দুর্দান্ত গতিময় খেলা উপহার দিয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠে এল ফ্রান্স। প্রথম গোলটি হয় ৪০ মিনিটের মাথায়, আঁতোয়া গ্রিজমানের ফ্রি কিক থেকে। ডিফেন্ডার রাফায়েল ভারান হেড দিয়ে গোলটি ফেরাতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু ফেরানোর বদলে তার মাথায় লেগেই গোলটি উরুগুয়ের জালে ঢোকে।
আর ২য় গোলটিও করেছিলেন আঁতোয়া গ্রিজমান ৬২ মিনিটের মাথায়। ডি বক্সের একটু বাইরে বল পেয়ে দেখলেন যে, সামনে ফাঁকা, এমন দুর্দান্ত শট দিলেন যে গোলকিপার ফার্নান্দো মুসলেরা ফেরাতে গিয়েও ফেরাতে পারলেন। উরুগুয়ের গোলকিপার বলটি উপরের দিকে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু বল বেশি উপরে না উঠে জালেই ঢুকে গেল। যা বিদায় ঘন্টা অনেকটাই নিশ্চিত করে দিল উরুগুয়ের।
এরপরও যথেষ্ট সময় ছিল উরুগুয়ের জন্যে, প্রায় ৩০ মিনিট। কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করেও ফ্রান্সের ডিফেন্স ভাঙ্গতে পারলো না উরুগুয়ের প্লেয়াররা। আরো কয়েকবার আক্রমণে গেলেও ফ্রান্সও আর গোলের দেখা পেল না। ফলে, ২-০ গোলেই সমাপ্ত হল আজকের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ২য় কোয়ার্টার ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়, যেখানে ব্রাজিল মুখোমুখি হবে বেলজিয়ামের।
Leave a Reply