ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনতে হলে বেশ কিছু টিপস্ অনুসরণ করতে হয়। আপনি কষ্ট করে ভিডিও তৈরি করলেন, কিন্তু কোন ভিউ হল না। একজন ইউটিউবারের জন্যে এর থেকে দুঃখজনক বিষয় আর নেই বললেই চলে! অনেকেই মানসম্মত ভিডিও, হাই কোয়ালিটির ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করেও ভিডিও সার্চের শুরুতে আনতে পারে না।
তাই, আজকের ভিডিওকে সার্চের শুরুতে আনার কৌশল নিয়ে আলোচনা করবো। এ-সব টিপস্ অনুসরণ করতে আপনার কোন টাকা খরচ করতে হবে না। প্রয়োজন হবে শুধু ধৈর্য্য আর পরিশ্রমের।
মাত্র ৪টি টিপস অনুসরণ করতে পারলেই আপনি আপনার ভিডিও সার্চের শুরুতে আনতে পারবেন। এছাড়া দ্রুত আপনার ভিডিওর ভিউ বৃদ্ধি করতে পারবেন। ৪টি টিপসকে আমরা ধাপে ধাপে আলোচনা করেছি। আশা করি, এর ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে।
ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার টিপস্
চাহিদা ভিত্তিক ভিডিও তৈরি করুন
ভিডিও তৈরির প্রথম কথা হচ্ছে মানুষের চাহিদা অনুযায়ী ভিডিও তৈরি করা। আপনি এমন টপিকের ভিডিও তৈরি করলেন যার উপর মানুষের কোন চাহিদা নেই, তাহলে সে টপিকের ভিডিও কেউ সার্চ দিবে না। কেউ সার্চ না দিলে আপনার ভিডিও সার্চের শুরুতে আসার কোন সম্ভাবনা নেই।
স্বয়ং ইউটিউব বলেছে মানুষের চাহিদা হচ্ছে ভিডিও র্যাংকিংয়ের প্রথম নিয়ামক। অর্থাৎ, যে টপিকের উপর মানুষের চাহিদা বেশি, ইউটিউব সেই ভিডিওকে প্রথমে নিয়ে আসবে। আসুন জেনে নেই, কি কি পদ্ধতিতে ইউটিউব ভিডিওর চাহিদা নির্ধারণ করে। যেমন:
ভিডিও কমেন্ট: যে-সব ভিডিওতে কমেন্ট বেশি হয়, ইউটিউব মনে করে সেসব ভিডিও বেশি জনপ্রিয়। অধিকাংশ সময় দেখবেন সার্চ দেয়ার পর যে-সব ভিডিও প্রথমে আসে, সে-সব ভিডিওর কমেন্ট সংখ্যা বেশি।
সাবস্ক্রাইবার: আপনার ভিডিও দেখার পর যদি কেউ সাবস্ক্রাইব করে, তাহলে আপনি সোনায় সোহাগা। কেননা এর মাধ্যমে ইউটিউব বুঝতে পারে আপনার ভিডিওটি বেশ চাহিদা সম্পন্ন ভিডিও।
ভিডিও শেয়ার: স্যোশাল মিডিয়াতে আপনার ভিডিও কি পরিমাণ শেয়ার হল তার উপর নির্ভর করেও সার্চ রেজাল্টে চলে আসে অনেক ভিডিও। মানুষ তো আর ফালতু ভিডিও শেয়ার করে না। তাই ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার জন্য বেশি বেশি ভিডিও শেয়ার করতে হবে।
ক্লিক থ্রু রেট CTR: ইউটিউবার হলে অবশ্যই CTR সম্পর্কে ধারণা থাকবে। কোন ভিডিও সার্চ দিয়ে সার্চ রেজাল্টে আপনার ভিডিও আসার পর যে ক্লিক হয়, তাই CTR। মজার ব্যাপার হল ইউটিউব এই ক্লিককে বেশ গুরুত্ব সহকারে নেয়। যখন প্রচুর মানুষ আপনার এই ভিডিওতে ক্লিক করবে, তখন ইউটিউব নিজেই এটাকে প্রথমে নিয়ে আসবে। আরেকটি দুঃখজনক বিষয় হল যদি আপনার ভিডিও সমনে আসা সত্ত্বেও কেউ ক্লিক না করে, তাহলে আপনার র্যাংক কমতে থাকবে। CTR বৃদ্ধি করার জন্য প্রয়োজন আকর্ষণীয় টাইটেল এবং থাম্বনেইল।
ভিডিও দৈর্ঘ্য: ভিডিও দৈর্ঘ্য কি আসলে সার্চ র্যাংকিংয়ে প্রভাব ফেলে? আপনার নিকট কি মনে হয়? এক কথায় উত্তর হল- না। আসলে এক্ষেত্রে মানুষের চাহিদা দেখতে হবে। অপ্রয়োজনে ভিডিও বড় করা যেমন ঠিক নয়, তেমনি প্রয়োজনীয় বিষয় বাদ দিয়ে ভিডিও ছোট করা ঠিক নয়।
ইউটিউব কিওয়ার্ড রিসার্চ
রিসার্চ শব্দ শুনে ভয় পাবেন না। কিওয়ার্ড রিসার্চের কাজটি বেশ সহজ। প্রথমদিকে কিছুটা কষ্ট হলেও পরে ঠিক হয়ে যাবে। যে-কোনো ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই ঐ টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে ইউটিউবের নিজস্ব সার্চ অপশনটি ব্যবহার করতে পারেন। দেখুন আমি যখন How to increase youtube লিখলাম সাথে সাথে নিচে অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে। এইভাবে কিওয়ার্ড নির্বাচন করতে পারেন।
আরেকটি উপায় হল আপনি যে টপিকের কিওয়ার্ড খুঁজছেন, সে টপিক লিখে ইউটিউবে সার্চ দিন। সার্চ দেয়ার পর প্রথমে যে ভিডিওগুলো আসবে সে ভিডিওগুলোতে ক্লিক করুন। তাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশনগুলো দেখুন। তাদের ভিডিওর কিওয়ার্ড দেখতে VidIQ ব্রাউজার এক্সটেনশনটি আপনার পিসিতে ইন্সটল করে নিন।
এছাড়া অনলাইনে অসংখ্য ওয়েবসাইট আছে যারা ইউটিউব কিওয়ার্ড রিসার্চের সুবিধা দেয়। সে-রকমই ১০টি ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল দেখে নিতে পারেন।
ইউটিউব ভিডিও অপটিমাইজেশন
উপরের দুটি ধাপ পূর্ণ করার পর আসে ভিডিও অপটিমাইজেশনের ব্যাপার। ভিডিও অপটিমাইজেশন করার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হবে। যথা:
- আকর্ষণীয় টাইটেল নির্বাচন করুন। টাইটেলের মধ্যে যেন আপনার প্রধান কিওয়ার্ডটি বিদ্যমান থাকে।
- কমপক্ষে ২৫০ শব্দের ডেসক্রিপশন লিখুন। ডেসক্রিপশনের মধ্যে ৩ থেকে ৪ বার কিওয়ার্ডটি লিখুন।
- ট্যাগ দিন। যদিও ট্যাগ সার্চ র্যাংকিংয়ে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সাজেস্ট ভিডিও হিসেবে ভিউ আনতে সাহায্য করবে।
ভিডিও প্রমোট
উপরের তিনটি কাজ সমাপ্ত করার পর প্রয়োজন ভিডিও প্রমোট। আপনার ভিডিও যত বেশি প্রমোট হবে, ইউটিউব সার্চ র্যাংকিংয়ের তত সামনে আসবে। ভিডিও প্রমোট কিভাবে করতে হয় তা সবার জানা। তারপরেও আমি কিছু পদ্ধতি দিলাম।
- স্যোশাল মিডিয়া ওয়েবসাইটে ভিডিও শেয়ার করুন।
- বিভিন্ন কোশ্চেন-আনসার ওয়েবসাইটে ভিডিও শেয়ার করুন।
- ব্লগ এবং ওয়েবসাইটে এম্বেডেড আকারে ভিডিও শেয়ার করুন।
- ইউটিউবে কিওয়ার্ড দিয়ে প্লে-লিস্ট তৈরি করুন। প্লে-লিস্টে আপনার ভিডিও যোগ করুন।
শেষ কথা
এই ছিল আজকে ইউটিউব ভিডিওকে সার্চের শুরুতে আনার ৪টি টিপস্। টিপসগুলো অনুসরণ করলে আপনার ভিডিও সার্চের শুরুতে চলে আসবে। ভাল মানের কনটেন্ট হলে খুব দ্রুত সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে। তবে, মনে রাখবেন ধৈর্য্য ও পরিশ্রম ছাড়া ইউটিউবে সফল হওয়া যায় না। দ্রুত র্যাংক করার জন্য অবৈধ পন্থা অবলম্বন করা থেকে বিরত থাকুন। এরপরও ইউটিউব ভিডিও র্যাংক হচ্ছে না! জেনে নিন আরো কিছু গুরুত্বপূর্ণ র্যাংকিং টিপস্।
Leave a Reply