যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য ইউটিউব ভিডিও প্রমোট করাটা খুবই গুরুত্বপুর্ণ। আজকে ইউটিউব ভিডিও প্রমোট করার মাধ্যমে অনলাইনে আয়ের একটি নতুন টিওটোরিয়াল নিয়ে এলাম। যে বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি খুবই কাজের একটি পদ্ধতি এবং এটি এখনো প্রায় সকলের অজানা।
এতদিন আমরা অনেকে ইউটিউব ভিডিও মার্কেটিং এর জন্য অনেক কষ্ট করেছি। অনেকে আবার গুগল, ফেসবুকে বিজ্ঞাপনও দিয়েছি। তবে আজকে আমি যে পদ্ধতিটি দেখাবো সেটিতে আপনাকে উল্টো ইউটিউব লিঙ্ক প্রমোট করার জন্য পেমেন্ট করবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, পুরো টিওটোরিয়ালটি পড়বেন, অবশ্যই কাজে দিবে।
আমি আজকে যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলব সেটি হলো Wild Spark.
ওয়াইল্ড স্পার্কে ইউটিউব ভিডিও প্রমোট করার উপায়
এই ওয়েবসাইটটিতে যখন আপনি আপনার বা অন্য কারো ইউটিউব ভিডিও পোস্ট করবেন, তখন আপনি এটার ভিওয়ার এর উপর নির্ভর করে একটা ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবেন।
ওয়াইল্ড স্পার্কে ভিডিও প্রমোট করে আয় করার জন্য আমাদের যা যা করতে হবে, তা নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল-
১. অ্যাকাউন্ট করা
প্রথমে উপরোক্ত ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে সেটা দেখাচ্ছি। প্রথমে Wild Spark এই লিঙ্কটিতে ক্লিক করে ওয়াইল্ড স্পার্কের অফিসয়াল ওয়েবসাইটে যান। ডানপাশের উপরের কণারে থাকা Sign Up বাটনে ক্লিক করুন।
Sign Up বাটনে ক্লিক করার পর আপনি নিচের মতো একটি Sign Up পেজ পাবেন, যেখানে সাইন আপ করার জন্য দুটি অপশন থাকবে। একটি হলো ইমেল অন্যটি ফেসবুক। এখান থেকে অবশ্যই ফেসবুক দিয়ে সাইন আপ করুন। কারণ আপনি ইমেল দিয়ে সাইন আপ করলে আবার ফেসবুক ভেরিফিকেশন করতে বলবে। কিন্তু ফেসবুক দিয়ে সাইন আপ করলে এটা বলবে না।
আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনি আপনার অ্যাকাউন্ট এ 5 AMP পাবেন। এগুলো দিয়ে আপনি আপনার ইউটিউব ভিডিও প্রোমোট করতে পারবেন।
এবার আপনার প্রোফাইল এ ক্লিক করুন। আপনার কাছে কত AMP আছে তা আপনি দেখতে পারবেন।
২. ইউটিউব লিঙ্ক সাবমিট করুন
তো আমাদের অ্যাকাউন্ট করা সম্পন্ন হয়ে গেছে। এবার আমাদের মুল কাজ ইউটিউব এর লিঙ্ক সাবমিট করা। এখন আমরা এটা নিয়ে কথা বলব। ইউটিউব এর লিঙ্ক সাবমিট করতে “Upload new content” এ ক্লিক করুন।
এটিতে ক্লিক করলে আপনি নিচের মতো একটি পেজ পাবেন যেখানে ইউটিউব এর লিঙ্কটি দিতে হবে। লিংক সাবমিট করার পর “Continue to preview” এ ক্লিক করুন। এখানে আপনি ইউটিউব ছাড়াও Medium এবং Imgur থেকেও কন্টেন্ট আপলোড করতে পারবেন।
এবার আপনি ইউটিউব এর লিঙ্ক সাবমিট করলে নিচের মতো একটি পেজ দেখতে পারবেন। এবার লিঙ্কটি এখানে সাবমিট করতে হলে আপনাকে Amplify করতে হবে। আপনি সর্বনিম্ন 0.1 AMP দিয়ে Amplify করতে পারবেন। তো এখানে ১ এর জায়গায় ০.১ করে দিয়ে Amplify এ ক্লিক করুন। তাহলেই আপনার ইউটিউব ভিডিও লিঙ্কটি সাবমিট হয়ে যাবে।
৩. অর্থ আয়ের উপায়
তো চলুন এবার আলোচনা করি এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটি নিয়ে। আপনি এখানে আপনার ইউটিউব লিঙ্ক সাবমিট করলেন। এখন এখান থেকে ইউটিউব এ ভিউ আসলে আপনি ইউটিউব এ একটা ক্রেডিট পাবেন। তার পাশাপাশি আপনি এখান থেকেও একটা ভালো পরিমাণ আয় করতে পারেন। তো চলুন একটা ভিডিও দিয়েই এটার ব্যাপারে আলোচনা করি।
উপরের ভিডিওটি লক্ষ করুন। এটি ২২ মিনিট আগে পোস্ট হয়েছে এবং টোটাল ৬,২৭০ টি AMP পেয়েছে। এই পোস্টটি লিখার সময় AMP এ মান ছিল 1 AMP=$0.14 অর্থাৎ ১ AMP সমান ০.১৪ ডলার। তাহলে সে টোটাল পেয়েছে ৬,২৭০ টি AMP ২২ মিনিটে।
- 1 AMP = $ 0.14
- 6,270 AMP = $877.8
- $1 = ৳80
- $877.8 = ৳70224
তাহলে বুঝতেই পারছেন মাত্র ২২ মিনিটে এই একটি ভিডিও এর মাধ্যমে তার ইনকাম ৭০২২৪ টাকা। তাহলে আরো কিছুদিন পর এই ইনকাম কোথায় যাবে চিন্তা করুন। আশা করি এখানে আয়ের বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আর একটু ক্লিয়ার হওয়ার জন্যে AMP কি সেটা একটু বুঝিয়ে দিই চলুন। AMP হচ্ছে একটি Crypto Currency, আমরা অনেকেই হয়তো Bitcoin সম্পর্কে জানি, AMP ও তদ্রুপ Bitcoin এর মতো একটি Crypto Currency।
AMP এর বাজার দর বা মার্কেট প্রাইজ সম্পর্কে জানতে Coin Market Cap ওয়েবসাইটটিতে গিয়ে সার্চ করুন AMP। তাহলেই AMP এর সঠিক বর্তমান বাজার দর সম্পর্কে জানতে পারবেন।
তো এটি ছিল AMP নিয়ে কিছু তথ্য এবার জানব Wild Spark এর ব্যাপারে কিছু বিস্তারিত তথ্য। তাহলেই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটি কাজ করার জন্য সঠিক কিনা।
Wild Spark ওয়েবসাইটটি Synereo বা AMP এর একটি অফিসিয়াল ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন।
Wild Spark এ প্রতিদিন প্রায় ৬০০০ জন ভিজিটর আসেন। তাই বুঝা যায় এটি একটি পরিচিত এবং ট্রাস্টেড ওয়েবসাইট। তো চলুন একবার পুরো কাজগুলোর সর্ট রিভিও দেখে নিই।
- ১. অ্যাকাউন্ট: অবশ্যই ফেসবুক দিয়ে সাইন আপ করুন, যেহেতু ইমেইল এ সাইন আপ করলে আবার ফেসবুক ভেরিফিকেশন করতে হয়।
- ২. ইউটিউব লিঙ্ক সাবমিট: “Upload new content” এ ক্লিক করে ইউটিউব ভিডিও এর লিঙ্ক সাবমিট করুন।
- ৩. Amplify: সর্বনিম্ন 0.1 AMP দিয়ে আপনার সাবমিট করা লিঙ্কটি Amplify করুন।
- ৪. আয়: আপনার ভিডিওটি একবার ট্রেন্ডিং এ চলে আসলে ইউটিউব এর চেয়ে বেশি আয় করতে পারবেন। ট্রেন্ডিং এ আনার জন্য ভালো মানের ভিডিও সাবমিট করুন। চলুন একটা ট্রিক বলে দিই, ইউটিউব এ গেলে দেখবেন ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, সেখান থেকে একটা ভালো মানের ভিডিও আপলোড করুন।
তো এটি ছিল ওয়াইল্ড স্পার্কে ইইউটিউব ভিডিও প্রমোট করে আয়ের উপায়। আশা করছি, এটি ইউটিউবারদের উপকারে আসবে। ওয়াইল্ড স্পার্ক কিংবা এই লেখা সম্পর্কে কোন কিছু জানার থাকলে বা কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান।
Dipto says
আমার কমেন্টের জবাব দেয়ার জন্যে হৈচৈ বাংলা টিমকে ধন্যবাদ। সেই সাথে, কৃতজ্ঞতা জানাচ্ছি ডোমেইন পরিবর্তণ সম্পর্কিত তথ্যটি দেয়ার জন্যে।
Ashim Das says
Wildspark অফিসিয়াল পেজ তো ওপেন হচ্ছে না। কাইন্ডলি একটা ভ্যালিড লিংক দেন।
টি আই অন্তর says
দু:খজনকভাবে Wildspark সাইটটি বন্ধ হয়ে গিয়েছে। আপনার সময় নষ্টের জন্যে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।