ইউনিভার্সিটি অব টরেন্টো কানাডার অন্যতম সেরা ইউনিভার্সিটি। শুধু কানাডাতেই নয়, এটি সারা পৃথিবীতেই বিখ্যাত। কানাডার আজকের ডেভেলপমেন্টের জন্যে এই ইউনিভার্সিটির সবচেয়ে বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন কানাডাবাসি। কারণ, এই ইউটিভার্সিটি থেকেই কানাডাবাসী পেয়েছেন ২ জন গভর্নর জেনারেল ও ৪ জন মন্ত্রী।
ইউনিভার্সিটি অব টরেন্টো কানাডার বাইরের দেশগুলোর ছাত্র-ছাত্রীদের জন্যে শতাধিক স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। এই ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ নিয়ে পড়াশুনা করা অসংখ্য বিদেশী ছাত্র-ছাত্রী এখন কানাডাসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পজিশনে চাকরি করছেন।
আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার শোচণীয় অবস্থার কথা চিন্তা করে অনেক ছাত্র-ছাত্রীই উচ্চতর ডিগ্রি এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের কথা চিন্তা করে বাইরের দেশে পড়াশুনার স্বপ্ন দেখেন। আবার সে-সব দেশের পড়াশুনার খরচ এবং নিজেদের সামথ্যের কথা ভেবে স্বপ্নটাকে মাটিচাপা দিয়ে ফেলেন।
অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে, বিশ্বের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে যা দিয়ে বিনা বেতনে পড়াশুনা করা যায়। এমনই একটি ইউনিভার্সিটি হল কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টো। চাইলে আপনিও এ ইউনিভার্সিটিতে পড়তে পারেন স্কলারশিপের টাকায়।
ইউনিভার্সিটি অব টরেন্টো’র টিউশন ফি
কানাডার বাইরের ছাত্র-ছাত্রীদের জন্যে ইউনিভার্সিটি অব টরেন্টো’র টিউশন ফি অনেক বেশি। পিএইচডি, ব্যাচেলর ও মাস্টার ডিগ্রির জন্যে বছরে ৫০ হাজার ডলার। আপনি যদি ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে চান, তবে এই ফি দিতে হবে ৭০ হাজার ডলার।
শুধু বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের জন্যেই নয়, পৃথিবীর অনেক দেশের ছাত্র-ছাত্রীদের জন্যে এই পরিমাণ ফি বহন করা অনেক কঠিন। আর এ জন্যেই ইউনিভার্সিটিটির রয়েছে স্কলারশিপের ব্যবস্থা যা দিয়ে এই ফি পুরোপুরি পরিশোধ করা যাবে। এবার জেনে নিন ইউনিভার্সিটি অব টরেন্টো স্কলারশিপের প্রোগ্রাম সমূহ-
১. প্রেসিডেন্ট’স্ স্কলার্স অব এক্সিলেন্স প্রোগ্রাম
- স্কলারশিপ অ্যামাউন্ট: ১০, ০০০ ডলার
- স্কলারশিপ পাবে: ৫০জন
- স্কলারশিপ প্রসিডিউর: ইউনিভার্সিটি অব টরেন্টোতে ভর্তি হবার পর অটোমেটিকভাবে এই স্কলারশিপের আওতাভূক্ত হবে। এর জন্যে ছাত্র-ছাত্রীদেরকে আবেদন করতে হবে।
২. লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রাম
- স্কলারশিপ অ্যামাউন্ট: টিউশন ফি, বই, ইনসিডেন্টাল ফি, রেসিডেন্স সাপোর্ট
- স্কলারশিপ দেয়া হবে: ৩৭ জনকে
- যোগ্যতা: কেবল তারাই এই স্কলারশিপের জন্যে মনোনীত হতে পারবে যারা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্যে ভর্তি হবে।
ইউনিভার্সিটি অব টরেন্টো’তে যেভাবে অ্যাপ্লাই করবেন
ইউনিভার্সিটি অব টরেন্টো’তে গ্র্যাজুয়েট অথবা আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্যে আবেদন করতে পারবেন। দুই প্রোগ্রামের আবেদন করার প্রক্রিয়ায় কিছুটা ভিন্নতা রয়েছে। নিচে উভয় প্রক্রিয়ারই বিস্তারিত জানার লিংক দেয়া হয়েছে। লিংকে গেলে বিস্তারিত জানার পাশাপাশি আবেদন পত্রও পাবেন।
আশা করি, লেখাটি পড়ে ইউনিভার্সিটি অব টরেন্টো স্কলারশিপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। যদি এই স্কলারশিপ পেতে চান, তবে সোর্স পেজগুলোতে গিয়ে বিস্তারিত জানুন আর সব নিয়ম-কানুন মেনে অনলাইনে আবেদন করুন।
Leave a Reply