আমাদের দেশের সিংহভাগ কম্পিউটার ব্যবহারকারিই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন। এখন উইন্ডোজ ১০ ব্যবহার হচ্ছে বিশ্বব্যাপী, আমাদের দেশেও অনেকেই উইন্ডোজ ৭ কিংবা ৮ ছেড়ে ব্যবহার করছেন ১০। আর উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট করতে হয় যা সর্ব সাধারণের কাছে পৌঁছানোর একটি বড় বাধা। কারণ, অ্যাক্টিভেট করতে না পারার কারণে অনেকেই উইন্ডোজ ১০ ব্যবহার থেকে বিরত থাকছেন।
মাইক্রোসফট্ ইনকর্পোরেশনের তৈরি লেটেস্ট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ ব্যবহারের সুবিধা রয়েছে অনেকগুলো। আর কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এইসব গুরুত্বপূর্ণ সুবিধা কেউ হাতছাড়া করতে চান না বলেই বিশ্ব জুড়ে বহু মানুষ উইন্ডোজ ১০ই ব্যবহার করেন।
আপনারা নিশ্চয়ই জানেন যে, উইন্ডোজ ১০ কিনে ব্যবহার করতে হয় যার বর্তমান দাম ৮৪ থেকে ১৩৯ ডলার। আমাদের দেশের কম্পিউটার ব্যবহারকারীদের অনেকের পক্ষেই এই দাম দিয়ে উইন্ডোজ কিনে ব্যবহার করা সম্ভব নয়। আবার, সাধ্য থাকলেও প্রায় কেউ’ই কিনতে চান না, যেহেতু আমরা সবাই জানি যে কোন না কোন উপায়ে এটি ফ্রিতেই ব্যবহার করা যায়। আজ সে উপায়গুলোই আপনাদের জানাবো।
উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট করার উপায়
উপায় আছে অনেকগুলো, তার মাঝে আমরা সবচেয়ে সহজ আর কার্যকরী ২টি উপায় নিয়ে আলোচনা করবো। আসুন, উপায়গুলো দেখে নেই-
উপায়-১: KMSpico দিয়ে অ্যাক্টিভেশন
KMSpico দিয়ে উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট করার জন্যে, নিচের স্টেপগুলো ফলো করুন-
- আপনার পিসিতে যদি কোন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম থাকে, তবে সেটি ৫ মিনিটের জন্য বন্ধ করে রাখুন। আর যদি না থাকে, তবে এ স্টেপ এড়িয়ে যান।
- নিচের নীল বাটনে ক্লিক করে Kmspico Final Activator ডাউনলোড করে নিন। এটি Kmspico এর আপডেটেড ভার্সন।
- অ্যাক্টিভেটরটি ইনস্টল করার জন্যে ফাইলটিকে আনজিপ করে নিন।
- এবার KMSpico অ্যাক্টিভেটরটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।
- এখন KMSpico প্রোগ্রামটি চালু করুন মানে ওপেন করুন।
- ওপেন হওয়া ইন্টারফেসের লাল বোতামটিতে ক্লিক করলেই আপনার পিসিতে উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট হয়ে যাবে।
- খুব সহজেই আপনার উইন্ডোজটি অ্যাক্টিভেট হয়ে গেল।
- এইবার KMSpico প্রোগ্রামটি আপনার আর প্রয়োজন নেই। কাজেই, এটি আন-ইন্সটল করে নিন।
- আপনার অ্যান্টিভাইরাস প্রোগ্রামটি পুনরায় চালু করুন, যদি বন্ধ করে রেখে থাকেন।
- এবার ফাইনালাইজেশনের জন্যে আপনার কম্পিউটারটি একবার রিস্টারট দিন।
উপায়-২: Code দিয়ে অ্যাক্টিভেশন
এটা হচ্ছে মূলত কেনার পরের পদ্ধতি। তবে, না কিনেও আপনি এই পদ্ধতিতে অ্যাক্টিভেট করতে পারবেন। ঝামেলা হচ্ছে আপনাকে বারবার চেষ্টা করতে হতে পারে। অর্থাৎ, একটা কোড দিয়ে না হলে আরেকটা কোড দিয়ে ট্রাই করতে হবে। এভাবে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভেট না হয়।
যাইহোক, আসুন এই পদ্ধতিতে অ্যাক্টিভেট করার স্টেপগুলো দেখে নেই-
- প্রথমেই গুগলে সার্চ দিয়ে উইন্ডোজ ১০ এর প্রোডাক্ট কী নিয়ে রাখুন। Windows 10 product key free কথাটি লিখে সার্চ দিন কিংবা Windows 10 product key 2020 লিখেও সার্চ দিতে পারেন।
- সার্চ রেজাল্টে আসা প্রথম ২/৩টা পেজ ওপেন করুন। দেখুন, প্রতিটিতে একাধিক প্রোডাক্ট কী দেয়া আছে।
- এবার আপনার কম্পিউটারের Settings এ যান।
- সেখান থেকে Update & Security তে যান।
- এরপর সেখান থেকে Activation এ ক্লিক করুন।
- সেখানে দেখুন Enter Product Key লেখা রয়েছে, এটিতে ক্লিক করুন।
- প্রোডাক্ট কী দেয়ার জন্যে ঘরযুক্ত একটি পপ-আপ উইন্ডো ওপেন হবে। এবার প্রথমে গুগলে সার্চ করে ওপেন করা পেজগুলোর যে-কোনটি থেকে একটা একটা করে প্রোডাক্ট কী কপি করে এই ঘরটিতে পেস্ট করুন এবং এন্টার চাপুন। এই পেজের কোন কোডই যদি কাজ না হয়, তবে পরবর্তী পেজে যান। আশা করি, প্রথম পেজটির কোড দিয়েই আপনার উইন্ডোজ ১০ অ্যাক্টিভেট হয়ে যাবে।
Leave a Reply