অনলাইন এডুকেশন বদলে দিচ্ছে পড়াশুনার ক্ষেত্র, বর্তমানে অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন সেরা সেরা সব বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেওয়া অনেক সহজ হয়ে গেছে। আগে দেখা যেত ইচ্ছা থাকেলও বিদেশি প্রতিষ্ঠানের ডিগ্রি নেওয়া হতো না। কিন্তু এখন তা সহজ হয়ে গেছে অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে। উচ্চ শিক্ষা আর উন্নত ক্যারিয়ারের কথা মাথায় রেখে আপনিও নিতে পারেন মালয়েশিয়ার সেরা অনলাইন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি।
মালয়েশিয়ার অনলাইন ইউনিভার্সিটি
অনলাইনের মাধ্যমে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি নেওয়ার জন্য অবশ্যই সর্ব প্রথমে আপনাকে জানতে হবে মালয়েশিয়ার কোন্ কোন্ ভার্সিটি থেকে অনলাইনের মাধ্যমে এমবিএ ডিগ্রি নেওয়া যায়। মালয়েশিয়ায় যেমন নামকরা অনেক পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, তেমনি রয়েছে অনেক সুনামধন্য অনলাইন ইউনিভার্সিটি। এ তালিকায় তুলে ধরা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে ভাল মানের অনলাইন ইউনিভার্সিটিগুলো যেখান থেকে আপনি অনলাইনেই এমবিএ করতে পারবেন।
University of Science Malaysia
মালয়েশিয়ায় একটি পাবলিক-ফান্ডেড অটোনোমাস ইউনিভার্সিটি এটি। ১০ জুন ১৯৬৯ সালে এটি প্রতিষ্ঠিত। উত্তর মালয়েশিয়ায় প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিটি উচ্চতর শিক্ষার সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান। এর তিনটি ক্যাম্পাস রয়েছে। এর প্রধান ক্যাম্পাস হলো পেনান দ্বীপে। এছাড়াও কেলানটান এ রয়েছে একটি স্বাস্থ্য ক্যাম্পাস এবং একটি ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস আছে নিবং টিবালায়।
মালয়েশিয়ায় তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এটি অন্যতম। এখানে প্রায় ১৪৭৯ জন লেকচারার রয়েছে এবং ছাত্র-শিক্ষকের অনুপাত ১৯:১ এর কাছাকাছি। ইউনিভার্সিটিটি বিশুদ্ধ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান, ফার্মাসিউটিক্যাল বিজ্ঞান, বিল্ডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সমাজবিজ্ঞান, মানবিক ও শিক্ষা ক্ষেত্রের পাশাপাশি গবেষণা পরিচালনা করে।
এই বিশ্ববিদ্যালয়টি মালয়েশিয়ার অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যারা ফ্যাকাল্টি শব্দটি ব্যবহার করার পরিবর্তে স্কুল শব্দটি ব্যবহার করে। ‘টেকনোলোজি-বেজড্ স্কুল’, ‘লিবারেল আর্টস্ স্কুল’, ‘হেলথ্ সায়েন্স স্কুল’, ‘পিউর সায়েন্স স্কুল’ হলো এর প্রধান প্রধান স্কুল।
মস্তিষ্ক ও স্নায়ুবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, জলাশয়, জৈবচিকিত্সা ও ফার্মাসিউটিক্যাল স্টাডিজ, প্রাকৃতিক ভাষা প্রসেসিং এবং কম্পিউটার এডেড অনুবাদ, তথ্য প্রযুক্তি, খাদ্য প্রযুক্তি, পলিমার বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব প্রযুক্তি, দূরত্ব শিক্ষা, ভৌগলিক তথ্য ব্যবস্থা ইত্যাদি নিয়ে এরা গবেষণা করে।
Asia e University
এটি মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইন্টার-গভার্নমেন্টাল প্ল্যাটফর্ম হিসাবে ৩৪ টি এশিয়া প্যাসিফিক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের দ্বারা প্রতিনিধিত্ব করে এবং এআইইউ এর মতো প্রকল্পগুলির মাধ্যমে বিভিন্ন এলাকায় শিক্ষার মতো সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে।
মালয়েশিয়ার সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি কমনওয়েলথ ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের সদস্য। এর ফ্যাকাল্টির মধ্যে উল্লেখযোগ্য ফ্যাকাল্টিগুলো হচ্ছে- ‘স্কুল অব আর্টস্, হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স (এসএএইচইউএসএস)’, ‘স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)’, ‘স্কুল অব গ্র্যাজুয়েট স্টাডিজ (এসজিএস), ‘স্কুল অব এডুকেশন এন্ড কগনিটিভ সায়েন্স (এসইসিএস) ইত্যাদি।
Henley Business School
এই বিশ্ববিদ্যালয়টি হলো “University of Reading” এর একটি বিজনেস স্কুল। এটি পূর্বতন স্বাধীন হেনলি ম্যানেজমেন্ট কলেজ, পূর্বে প্রশাসনিক স্টাফ কলেজ, ইউনিভার্সিটি অব রিডিং এর বিদ্যমান ব্যবসা স্কুল একত্রিত করে গঠিত হয়েছিল। একত্রিত হওয়ার ফলে এটি এখন দুইটি স্থান দখল করে আছে। হেনলি-অন-থেমস শহরের কাছাকাছি অবস্থিত গ্রিনল্যান্ডস ক্যাম্পাস যা হেনলি ম্যানেজমেন্ট কলেজের মূল স্থান এবং রিডিংয়ের হোয়াইটওয়ানাইট ক্যাম্পাস।
তিনটি বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসা স্কুল স্বীকৃতি সংস্থা দ্বারা ট্রিপল স্বীকৃতি পাওয়া বিশ্বব্যাপী মাত্র ৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। গ্রীনল্যান্ড ক্যাম্পাসে, হেনলি বিজনেস স্কুলটি নির্বাহী পরিচালকদের জন্য এমবিএ এর ব্যবস্থা রেখেছে। এছাড়াও রয়েছে ১০০টিরও বেশি দেশের ছাত্রদের সাথে কর্পোরেট এবং নির্বাহী শিক্ষা প্রোগ্রাম।
হেনলি বিজনেস স্কুল তার স্নাতকোত্তর, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামগুলি হোয়াইটওয়ানাইট ক্যাম্পাস থেকে প্রদান করে। স্নাতকোত্তর (বি.এ. / বিএসসি) এবং স্নাতকোত্তর (এমএ / এমএসসি) জন্য ৩০ বিভিন্ন প্রোগ্রাম চালু রেখেছে এই প্রতিষ্ঠানটি।
Al-Madinah International University
মালয়েশিয়ার Selangor একটি স্বাধীন শিক্ষা প্রতিষ্ঠান যা ২০০৬ সালে ইসলামিক নীতি এবং মূল্যবোধ এর উপর প্রতিষ্ঠিত হয়। মালয়েশিয়ার উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের লাইসেন্স এবং মালয়েশিয়া কোয়ালিফিকেশন এজেন্সি (এমকিউএ) দ্বারা এর প্রোগ্রামগুলি স্বীকৃত।
এতে ক্যাম্পাস এবং অনলাইন দুই ধরণেরই ক্লাসের ব্যবস্থা রয়েছে। এর একাডেমিক প্রোগ্রাম এর মধ্যে রয়েছে “Diploma”, “Bachelors”, “Masters” এবং “PhD”। এছাড়াও আরো অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে এই ইউনিভার্সিটিতে, যেমন- ফ্যাকাল্টি অব এডুকেশন, ফ্যাকাল্টি অব ল্যাংগুয়েজ, ফ্যাকাল্টি অব ফিন্যান্স এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সায়েন্স, ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স, ইত্যাদি।
GlobalNxt University
এটি একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় যার একাডেমিক হেড কোয়ার্টার রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে। বিশ্ববিদ্যালটির শিল্পের সাথে দৃঢ় অংশীদারিত্ব রয়েছে। এছাড়াও কর্পোরেশনের জন্য কাস্টমাইজড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করে এরা।
জানুয়ারি ২০১৩ এর হিসাবে এই প্রতিষ্ঠানটির ৭২ টি দেশের ৯০০০ এরও বেশি শিক্ষার্থী ছিলো। মালয়েশিয়াতে সমস্ত ডিগ্রি প্রোগ্রামগুলি মালয়েশিয়া কোয়ালিফিকেশন এজেন্সি এর স্বীকৃতি পাওয়ার আগে কঠোর বহিরাগত পর্যালোচনার মধ্যে দিয়ে পাশ করতে হয়।
মাস্টার অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ), স্নাতকোত্তর ডিপ্লোমা অফ বিজনেস এডমিনিস্ট্রেশন, মাস্টার অব সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট এবং ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (ডিবিএ) কোর্স রয়েছে এই ভার্সিটিতে।
আপনি যদি মালয়েশিয়াতে উচ্চ শিক্ষা নিতে চান অথবা সম্পূর্ণ করতে চান এমবিএ ডিগ্রি তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনাকে সাহায্য করবে। কারণ এখানে মালয়েশিয়ার সেরা পাঁচটি অনলাইন ভার্সিটি নিয়ে আলোচনা করা হয়েছে যারা অনলাইনের মাধ্যমেই প্রদান করে থাকে এমবিএ ডিগ্রি। আর এই ডিগ্রি গ্রহণ করে আপনি মালয়েশিয়াতে না গিয়েও পারবেন মালয়েশিয়ার সেরা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করতে।
Leave a Reply