কম্পিউটারকে প্রতিনিয়ত আমরা নানা কাজে ব্যবহার করি। অনেক সময় নিজের কম্পিউটার অন্য কেউ ব্যাবহার করতে পারে, এটা স্বাভাবিক। তাই আপনার কম্পিউটারকে আপনার নিজের মত করে দেখতে টুলবারে নিজের নাম লিখুন। আর কাজটি আপনি করতে পারেন কয়েকটি সহজ উপায়ে।
টুলবারে নিজের নাম
এ পদ্ধতিটি আমি উইন্ডোজ সেভেন এ করতে সক্ষম হয়েছি। অন্যান্য অপারেটিং সিস্টেমে চেষ্টা করে দেখতে পারেন। আসুন তাহলে দেখে নেই কিভাবে টুলবারে নিজের নাম লেখা যায়।
১. প্রথমে আপনার কম্পিউটারের টুলবারে যে ঘড়ি দেখতে পাচ্ছেন, সেখান ক্লিক করুন।
২ সেখান থেকে আপনি Change date and time setting এর উপর ক্লিক করুন ।
২. আবার পুনরায় আপানি Change date and time setting এ ক্লিক করুন। এরপর আপনি Change calendar setting এ ক্লিক করুন।
৩. Calendar setting এর Customize format এর Time option টিতে ক্লিক করুন।
৪. AM symbol ও PM symbol টিতে আপনি একটা স্পেস দিয়ে আপানার নাম লিখে দিন ।
৫. এরপর Apply ও OK বাটন এ ক্লিক করুন।
এখন আপনি আপানার কম্পিউটারের টুলবারের ঘড়ির সাথে আপনার নাম দেখতে পাবেন ।
আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে টুলবারে নিজের নাম লেখা যায়। এটা গুরুত্বপূরর্ণ কোন বিষয় না। অনেকে এর ব্যাপারে হয়ত জানেন, যারা জানেন না তারা আমার টিউটোরিয়ালটা ফলো করে খুব সহজে আপনি আপনার কম্পিটারকে আরো কাস্টমাইজ করে নিতে পারেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। এ রকম আরো উইন্ডোজ এর ছোট বড় তথ্য নিয়ে আবার আলোচনা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ।
Leave a Reply