছে এখানে। সেই সাথে আছে ভিডিও, যেখান থেকে আপনি কিভাবে একটা সুন্দর এবং আকর্ষণীয় ওয়েব সাইট তেরি করতে হয় তা শিখতে পারবেন একেবারে হাতে কলমে।
Aquent Gymnasium
Aquent Gymnasium হল ওয়েব ডিজাইন শেখার একটি দুর্দান্ত জায়গা যেখানে আপনি আপনার বর্তমান জ্ঞান বা অভিজ্ঞতাগুলোকে আরো উন্নত করতে পারবেন। ডিজাইনে কৌশল, ফ্রন্ট এন্ড ওয়েব ডিজাইন, CSS, UX ডিজাইন এবং এইচটিএমএল সম্পর্কে বিস্তর আলোচনা আছে এই ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট এ।
এখানকার ক্লাসগুলি বিভিন্ন বিষয়গুলির উপর ফোকাস করে এমন ভিডিও তৈরি করেছে যা ডিজাইনারদের জন্য কোডিং, ফ্লাশ কন্সেশন এবং জাভাস্ক্রিপ্টও অন্তর্ভুক্ত আছে। পেশাদারভাবে যারা ওয়েব সাইট তেরি করতে চান তাদের জন্য এই সাইটটা খুবই কার্যকর বা প্রয়োজনীয়।
Alison’s Web Development
ওয়েব ডিজাইনে যদি ডিপ্লোমা করতে চান এবং সহজভাবে বুঝতে বা শিখতে চান, তাহলে এই সাইট টি আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে। শুরু থেকেই কোর্সটি নয়টি অংশে ভাগ করে সহজভাবে শিখানো হয় যা আপনাকে সম্পূর্ণরূপে এবং ব্যবহারযোগ্য ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে।
Alison’s Web Development এর ডিপ্লোমা কোর্সটিতে এইচটিএমএল, এডোব ড্রিমওয়েভার, এবং সিএসএস শিখানো হয়। আপনি ধাপে ধাপে কোর্সের সাথে প্রকাশনা, ডিজাইন এবং বিল্ডিং সম্পর্কে শিখতে পারেন যাতে আপনি বেসিক ওয়েব পেজ তৈরি করতে পারেন। অভিজ্ঞদের জন্য যেমন অসাধারণ সাইট এটি, তেমনি নতুনদের জন্য চমৎকার একটা সাইট।
Webmaking 101
ওয়েব ডিজাইন শেখার জন্য এটি একটি ভালো সাইট। কিন্তু ডাইনামিক এবং প্রতিক্রিয়াশীল ওয়েবসাইট শেখার জন্য এই সাইটকে সেরা বলা যাবে না। যারা ইন্টারনেটে ওয়েব ডিজাইন শেখার জন্য বিনামূল্যের কোর্স খুঁজে থাকেন, তাদের জন্য এই সাইটা খুব ভাল জায়গা। আপনি মাঝে মাঝে এই সাইটে ত্রুটি পেতে পারেন কিন্তু কিছু টিপস এবং ট্রিকস যা ইন্টারনেটে ব্যাপকভাবে ব্যবহার হয় তা আপনি এই সাইট থেকে শিখতে পারেন।
Code Avengers
এই ওয়েবসাইটের ১০০ টিরও বেশি লেসন আছে যা বেসিক থেকে শুরু করে এম্বেড করা এবং জাভাস্ক্রিপ্ট ডিজাইন করার এবং অনলাইন অ্যাপ্লিকেশানগুলি তৈরি করা শেখাবে। আপনি নিজে শেখার জন্য এই সাইটা ব্যবহার করতে পরেন এবং অন্যকে শেখানোর জন্য এই সাইটের উপাদানগুলো ব্যবহার করতে পারেন।
ওয়েব ডিজাইন শেখার ফ্রি ওয়েবসাইট এর একটি বিশাল তালিকা পেলেন। নয়টি ওয়েব থেকে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারবেন একদম বিনামূল্যে। বিনামূল্যে কোর্স হল আপনার স্বপ্নের কাজে প্রথম পদক্ষেপ যা আপনার বর্তমান ওয়েব ডিজাইনের উপর জ্ঞানকে আরও উন্নত করার একটি ভাল উপায় মাত্র। এর সাথে ওয়েব ডিজাইনের উপর প্রচুর বই পড়ুন এবং সেমিনারে এটেন্ড করুন। ইন্টারনেট থেকে যা শিখেছেন তা নিজে চেষ্টা করুন এবং ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার চেষ্টা করুন।
Nafeez says
ধন্যবাদ মিনার ভাই,
ওয়েব ডিজাইন শেখা যাবে এমন কিছু বইয়ের নাম (বাংলা এবং ইংরেজি) জানালে উপকৃত হতাম।
Saikat Bhuiyan says
ওয়েব ডিজাইন শিখতে চান যারা, বিশেষ করে যারা নিজে নিজেই বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে শিখে নিতে চান, তাদের জন্যে একটি সুন্দর পোস্ট।