ওয়ার্ডপ্রেসে ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম এর সংখ্যা হাতেগোনা। অন্যান্য ক্যাটেগরির শত শত থিম থাকলেও, এফিলিয়েট মার্কেটিং থিম রয়েছে বড় জোর ২০ থেকে ৩০টি। তাও আবার সবগুলো কাজের নয়। ফ্রি থিমের মধ্যে যে কয়টি সেরা, বিভিন্ন এফিলিয়েট মার্কেটাররা ব্যবহার করছেন, কোয়ালিটির দিক থেকে ওয়ার্ডপ্রেস সার্টিফাইড, এখানে সে রকমই ৫টি থিম দেয়া হল।
ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম
অনলাইনে আয়ের যতগুলো সহজ এবং সফল উপায় রয়েছে তার মধ্যে অন্যতম সেরা মাধ্যমটি হল এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে একটি সুন্দর ওয়েবসাইট। আর এ ওয়েবসাইটের থিমটি হওয়া চাই সাজানো গোছানো, এফিলিয়েট মার্কেটিং এর জন্য সম্পূর্ণ উপযোগী।
কারণ, এফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনার সাইটে বেশকিছু আলাদা ধরণের ফাংশনালিটি থাকতে হবে। যদি আপনার থিমটি ওই সব ফাংশনালিটির সঙ্গে খাপ না খায়, ক্ল্যাশ সৃষ্টি করে তাহলে এফিলিয়েট মার্কেটিং এ আপনি সফলতা পাবেন না। সুতরাং নিচের ৫টি ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম থেকে আপনার জন্য সেরা থিমটি পছন্দ করে নিন।
আরো পড়তে পারেন-
- ৫টি ফ্রি ওয়ার্ডপ্রেস বিজনেস থিম
- সোশাল মিডিয়া ম্যানেজার হিসেবে আয় করুন ঘন্টায় ১১২৫ থেকে ৩০০০ টাকা
- মোবাইলে ছবি তুলুন আর ঘরে বসে আয় করুন একটি অ্যাপ দিয়ে
রিভিউজাইন – ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম
যে জেনারেশন এফিলিয়েট মার্কেটিং এ নতুন করে আসবে, নতুন কিছু সৃষ্টি করবে এবং পুরনোদের ছাড়িয়ে যাবে তাদেরকে টার্গেট করেই ‘থিম ড্রপবক্স’ কোম্পানী তৈরি করেছে ‘রিভিউজাইন’ নামের এই অসাধারণ এফিলিয়েট থিম। ২০১৪ সালের ২৭শে আগস্ট থিম ড্রপবক্স এই থিমটি রিলিজ দেয়। এ পর্যন্ত ৫বার থিমটির আফডেট আফডেট দেয়া হয়েছে আরো অনেক ফাংশনালিটি যোগ করে। আর সর্বশেষ আফডেট তারিখ হল ২৩শে মার্চ, ২০১৬। যেহেতু থিমটি নিয়মিত ওয়ার্ডপ্রেসে আফডেট দেয়া হচ্ছে, থিমটির কোয়ালিটি এবং সব ধরণের এফিলিয়েট ফাংশনালিটির ব্যাপারে আপনি সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারেন।
সব রকমের সার্চ ইঞ্জিনের জন্য থিমটিকে ভালভাবে অপটিমাইজড্ করা হয়েছে। সেই সাথে রয়েছে থিমটির দারণ দারণ উইজেড ইন্টিগ্রেশন। অ্যাডভান্সড্ সেটিং অপশনটি এত চমৎকারভাবে সাজানো হয়েছে যে, এখান থেকেই অনায়াসে আপনি আপনার এফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইটি তৈরি করে ফেলতে পারবেন। এর জন্য আপনাকে কোন কোডিং জানতে হবে না। ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্টের কোর্সও করতে হবে না।
ভাইপার – এফিলিয়েট মার্কেটিং ফ্রি থিম
একটি চমৎকার এফিলিয়েট ডিরেক্টরি তৈরি করার জন্য ভাইপার হতে পারে আপনার সেরা পছন্দ। আপনি যদি আপনার সাইটের নেভিনেশন মেনু, ফিচার ইমেজ, স্লাইডার ইমেজ, পোস্ট টাইপ, কালারসহ যে কোন কিছু পরিবর্তন পরিমার্জণ করতে চান, ভাইপার আপনাকে সে সুযোগটা দিচ্ছে। থিমে ‘অপশন প্যানেল’ নামে একটি ফিচার দেয়া রয়েছে আপনার পছন্দ মত পরিবর্তনের জন্য।
এই ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম দিয়ে আপনি অনায়াসে একটি ই-কমার্স সাইট তৈরি করে ফেলতে পারবেন যা এফিলিয়েট মার্কেটিং এর জন্য অত্যন্ত সহায়ক হবে। আপনি আপনার পণ্যগুলো সাজাতে পারবেন হোম পেজসহ যে কোন পেজে। আমাজন, ইবের মত সর্বাধিক জনপ্রিয় এফিলিয়েট প্লাটফর্মের পণ্যগুলো শো করতে পারবেন আপনার সাইটে। সেগুলোর ভেতর ঢুকিয়ে রাখতে পারবেন এফিলিয়েট লিংক। যে লিংক ধরে কেউ কিছু কিনলেই আপনি তার কমিশন পেয়ে যাবেন।
এরিভিউ – এফিলিয়েট প্রোডাক্ট রিভিউ থিম
এফিলিয়েট মার্কেটিং এর উদ্দেশ্যে একটি প্রোডাক্ট রিভিউ ওয়েবসাইট তৈরি করতে চাইলে, এরিভিউ থিমটি বেচে নিতে পারেন। আপনার প্রয়োজন এবং পছন্দ অনুসারেই আপনি আপনার পণ্যগুলো সাজাতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
এরিভিউ আপনাকে সম্পূর্ণ কালার কন্ট্রোল দিচ্ছে যেখান থেকে আপনি যে কোন পেজ, টেমপ্লেট, হেডার, ফুটার, উইজেডসহ যে কোন সেকশনের কালার পরিবর্তন করতে পারবেন। এই থিমটি পুরোপুরি রেসপন্সিভ এবং থিমের সঙ্গে রয়েছে ছয়শোরও বেশি গুগল ফন্ট। যে কোন ক্যাটেগরি, পেজ, এবং পোস্ট টাইটেল বা বডি টেক্সট্ এর জন্য আপনি এখান থেকে যে কোন ফন্ট ব্যবহার করতে পারবেন ফ্রি।
রিথিংক – ওয়ার্ডপ্রেস এফিলিয়েট মার্কেটিং থিম
অনলাইনে থাকা ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম এর মধ্যে রিথিংকের ডিজাইন এমনই আলাদা যে দেখলেই আপনি এই থিমটি পছন্দ করে ফেলবেন। এই থিমটি সম্পূর্ণরূপে এফিলিয়েট মার্কেটিং এর জন্যই তৈরি করা হয়েছে। ফলে, এফিলিয়েট মার্কেটিং এর জন্য একটা ওয়েবসাইটের যত ধরণের ফাংশনালিটি দরকার হয়, এই থিমে তার সবটিই দেয়া আছে।
এফিলিয়েট লিংক সহ যে কোন পণ্যই আপনি এ থিমে আপলোড এবং ক্যাটেগরি অনুযায়ী লিস্ট করতে পারবেন। এমনকি, এই থিমটি আপনাকে আপনার পন্যগুলোর রেটিং সেট করার জন্য একটি অপশন দিচ্ছে। এই থিমটির প্রোভাইডর ইংক থিম। আর ইংক থিমে এই থিমটির একটি প্রিমিয়াম ভার্সণও রয়েছে যার দাম পড়বে ৫৯ ডলার।
রেডি রিভিউ – ওয়ার্ডপ্রেস এফিলিয়েট মার্কেটিং থিম
ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম এর মধ্যে এটি অন্যতম একটি সেরা থিম। রেডি রিভিউকে রেডি করা হয়েছে আপনার এফিলিয়েট মার্কেটিং পণ্যগুলোকে সুন্দর করে সাজানোর জন্য। প্রত্যেকটা পণ্যের ভেতরেই আপনি অনায়াসে আমাজন, ইবে কিংবা যে কোন এফিলিয়েট লিংক দিয়ে দিতে পারবেন। থিমটিতে এই চমৎকার ফাংশনালিটি দেয়া রয়েছে।
এই থিমটির ডিফল্ট কালার কালো এবং নীল। কিন্তু আপনি আপনার পছন্দের কালার পরিবর্তন করতে পারবেন মাত্র এক ক্লিকে। এই থিম দিয়ে আপনি আপনার ওয়েবসাইটকে পুরো স্ক্রিন জুড়ে সেট করতে পারবেন, সিঙ্গেল লে-আউটে সেট করতে পারবেন, এমনকি ডান পাশে সাইডবার সহ দুই কলামেও সেট করতে পারবেন।
এছাড়াও থিমের ‘কাস্টোমাইজার’ দিয়ে আপনি যে কোন ধরণের পরিবর্তণ আনতে পারবেন। আপনার নিজস্ব লোগো, ব্যানার এবং ফেভিকন আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি আপনার নিজস্ব ডিজাইনের সিএসএস যোগ করতে পারবেন।
ওয়ার্ডপ্রেস থিম মার্কেটে যে কয়টি ফ্রি এফিলিয়েট মার্কেটিং থিম রয়েছে তাদের থেকে সেরা থিমগুলোই বাছাই করে এখানে দেয়া হয়েছে। আশা করি, আপনি আপনার পছন্দের থিমটি ইতিমধ্যেই পেয়ে গেছেন। এফিলিয়েট মার্কেটিং সহ যে কোন ধরণের অনলাইন ইনকামের জন্য দরকারি তথ্য পেতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন।
farhan monsur fahim says
এফিলিয়েট মার্কেটিং করে আমার এখন আয় মাসে ৫০ হাজার টাকার উপরে। আমি রিপটোর কোর্স করেছিলাম। খুব ভাল একটা কোর্স।আপনারা চাইলে কোর্সটা করে দেখতে পারেন।
fahim says
kemon age cource ti kinecilen vaiyya repto teke
Christopher Young says
এফিলিয়েট মার্কেটিং এর প্রথম ধাপই হচ্ছে নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করা। আর ওয়েবসাইটের জন্যে এমন থিম প্রয়োজন, যা এফিলিয়েটের ক্ষেত্রে মানানসই। এরকম কিছু থিমের সন্ধ্যান দেয়ার জন্যে ধন্যবাদ।