ইউটিউবে ভিউয়ারসের কোন অভাব আছে বলে মনে হয় না। নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার কারণে প্রতিদিনই অগণিত সংখ্যক ভিজিটর যোগ হচ্ছে ইউটিউবে। যারা তাদের পছন্দের ভিডিওটি বেছে নিচ্ছেন আর প্রায় সবাই ইউটিউব ভিডিওতে সাবটাইটেল দিয়েই ভিডিও দেখতে পছন্দ করেন।
বিশ্ব র্যাঙ্কিং-এ ইউটিউব দুই নাম্বারে রয়েছে। অর্থাৎ এই ওয়েবসাইট প্রতিদিন এতো বেশি পরিমাণে ভিজিটর পায় যে এরা এখন র্যাঙ্কিং-এ রয়েছে দুই-এ। ইউটিউবে পছন্দমতো ভিডিও তো পাওয়া যায়ই, এর সাথে এই ওয়েবসাইটের বিভিন্ন ধরণের আকর্ষণীয় ফিচার ওয়েবসাইটকে করে তুলেছে আরও বেশি জনপ্রিয়। এমনই একটি ইউটিউব ফিচার হলো সাবটাইটেল।
সাবটাইটেল কী
টিভি চ্যানেলগুলোতে যখন ইংলিশ মুভি দেখানো হয়, তখন অ্যাক্টররা যে-সব কথা বলে, তা নিচে লেখা উঠে। যেন বোঝা যায় যে ইংলিশে তারা কি বলছে। এটাই মূলত সাবটাইটেল।
অর্থাৎ সাবটাইটেল মুলত এক ধরণের ক্যাপশন যা কোন কথোপকথন বা বর্ণনাকে অনুবাদ করে। ইউটিউবও এমনই একটি ফিচার ভিডিওর ক্ষেত্রে অ্যাড করেছে। যার মাধ্যমে আপনি ইচ্ছা করলে যে কোন ভিডিওর নিচে ঐ ভিডিও সংশ্লিষ্ট সাবটাইটেল দেখতে পাবেন। তবে এজন্য অবশ্যই ভিডিওর সাবটাইটেল অন থাকা লাগবে।
ইউটিউব ভিডিওতে সাবটাইটেল অন করা
আপনি যদি চান যে, আপনি যে ভিডিও দেখবেন তার নিচে সাবটাইটেল শো করুক, তাহলে সেই ভিডিওর জন্য সাবটাইটেল অন করে নিতে হবে। তবে মনে রাখতে হবে এটি ইংলিশ ভিডিওর জন্য বেশি কার্যকরী। সাধারণত বাংলা ভিডিওর ক্ষেত্রে সাবটাইটেল শো করে না। তবে, বাংলা সাবটাইটেল দিয়ে যে কোন ভাষার মুভি দেখার দারুণ একটি উপায় রয়েছে। এছাড়া চাইলে আপনি নিজেও তৈরি করতে পারেন বিদেশী মুভির বাংলা সাবটাইটেল।
তো ইউটিউব ভিডিওতে সাবটাইটেল অন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ভিডিও অন করতে হবে। এরপর ভিডিওর একদম নিচে “CC” নামক একটা অপশন আছে। সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটি বক্স ওপেন হবে যেখানে “Off” “English (auto-generated)” এবং “Auto-translate” এই তিনটা অপশন থাকবে।
সাধারণত ডিফল্টভাবে সাবটাইটেল অফ করাই থাকে। সেই কারণে “Off”-এ টিক চিহ্ন থাকবে। সেখান থেকে “English (auto-generated)” বা “Auto-translate” যে কোনো একটিতে ক্লিক করতে হবে। তাহলেই ভিডিওতে সাবটাইটেল অন হয়ে যাবে।
ফলে আপনি ভিডিও অন করে এখন তার নিচে সাবটাইটেল দেখে নিতে পারবেন। আপনি যদি ইংলিশ ভাষার কোন কিছুও দেখে থাকেন, তাহলে সাবটাইটেল দেখে খুব সহজেই বুঝে নিবেন ভিডিওতে কি কি কথা হচ্ছে।
উপরের পদ্ধতি অবলম্বন করে ইউটিউবের ভিডিওর সাবটাইটেল অন করা যায়। ফলে যে কোনো ভিডিওতে সাবটাইটেল দেখা সম্ভব।
Leave a Reply