রাশিয়া বিশ্বকাপ শেষ হলেও বিশ্বকাপের রেশ এখনো রয়ে গেছে। রাশিয়া বিশ্বকাপকে বলা যায় রেকর্ড ভাংগার বিশ্বকাপও। প্রত্যেক বিশ্বকাপই আগের বিশ্বকাপগুলোর কিছু না কিছু রেকর্ড ভেঙ্গে থাকে। তবে, এবারের রাশিয়া বিশ্বকাপ একটু ব্যতিক্রমধর্মী কিছু রেকর্ড ভেঙ্গেছে। যাইহোক, রাশিয়া বিশ্বকাপ যে রেকর্ডগুলো ভেঙ্গেছে তার তালিকা কিন্তু খুব একটা ছোট নয়।
রাশিয়া বিশ্বকাপে যে রেকর্ডগুলো ভেংগেছে
এই রেকর্ডভাঙ্গা বিশ্বকাপে প্রথমবারের মত ব্যবহার করা হয়েছে ভিএআর প্রযুক্তি। অনেক নাটকীয়তা আর রোমাঞ্চের স্বাক্ষী হওয়া রাশিয়া বিশ্বকাপ যে রেকর্ডগুলো ভেংগেছে এক নজরে চলুন তার উপরে একবার চোখ বুলিয়ে নিই।
রাশিয়া বিশ্বকাপের গোল
রাশিয়া বিশ্বকাপের ৬৪ টি ম্যাচের মধ্যে ৬৩টি ম্যাচেই ন্যূনতম ১টি করে হলেও গোল হয়েছে। কেবলমাত্র গ্রুপ পর্বের ফ্রান্স-ডেনমার্ক ম্যাচেই হয়নি কোন গোল। এতগুলো ম্যাচে গোল দেখেনি আর কোন বিশ্বকাপ।
মোট গোলের হিসেবেও প্রায় ছাড়িয়ে যাচ্ছিল সবাইকে। রাশিয়া বিশ্বকাপে মোট গোল হয়েছে ১৬৯টি। বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ১৭১ টি।
রাশিয়া বিশ্বকাপের লাল কার্ড
মাত্র ৪টি লাল কার্ড দেখেছে রাশিয়া বিশ্বকাপ। ১৯৭৮ সালের পর এত কম লাল কার্ড দেখেনি বিশ্বকাপ। আর ১৯৭০ সালে ১টি লালকার্ডও দেখেনি ফুটবল বিশ্বকাপ।
রাশিয়া বিশ্বকাপের পেনাল্টি
এবার এক বিশ্বকাপে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড হয়েছে। মোট ২৯টি পেনাল্টি থেকে গোল হয়েছে ২২টি।
রাশিয়া বিশ্বকাপের সেটপিস
পেনাল্টি, ফ্রি-কিক,কর্ণার ইত্যাদি থেকে এবার ভুড়ি ভুড়ি গোল হয়েছে। ১৬৯টি গোলের ৭৩টিই হয়েছে সেটপিস হতে। বিশ্বকাপে সেটপিস হতেও সর্বোচ্চ গোলের রেকর্ড এটি।
রাশিয়া বিশ্বকাপের শেষ সময়ে গোল
এবার ম্যাচের শেষদিকে অসংখ্য গোল হয়েছে। সংখ্যাটা ২৪।
রাশিয়া বিশ্বকাপের আত্মঘাতী গোল
আগের রেকর্ড ছিল ১৯৯৮ বিশ্বকাপের ৬টি আত্মঘাতী গোল। এবার সংখ্যাটা ১২। অর্থ্যাৎ দ্বিগুন।
রাশিয়া বিশ্বকাপের পেনাল্টি শুট-আউট
১৯৯০,২০০৬,২০১৪ এর পর ২০১৮তেও ৪টি ম্যাচ নিস্পত্তি হয়েছে পেনাল্টি শুটআউটে।
রাশিয়া বিশ্বকাপের অন্যান্য রেকর্ড
৬ষ্ঠ দল হিসেবে একাধিক বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। মাত্র ৮ম খেলোয়াড় হিসেবে একই বছর চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জিতেছেন ভারানে। বিশ্বকাপ ফাইনালে ১ম আত্মঘাতী গোল করেছেন মাঞ্জুকিচ। পরে গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ ফাইনালে গোল করা ৫ম খেলোয়াড় হয়েছেন তিনি।
পেলের পর ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা এমবাপ্পে, হয়েছেন বিশ্বকাপ জেতা ৩য় সর্বকনিষ্ঠ ফুটবলার। ২য় ব্যক্তি হিসেবে কোচ ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছেন দেশম। এই ছিল রাশিয়া বিশ্বকাপে যে রেকর্ডগুলো ভেংগেছে তার তালিকা।
Leave a Reply