কিছু ইউটিউব ভিডিও শর্টকাট জেনে নিন আর ইউটিউবে ভিডিও দেখা আরো উপভোগ্য করে তুলুন। অন্য অনেকের মতো আপনিও হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও দেখেন। স্ট্রিট জোকস্ থেকে শুরু মহাকাশ বিজ্ঞান পর্যন্ত অজস্র ভিডিও রয়েছে ইউটিউবে। রয়েছে ইউটিউব নিয়ে অনেক অজানা তথ্যও। সে-সব আপনার কাজে লাগুক আর না লাগুক, ভিডিও দেখার ক্ষেত্রে এই শর্টকাটগুলো আপনার ঠিকই কাজে লাগবে।
ইউটিউব ভিডিও শর্টকাট
১. সাময়িক ভিডিও বন্ধ (Pause) করতে চাইলে
খুব মন দিয়ে কোন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন। কিন্তু এর মাঝেই কেউ একজন ডাক দিলো কিংবা খুবই জরুরী কোন কাজের কথা মনে পড়ে গেল। সুতরাং, কিছু সময়ের জন্যে ভিডিওটি পজ করে রাখতে চাইছেন। তাহলে, কি-বোর্ড থেকে জাস্ট K চাপুন। ভিডিওটি Pause হয়ে যাবে। ফিরে এসে আবার K চাপলেই ভিডিওটি পূনরায় চালু হবে, ঠিক যেখান পর্যন্ত দেখেছিলেন সেখান থেকেই। উল্লেখ্য, কি-বোর্ড থেকে স্পেস বার চেপেও ভিডিও পজ করার কাজটি করতে পারেন।
২. একই ভিডিও বারবার দেখতে চাইলে
প্রিয় শিল্পীর সদ্য প্রকাশিত কোন গান ছেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছেন। কথা, সুর আর মিউজিকের দারুণ সমন্বয়ে তৈরি গানটি এত ভাল লাগছে যে বারবার শুনতে মন চাইছে। কিন্তু গানটি শেষ হতেই অন্য আরেকটি গান চালু হয়ে যাচ্ছে আর আপনাকে বারবার চোখ খুলতে হচ্ছে, গানটি আবার ছাড়তে হচ্ছে। কি দরকার এত কষ্ট করার? ভিডিওটির ওপর রাইট বাটন ক্লিক করুন। নানা রকম অপশনের মাঝে দেখবেন Loop নামে একটি অপশন রয়েছে, জাস্ট এটির উপর ক্লিক করুন। এরপর থেকে ভিডিওটি বা আপনার প্রিয় গানটি শেষ হয়েই আবার নতুন করে শুরু হবে।
৩. একই শিল্পীর সব গান এক সঙ্গে খুঁজে পেতে চাইলে
আপনার যদি কোন প্রিয় শিল্পী থাকে আর আপনি তার সব গান বা মিউজিক ভিডিওই এক সাথে খুঁজে পেতে চান, তাহলে জাস্ট #এর সাথে শিল্পীর নাম লিখে সার্চ দিন। যেমন- #James কিংবা #Habib। দেখবেন প্রিয় শিল্পীর সব গানই আপনার সামনে এনে হাজির করবে ইউটিউব।
৪. ভিডিও রিওয়াইন্ড করতে চাইলে
খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন কোন ইনফরমেটিভ ভিডিও। কিংবা দেখছেন এমন একটি টিউটোরিয়াল যা বোঝার জন্যে মাঝে মাঝেই রিওয়াইন্ড করতে হচ্ছে অর্থাৎ পেছনে যেতে হচ্ছে। বারবার মাউস চেপে রিওয়াইন্ড করতে যদি বিরক্ত বোধ করেন, তবে কি-বোর্ড থেকে জাস্ট J চাপুন। প্রতিবার J প্রেস করলেই ভিডিওটির ১০ সেকেন্ড আগে থেকে আবার দেখতে পাবেন।
৫. ভিডিও ফরওয়ার্ড করতে চাইলে
আবার যদি এমন হয় যে, কোন একটি ভিডিও দেখছেন যার কোন কোন অংশ আপনার প্রয়োজন নেই। শুধু টেনে টেনে দরকারি অংশগুলোই দেখতে চাইছেন, তবে কি-বোর্ড থেকে L চাপুন। প্রতিবার L চাপলেই ১০ সেকেন্ড করে ফরওয়ার্ড হয়ে যাবে।
৬. সাউন্ড মিউট করতে চাইলে
এমন একটি ভিডিও দেখছেন যার ব্যাকগ্রাউন্ড সাউন্ড খুবই বিরক্তিকর লাগছে। কিংবা দেখছেন কোন অ্যাডাল্ট ভিডিও যার সাউন্ড অন্য কেউ শুনুক, সেটা আপনি চাইছেন না। তবে, শর্টকাটে সাউন্ড মিউট করতে M চাপুন, তাতেই সাউন্ড বন্ধ হয়ে যাবে। আবার সাউন্ডসহ শুনতে চাইলে পূনরায় M চাপুন।
৭. ফুলস্ক্রিণে ভিডিও দেখতে চাইলে
যদি কোন ভিডিও আপনার মোবাইল বা কম্পিউটারের পুরো স্ক্রিন জুড়ে দেখতে চান, তাহলে কি-বোর্ড থেকে F প্রেস করুন, ফুলস্ক্রিন হয়ে যাবে।
Leave a Reply