অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান উবারে ড্রাইভার হিসেবে জয়েন করতে পারেন। উবার একই সাথে ড্রাইভার এবং রাইডারের নিকট তুমুল জনপ্রিয়। কেননা উবারের মাধ্যমে যাত্রীরা যেমন ভালো সেবা পাচ্ছে, পাশাপাশি গাড়ী চালক তথা ড্রাইভারও খুব ভালো আয় করতে পারছে।
২০১৭ সালের ডিসেম্বরের দিকে বিডিনিউজে একজন ড্রাইভারের সাক্ষাৎকার নেয়া হয়। সেই সাক্ষাৎকারে উবার ড্রাইভার বলেন যে তার মাসে ৬৫ হাজার টাকা আয় হয়। আর যদি নিয়মিত গাড়ি না চালায়, তবে প্রতিমাসে তার ২০ থেকে ২৫ হাজার টাকার মতো থাকে। তার দাবি আগে অন্যের অধীনে চাকুরি করে তিনি মাসে ২০ হাজার টাকা বেতন পেতেন। কিন্তু উবারে ড্রাইভার হিসেবে জয়েন করার পর তার আয় বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
সংক্ষিপ্ত এই ভূমিকা পড়ার পর, আপনার কাছে যদি মনে হয় আপনি উবারে গাড়ি চালানোর জন্য আগ্রহী, তাহলে এই লেখাটি খুব যত্ন সহকারে পড়বেন বলে আশা করি। কেননা এই লেখায় আমি উবারের ড্রাইভার হিসেবে জয়েন, ভাল রেটিং অর্জন এবং উবার থেকে দ্রুত আয় করার উপায় তুলে ধরবো।
উবারের ড্রাইভার হিসেবে জয়েন করার শর্ত
নিজের গাড়ি থাকলে: যদি আপনার নিজের গাড়ি থেকে থাকে, তবে উবারে ড্রাইভার হিসেবে জয়েন করতে হলে আপনার ৬টি জিনিস থাকতে হবে। যথা:
- ড্রাইভিং লাইসেন্স
- জাতীয় পরিচয়পত্র
- গাড়ির রেজিস্ট্রেশন
- ফিটনেস সার্টিফিকেট
- গাড়ির ট্যাক্স টোকেন
- গাড়ির ইনস্যুরেন্স
গাড়ি না থাকলে: আর যদি আপনার নিজের গাড়ি না থাকে, সেক্ষেত্রে উবার নিজেই আপনাকে গাড়ি সরবরাহ করবে। এক্ষেত্রে আপনার শুধু ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের দরকার হবে।
উবারে ড্রাইভার হিসাবে রেজিস্ট্রেশন
উবারে আপনি তাদের ওয়েবসাইট থেকে যেমন রেজিস্ট্রেশন করতে পারবেন, পাশাপাশি তাদের অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন করা যায়। তাদের ওয়েব সাইটে গিয়ে সাইন আপ টু ড্রাইভারে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম পাবেন। এবার রেজিস্ট্রেশন ফরমে নাম, ইমেইল, শহর, পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করুন।
এরপর আপনি কি ধরনের গাড়ি চালাতে চান তা নির্বাচন করতে হবে। গাড়ি নির্বাচন করার পর আপনার গাড়ির ব্রান্ড, মডেল এবং লাইসেন্স নাম্বার প্রদান করতে হবে। এই ধাপ শেষ করার পর উপরে যেসব কাগজপত্রের উল্লেখ করা হয়েছে তার পরিষ্কার ছবি তুলে আপলোড করতে হবে।
অ্যাপ থেকে রেজিস্ট্রেশন করতে চাইলে প্লে-স্টোর থেকে উবার ড্রাইভার অ্যাপটি ডাউনলোড করে নিন এবং উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশনের ধাপগুলো অনুসরণ করুন। এছাড়া আপনি উবার অফিসে গিয়েও সরাসরি উবারে রেজিস্ট্রেশন করতে পারবেন।
উবার অফিসের ঠিকানা
ঢাকায় উবারের দু’টি অফিস রয়েছে, আপনি যে কোন একটিতে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন। তারাই আপনাকে ড্রাইভার হওয়ার প্রক্রিয়াটি সম্পন্ন করতে সহযোগীতা করবে।
ঠিকানা-১: ১৫৬, কামাল আতাতুর্ক এভিনিউ, ঢাকা-১২১২। ফোন: 01674-286410
ঠিকানা-২: ৩৬, সোনারগাঁও জনপথ রোড, সেক্টর-১২, উত্তরা, ঢাকা- ১২৩০। ফোন: 09612-111777
উবার ড্রাইভার অ্যাপ ব্যবহার
উবার ড্রাইভার অ্যাপে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এবার অ্যাপ থেকে অনলাইনে ক্লিক করুন।
অনলাইনে ক্লিক করার অর্থ আপনি এখন ড্রাইভিং রিকোয়েস্ট নেয়ার জন্য প্রস্তুত। অনলাইনে থাকার সময় আপনার যদি কোন ড্রাইভিং রিকোয়েস্ট আসে তবে নিচের ছবির মত দেখাবে।
রিকোয়েস্ট আসার পর আপনি যদি রিকুয়েস্ট নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তবে রিকুয়েস্ট একসেপ্ট করে নিবেন। রিকোয়েস্ট একসেপ্ট করার পর আপনি যাত্রী চারটি তথ্য দেখতে পারবেন। যথা-
- যাত্রীর নাম
- মোবাইল নাম্বার
- তার অবস্থান
- যাত্রীর নিকট কিভাবে যেতে হবে তার নেভিগেশন
এসব তথ্যের ভিত্তিতে আপনি যাত্রীর নিকট পৌঁছাতে পারবেন এবং যাত্রীকে তার নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে পারবেন। নির্দিষ্ট গন্তব্যে যাত্রীকে নেয়ার পর তার নিকট থেকে নগদে অথবা অ্যাপ ভিত্তিক পেমেন্টের মাধ্যমে ভাড়া গ্রহণ করতে পারবেন।
ভাড়া কত হয়েছে তা আপনার উবার অ্যাপে দেখাবে। আপনি যদি কোন ট্রিপ তথা ড্রাইভিং রিকোয়েস্ট ক্যানসেল করতে চান, সে ক্ষেত্রে দুটি শর্তের উপর ভিত্তি করে ড্রাইভিং রিকোয়েস্ট ক্যানসেল করতে পারবেন। যথা:
- যদি যাত্রী ভুল করে রিকোয়েস্ট পাঠায় এবং ফোন করে তাকে না পান।
- যাত্রীর অবস্থানে গিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পরেও তাকে না পাওয়া গেলে এবং যাত্রী ফোন না ধরলে।
উবারে ড্রাইভার হিসেবে জয়েন করে বেশী টাকা আয় করার টিপস
আপনি যদি উবারে ইতিমধ্যেই জয়েন করে থাকেন কিংবা জয়েন করার কথা ভাবেন, তবে নিচের টিপসগুলো আপনার জন্যে। উবার অফিসিয়াল কতৃপক্ষের দেয়া এই টিপসগুলো মেনে চললে আপনার আয় বেড়ে যাবে, আপনি উবারে সফল হবেন।
১. যাত্রীর সাথে ভাল ব্যবহার
যাত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করুন এবং প্রত্যেক যাত্রীকে সম্মান করুন। কেননা তাদের দেয়া রেটিং অনুযায়ী আপনার অয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। যাত্রী সেবার মান উন্নয়নের জন্য গাড়ির ভিতরে এবং বাহির পরিষ্কার রাখা জরুরি।
২. প্রাইম টাইমের সুবিধা ব্যবহার
প্রাইম টাইমে কাজ করলে উবার কোম্পানি ড্রাইভারকে ২০ থেকে ৫০ শতাংশ টাকা বেশি দিয়ে থাকে। এই টাকা মূলত উবার ড্রাইভার বোনাস হিসেবে পায়। প্রাইম টাইম মূলত অফিস, স্কুল-কলেজে তথা কর্মস্থলে যাওয়ার সময় সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া বিকাল ৫টা থেকে রাত ১২টাকেও প্রাইম টাইম ধরা হয়। কেননা এই সময় মানুষ কর্মস্থল থেকে বাসায় ফিরে।
৩. উবারের নিয়ম কানুন অনুসরণ
উবারের নিয়ম কানুন অনুসরণ করার মাধ্যমেও আপনি বেশ ভাল আয় করতে পারবেন। কেননা তারা সেরা এবং পরিশ্রমী ড্রাইভারদের পুরষ্কার এবং বোনাস প্রদান করে থাকে। যাত্রীদের সাথে ভালো ব্যবহার, অ্যাপে দেখানো ভাড়া অনুযায়ী ভাড়া গ্রহণ, গাড়ির যত্ন ও রক্ষণাবেক্ষণ, উবার অ্যাপ ও কল ব্যতীত অন্য কোন যাত্রী না উঠানো ইত্যাদি উবারের নীতিমালার অন্তর্ভুক্ত।
শেষ কথা
উবারে ড্রাইভার হিসেবে জয়েন করুন। প্রতি সপ্তাহের শেষের দিকে তারা আয়ের পরিমাণ উবার অ্যাপে দেখতে পারেন। উবার ড্রাইভার হিসেবে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল এখানে কাজের স্বাধীনতা আছে। এছাড়া উবারে আয়ের পরিমাণ বেশি। তাই আপনি যদি ভালো গাড়ি চালাতে পারেন তবে উবার আপনারা আয়ের অন্যতম সহজ পথ হতে পারে।
RAZU says
I want to Drive, no matter it is on UBER or anywhere.