আপনি যদি এনজিও ওয়ার্ডপ্রেস থিম খুঁজে থাকেন, তবে এই ফ্রি লিস্টটি আপনার জন্যে। এই পোস্টটি আপনাকে চয়েস করার মতো একটি লিস্ট সরবরাহ করবে। এই লিস্ট থেকে আপনি আপনার নন-প্রপিট অর্গানাইজেশনের জন্যে একটি চমৎকার থিম চয়েস করে নিতে পারবেন, যাতে আপনার কোন খরচ হবে না।
আপনার অর্গানাইজেশন যদি নতুন হয়ে থাকে, তবে ওয়েবসাইটের জন্যে প্রথম অবস্থাতেই টাকা খরচ করা ঠিক হবে না। তাছাড়া, প্রিমিয়াম থিমের দাম কিন্তু কম নয়। কাজেই, ফ্রি থিম দিয়েই আপনার ওয়েবসাইট শুরু করা উচিৎ। তবে, পারফেক্ট ওয়েবসাইট তৈরির জন্যে এই ২টি ওয়ার্ডপ্রেস হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিতে পারেন।
কয়েক বছর আগে, ওয়ার্ডপ্রেসে সহজেই একটি ওয়েবসাইট তৈরি করা সহজ ছিল না। কারণ, থিমের ক্যাটেগরি ছিল খুব কম। আর যে ক্যাটেগরিগুলো ছিল, সেগুলোতেও বিভাগ ভিত্তিক থিমের সংখ্যা ছিল খুবই কম। তখন, সাধারণত একটি নির্দিষ্ট ক্যাটেগরি থিম ছিল ৫ থেকে ১০টা। আবার সেগুলোর ডিজাইন ছিল নিম্নমানের, ফিচার ছিল কম, এমনকি কার্যকারিতার নিখুঁততার জন্য পছন্দনীয় ছিল না।
ওয়ার্ডপ্রেস যেমন খুব দ্রুত জনপ্রিয় হয়েছে, তেমনি বিভিন্ন ক্ষেত্রের কিছু ক্রিয়েটিভ ডিজাইনার ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত হয়েছেন। এমনকি, প্রচুর প্রযুক্তি সংস্থা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের যত্ন নিতে এগিয়ে এসেছে। সুতরাং, তারা অনেক অসাধারণ থিম তৈরি করা শুরু করেছে। আর সেগুলো থেকেই আজ আপনাদের জন্যে এমন কিছু থিম নিয়ে এসেছি যেগুলো দিয়ে আপনারা আপনাদের এনজিওর ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
এনজিও ওয়ার্ডপ্রেস থিম
এই লিস্টে আপনি কিছু ভালমানের ফ্রি থিম পেতে চলেছেন। কাজেই, আপনার দাতব্য সংস্থার জন্য কোনও ওয়েবসাইট ডিজাইন করা এবং এটিকে সহজেই চালানো কঠিন হবে না। কারণ, এই সমস্ত থিমগুলি ক্লিন কোড, সঠিক ফাংশন এবং দারুণ ডিজাইনের সমন্বয়ে তৈরি। সংস্থার জন্য ওয়েবসাইট তৈরি করতে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আপনার যা প্রয়োজন তা হল নীচের তালিকা থেকে একটি সেরা থিম বেছে নেওয়া।
Charitas Lite WordPress Theme
এটি এমন একটি চ্যারিটি থিম যা আপনার ওয়েবসাইটে অ্যাডভান্সড্ ফিচার যোগ করার অপশনসহ তৈরি হয়েছে। যেহেতু এটি অর্গানাইজেশনের জন্যে বিশেষভাবে তৈরি, সেহুতু এটি দিয়ে আপনি শুধু এনজিওই নয়, বরং যে কোন ক্লাব, ধর্মীয় অর্গানাইজেশন কিংবা রাজনৈতিক দলের ওয়েবসাইটও তৈরি করতে পারবেন।
GivingPress Lite WordPress Theme
আপনি যদি এনজিওসহ যে কোনও ধরণের অর্গানাইজেশনের জন্যে একটি সিম্পল কিন্তু হাই প্রপেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান, তবে GivingPress Lite WordPress Theme আপনার জন্যে উপযুক্ত হতে পারে। কোনও সন্দেহ নেই যে, অর্গানাইজেশনের জন্যে প্রি থিমের মধ্যে এটি অন্যতম সেরা যা আপনি ইউজারদের রিভিউ পড়েই বুঝতে পারবেন।
SKT Charity WordPress Theme
যে-সব এনজিও তাদের ওয়েবসাইট নিয়ে অনলাইনে আসতে চান, তাদের জন্যে SKT Charity WordPress Theme অত্যন্ত কার্য্যকর হবে। যে কোনও ধরণের ফান্ড রাইজিং ওয়েবসাইটের জন্যে এটি একটি পারফেক্ট চয়েস হতে পারে। থিমটি WooCommerce ফাংশনালিটির জন্যে উপযুক্ত করে তৈরি করা হয়েছে যার সাহায্যে চ্যারিটি অর্গানাইজেশন বিশ্বের যে কোনও প্রান্ত থেকে ডোনেশন রিসিভ করতে পারবে।
Charitize WordPress Theme
চ্যারিটি অর্গানাইজেশনের জন্যে ইভিশন থিম দারুণ এই থিমটি তৈরি করেছে এবং ফ্রি ডাউনলোডের সুবিধা দিচ্ছে। Charitize WordPress Theme ডিজাইনের দিক থেকে খুবই সিম্পল এবং কোডিং এর দিক থেকে নিট এন্ড ক্লিন যা দিয়ে আপনি একটি ফাংশনাল এবং প্রপেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
Charity Help Lite WordPress Theme
মডার্ন, লাইট-ওয়েট, সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি থিম হিসেবে Charity Help Lite WordPress Theme এর সুনাম রয়েছে। এটি দিয়ে চ্যারিটি, এনজিও এবং যে কোন ফাউন্ডেশনের ওয়েবসাইট তৈরি করা যাবে। একটি ওয়েবসাইটকে সব দিক থেকে প্রপেশনাল এবং ফাংশনাল করার জন্যে যত ধরণের ফিচার দরকার, তার সবই রয়েছে এই থিমে।
আশা করি, উপরে উল্লেখিত ৫টি এনজিও ওয়ার্ডপ্রেস থিম থেকে আপনি আপনার অর্গানাইজেশনের জন্যে সঠিক থিমটি খুঁজে পেয়েছেন। এখানকার কোন থিমটি দিয়ে আপনি ওয়েবসাইট বানিয়েছেন বা বানাবেন বলে ঠিক করেছেন, তার আমাদের কমেন্ট করে জানান।
Leave a Reply