আজ আপনাদের জন্য থাকছে অনলাইনে ছড়িয়ে থাকা সেরা ১০টি ই-বুক পড়ার অ্যাপস্ সম্পর্কে আলোচনা। এখানকার যে কোন অ্যাপ দিয়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে পিডিএফ, ওডিএফ, ইপিইউবি, এইচটিএমএল, এজেডডব্লিউ, এলআইটি ও মোবিসহ যে কোন ফরমেটের ই-বুক পড়তে পারবেন অনায়াসে।
অজ্ঞতার অন্ধকার থেকে মানুষকে মুক্তি দিতে এবং মানুষের জ্ঞানের পরিধি বিশাল করতে বইয়ের বিকল্প আর কিছু হতেই পারে না। বই মানুষের অজানাকে জানতে সাহায্য করে। বইয়ের মাধ্যমেই মানুষ অতীত জেনে ভবিষ্যৎ এর সিন্ধান্ত নিতে পারে খুব সহজে।
জ্ঞান অর্জণ, অজানাকে জানা, মনের কৌতুহল মেটানোর জন্য মানুষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে, সাথে সাথে বেড়ে চলছে বইয়ের চাহিদা। তবে, বই পড়ার রীতিতে এসেছে বিস্ময়কর পরিবর্তন। এখন আর বইয়ের পৃষ্ঠায় মুখ না গুঁজেও নেওয়া যায় বই পড়ার আনন্দ, সাথে অমুল্য জ্ঞান তো আছেই।
বইয়ের এই আধুনিক রুপ-ই হচ্ছে ই বুক। ই-বুক হচ্ছে ভার্চুয়াল বই, যেটা আমরা কম্পিউটার বা ফোনের স্ক্রিনে দেখে পড়তে পারি। কম্পিউটারের সাথে সাথে বর্তমানে ফোনেও ই বুকের চাহিদা বাড়ছে। সেই সাথে বাড়ছে বিভিন্ন প্রকারের, বিভিন্ন রকম সুবিধা সম্বলিত ই-বুক পড়ার অ্যাপস্ এর চাহিদাও।
সেরা ১০টি ই-বুক পড়ার অ্যাপস্
আপনাদের সুবিধার্থে এখানে কিছু ই-বুক পড়ার অ্যাপস্ নিয়ে আলোচনা করা হচ্ছে। আশাকরি, এখানেই পেয়ে যাবেন আপনার পছন্দের ই-বুক পড়ার অ্যাপস্।
Aldiko Book Reader
Aldiko একটি পুরাতন এবং গ্রহন্যযোগ্য ই-বুক পড়ার অ্যাপ। এটার অপশন খুবই সোজা আর মনোমুগ্ধকর। আপনার ফোন এবং ট্যাবলেটের সাথে সহজে খাপ খেয়ে আপনাকে দেবে সহজে ই-বুক পড়ার আনন্দ। সাথে সাথে অজানাকে আবিস্কার করার সুযোগ।
PDF, Adobe Drm সহ লাইব্রেরী বুক রিটার্নের মত ফিচার আপনার ভাল লাগায় আনবে এক অনন্য মাত্রা। আর ই-বুক পড়ার আনন্দ নিতে এ সবই আপনি পাবেন একেবারেই ফ্রিতে।
Amazon Kindle
ই-বুক পড়ার বড় একটা প্লাটফর্ম আমাজন কিন্ডল। অসংখ্য দরকারি এবং আকর্ষণীয় ফিচার আপনাকে অ্যাপটির প্রেমে পড়ার ১০০% নিশ্চয়তা দেবে। সাথে রয়েছে কোর্স করার সুবিধা। আপনাকে অনলাইনের পাশাপাশি অফলাইনেও বই পড়তে সমান তালে উৎসাহিত করতে সহায়তা করবে এই ই-বুকপড়ার অ্যাপ।
তাছাড়া, আপনার পকেট বাঁচানোর দিকেও রয়েছে অ্যাপটির সুনজর, যারফলে অ্যাপটি আপনার কাছে ধরা দিচ্ছে ফ্রিতে।
Al Reader
ই-বুক পড়ার অ্যাপের জগতে এক নতুন নাম Al Rider। বই পড়ার পাশাপাশি অ্যাপটি আপনাকে দিচ্ছে স্পিকিং এর সুবিধা। আপনার এন্ড্রয়েড ফোনটি যদি কিছুটা পুরাতন মডেলেরও হয়, তবুও প্রোব্লেম নাই। এই অ্যাপটি অনায়াসে নিজের তার সর্বোচ্চ সুবিধা আপানাকে বিলিয়ে দিতে একটুও কার্পন্য করবে না।
EPUB,RTF ,MOBO, PRC সহ আরও অনেক কিছু সাপোর্ট করবে অনায়াসে। সব কিছুর পাশাপাশি অ্যাপটি আপনার সাথে যুক্ত হবে একদম বিনে পয়সায়।
Bookari E-Book Reader
Mantaro Reader এর নতুন রুপ হচ্ছে এই অ্যাপটি। অ্যাপটির রয়েছে আলাদা আলাদা ফাইল আর প্রত্যেক আলাদা ফাইলে রয়েছে ভিন্ন ভিন্ন ফিচার। মনোমুগ্ধকর ফিচার আপনার বই পড়ার আনন্দ নিশ্চিতরূপে বাড়িয়ে দেবে বহুগুন।
আপনাকে সরাসরি অনলাইনে বই কেনার সুবর্ণ সুযোগও দিচ্ছে অ্যাপটি। ই বুক পড়ার এই অ্যাপটি আপনাকে এত সুবিধা দেওয়ার বিনিময়ে একটি টাকাও দাবি করবে না।
E Book Droid
অ্যান্ডয়েডের জন্য একটি বেস্ট ই বুক পড়ার অ্যাপ হচ্ছে E Book Droid। সব রকমের কমন ফাইল ও ফরমেট অনায়েসে সাপোর্ট করে এটি। খুবই সাদামাটা দেখতে এই অ্যাপটি পড়ার আনন্দ বাড়িয়ে দিতে একটু বেশিই কর্মঠ বলা চলে। সদা সর্বদা আপনাকে বই পড়ার মজা দিতে প্রস্তুত এটি।
যদি আপনি নতুন পড়ুয়া হয়ে থাকেন তবুও কোন সমস্যা নাই। আপনার অজানা শব্দগুলি অতি সহজ ভাষায় বুঝিয়ে দিতে অ্যাপটি আপনাকে দিবে অভিধানের সুবিধা। সব কিছুর পাশাপাশি এটার ফ্রি সার্ভিস সুবিধা তো আছেই।
FB Reader
FB Reader অনেকটা Aldiko এর মতই। একটু বয়স্ক একটা ই-বুক পড়ার অ্যাপ এই FB Reader। বয়স্ক হলেই যে কর্মক্ষমতা কমে যায় এই ধারণাটি নিমিষেই বিলিন করে দিবে এই অসাধারণ অ্যাপটি। প্রচন্ড কর্ম-দক্ষতা আপনাকে অবশ্যই মুগ্ধ করে দিবে অল্প সময়ে।
তাছাড়া দেখার মত কিছু ফিচার আপনার ই-বুক পড়ার ক্ষেত্রে যোগ করবে এক অনন্য মাত্রা। পাশাপাশি এটার ফ্রি সার্ভিস সুবিধা তো আপনার জন্য খোলা রয়েছেই।
Foxit PDF Reader
অত্যন্ত পপুলার একটা PDF রিডার এই অ্যাপ। সব ধরনের PDF কে খুব সহজে নিজের মাঝে ধারণ করার ক্ষমতা রাখে অ্যাপটি। তাছাড়া, ই-বুক পড়ার অন্যতম অ্যাপ হিসেবে বিবেচিত এই Foxit।
যদি আপনি আগ্রহী হন তাহলে আপনার ফোনে খুব সহজেই স্থান পেতে পারে অ্যাপটি, আপনাকে দিতে পারে পিডিএফ ফরমেটে ই-বুক পড়ার সেরা সুবিধা, সেই সাথে রয়েছে এটার বিনামুল্যে সার্ভিস প্রদানের সকল অনলাইন আয়োজন।
Google Play Reader
ই-বুক পড়ার অ্যাপস্ খুঁজে খুঁজে যারা পেরেশান তাদের জন্য অ্যাপটি সদা প্রস্তুত। এটার বুকস্টোর অনেক রিচ। সব ধরনের বইয়ের আনন্দ আপনাকে দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে মি: Google Player Reader।
তাছাড়া, সব ধরনের বুক সাপোর্টে এটার জুড়ি মেলা ভার। ম্যাগাজিন, কমিকস সহ অন্য ধরনের ই-বুক সর্বদা কানেক্ট রয়েছে এখানে। ভাববেন না, এত সব সুবিধার জন্য কোন টাকার ডিমান্ড করবে না এই সমাজসেবি অ্যাপ।
Kobo Book’s
আচরণে অনেকটা গুগল প্লে রিড়ারের মত এই ই-বুক পড়ার অ্যাপ। অ্যান্ড্রয়েড আর ট্যাবলেটের জন্য অত্যান্ত সহায়ক অ্যাপ এটি। পাশাপাশি আপনার আনন্দের জন্য রয়েছে অসংখ্য ভিন্ন ভিন্ন ফিচার।
দৃষ্টি নন্দন রিড়ারটি আপনার বই পড়ার আগ্রহ ও আনন্দ বাড়িয়ে দেবে বহুগুন। সাথে এটার ফ্রি হওয়া হয়তো আপনার হাসিটা আরও একটু প্রসস্ত করার ক্ষেত্রে অবদান রাখতে পারে।
এছাড়াও আরও অনেক ই-বুক পড়ার অ্যাপস্ রয়েছে, তবে কোয়ালিটির দিক থেকে এই ১০টিই সেরা অ্যাপ। যদি বই পড়ে আনন্দ লাভের ইচ্ছা থাকে, তাহলে পছন্দ মত রিড়ার এখনই ডাউনলোড করে নিন। আর শুরু করে দিন জ্ঞান বিজ্ঞানের ভিন্ন ভিন্ন শাখায় হাঁটাহাঁটি। হয়তো ই-বুক খুলে দেবে আপনার জ্ঞানের নতুন কোন শাখা। আর যাইহোক, আমি নিশ্চিত করে বলতে পারি, আনন্দ দিতে একটু ও কার্পন্য করবে না এই ডিজিটাল বই বা ই-বুক। আপনার আনন্দ অন্যদের সাথে শেয়ার করতে এই লেখাটি আপনার প্রোপাইলে তুলে দিন ফেসবুকের বাটনটিতে ক্লিক করে।
Leave a Reply