বর্তমান প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকতে সব সময় অ্যাডভান্স থাকা প্রয়োজন। আপনাকে অ্যাডভান্স রাখতে সহায়তা করবে কম্পিউটার সফটওয়্যার। প্রায় সকল কোম্পানি তাদের কাজকে সহজ এবং দ্রুত করতে সফটওয়্যার ব্যবহার করে থাকে।
কিন্তু প্রশ্ন থাকতে পারে, ইন্সুরেন্স কোম্পানির জন্যে কি কোন সফটওয়্যার আছে? জি, ইন্সুরেন্স কোম্পানির জন্যে অনেক ভাল মানের সফটওয়্যার রয়েছে। এসব সফটওয়্যার কেবল বড় বড় ইন্সুরেন্স কোম্পানির জন্যে নয়। স্টার্ট আপ এবং ছোট কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য এসব সফটওয়্যার ব্যবহার করতে পারবে।
তবে, ইন্সুরেন্স এজেন্সীগুলোর জন্যে প্রয়োজন হয় এজেন্সী প্রোজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। আপনি যদি কোন ইন্সুরেন্স এজেন্সীর মালিক হয়ে থাকেন কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হয়ে থাকেন, তবে উপরের লিংক থেকে প্রয়োজনীয় সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। আর যদি আপনি একটি ইনডিভিজুয়্যাল ইন্সুরেন্স কোম্পানীর সঙ্গে জড়িত থাকেন, তবে নিচের ৫টি সফটওয়্যার থেকে প্রয়োজনীয়টি বাছাই করে নিন।
সফটওয়্যারগুলো ইন্সুরেন্স কোম্পানির কার্যক্রম অটোমেশন এবং গ্রাহকের সাথে সম্পর্ক ব্যবস্থাপনা বা উন্নয়নে সহায়তা করে। তাই, অনলাইন থেকে বাছাই করে ইন্সুরেন্স কোম্পানির জন্যে সেরা ৫টি সফটওয়্যার নিয়ে আজকে হাজির হলাম।
ইন্সুরেন্স কোম্পানির জন্যে সফটওয়্যার
১. পার্টনার এক্সই (Partner XE)
বৈশিষ্ট্য:
- ক্লাউড ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেম
- সফটওয়্যারের মধ্যে হিসাব-নিকাশ করার সুবিধা
- ব্যবহারকারীকে ফাইল, ডাটা এন্ট্রি এবং কাস্টোমাইজ করার সুবিধা
- ট্রেনিং এর সুবিধা রয়েছে
Partner XE ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ফলে এর সুবিধাও অনেক বেশী। সফটওয়্যার ব্যবহার করে, ব্যবহারকারী সরাসরি বিলি প্রদান করতে পারবে। এছাড়া ডকুমেন্ট ফিচার ব্যবহার করে করে ব্যবহারকারী ডাটা এন্ট্রি, অর্গানাইজ এবং ড্যাশ বোর্ড কাস্টোমাইজ করতে পারবে।
ইমেইলের মাধ্যমে যোগাযোগের জন্য, এই সফটওয়্যারের মধ্যে রয়েছে মাইক্রোসফট আউটলুক।
২. কম্পিউলাইফ কোটা সফটওয়্যার (Compulife Quote Software)
বৈশিষ্ট্য:
- ৪ মাস ফ্রি ব্যবহারের সুবিধা
- অন্যান্য ইন্সুরেন্স কোম্পানির দাম তুলনা করা যায়, ক্লায়েন্টকে উপস্থাপনা জন্য
- মোবাইল, কম্পিউটার সহ ট্যাবে ব্যবহার করার সুবিধা
- সহজে ব্যবহার করা যায় এবং চমৎকার গ্রাহক সেবা
একটি স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত কোটা সফটওয়্যার, যা এজেন্টদের তাদের ক্লায়েন্টদের লাইফ ইন্সুরেন্স সম্পর্কে সহজে এবং নির্ভুলতার সাথে বর্তমান মূল্য প্রদান করতে সক্ষম। এর মাধ্যমে আপনি টার্ম, প্রিমিয়াম রিটার্ন, ইস্যু এবং গ্যারান্টিযুক্তে ইউএল প্রডাক্টের জন্য এটি চালাতে পারেন।
৩. আইএসআই এন্টারপ্রাইজ সফটওয়্যার (ISI Enterprise Software)
বৈশিষ্ট্য:
- ক্লাউড ভিত্তিক সফটওয়্যার
- রেটিং ইঞ্জিন, ডকুমেন্ট, রিপোর্টিং টুলস ব্যবহারের সুবিধা
- ক্লাইন্টের সাথে যোগাযোগের সুবিধা
- বিলিং, অটো কোটা, ডাটা ইমপোর্ট এবং লেনদেন লক করার সুবিধা
- আইফোনেও ব্যবহারের সুবিধা
ISI Enterprise Software এর মধ্যে মোটামুটি ইন্সুরিন্স সম্পর্কিত সকল সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত। এর মাধ্যমে আপনি প্রশাসনিক কার্যক্রম সহ বিলিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
রিইন্সুরেন্স ব্যবস্থাপনা, পলিসি রেটিং, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সহ রিপোর্টিং টুলসের সুবিধা পাবেন এই সফটওয়্যারে। এছাড়া ক্লাইন্টের সাথে যোগাযোগ এবং ক্লাইন্টকে তার সকল সুবিধা প্রদান করতে সক্ষম এই সফটওয়্যার।
৪. অ্যাপ্লাইড এপিক (Applied Epic)
বৈশিষ্ট্য:
- ক্লাউড ভিত্তিক সুবিধা প্রদান করে
- এজেন্ট, ব্রোকার এবং ইন্সুরেন্স সরবারহকারী এবং ভোক্তার মধ্যে ডাটা এবং তথ্য আদান প্রদানের সুবিধা
- আকর্ষণীয় ড্যাশ বোর্ড
- সকল কার্যক্রমে অটোমেশন সুবিধা
এই সফটওয়্যারের অন্যতম সুবিধা এজেন্ট, ব্রোকার এবং ইন্সুরেন্স সরবারহকারী এবং ভোক্তার মধ্যে ডাটা এবং তথ্য আদান প্রদান। এছাড়া পলিসি এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট সুবিধা
সফটওয়্যারের মাধ্যমে ব্যবহারকারী পলিসি, ডকুমেন্ট তুলনা এবং মূল্যায়ন করতে পারে। এছাড়া স্বয়ংক্রিয় বিক্রয় সুবিধা রয়েছে।
এজেন্ট এবং কাস্টমারদের মধ্যে যোগাযোগের জন্য রয়েছে টেক্সট ম্যাসেজের মাধ্যম।
৫. ইনসলে সফটওয়্যার (Insly Software)
বৈশিষ্ট্য:
- এটা ব্রোকার, এজেন্ট এবং অ্যাকাউন্টিং অভিজ্ঞদের জন্য ডিজাইন করা হয়েছে।
- রিপোর্টিং এবং বিলিং সুবিধা রয়েছে
- ব্যবহারকারীর বিস্তারিত তথ্য পাওয়ার সুবিধা
- অসাধারণ ড্যাশ বোর্ড সুবিধা
Insly ক্লাউড ভিত্তিক, ব্রোকার, এজেন্ট এবং অ্যাকাউন্টিং অভিজ্ঞদের জন্য ডিজাইন করা সফটওয়্যার। ব্যবহারকারীর বিস্তারিত তথ্য পেতে সহায়তা করে যেমন: লোকেশন, ইমেইল ইত্যাদি। এছাড়া ব্যবহারকারী কিস্তির সময়, অফার সহ অনান্য অনেক তথ্য পান এই সফটওয়্যারের মাধ্যমে। সর্বোপরি এর সুযোগ সুবিধা আপনাকে মুগ্ধ করবে।
শেষ কথা
অনলাইনে আপনি ইন্সুরেন্স কোম্পানির জন্যে অসংখ্য সফটওয়্যার পাবেন। তবে আপনি চাইলে উপরে উল্লেখিত সফটওয়্যার গুলো ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহাররে পর আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না।
Leave a Reply