ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের আর্সেনাল-লিভারপুল হাইভোল্টেজ ম্যাচ আজকে। বিশ্বজুড়ে সবচেয়ে প্রতিদ্বন্দিতাপূর্ণ ও সবচেয়ে জনপ্রিয় লিগ হল ইংলিশ লিগ।
আর ইংলিশ লিগের অন্যতম আভিজাত্যপূর্ণ ও মর্যাদাময় একটি লড়াই হল আর্সেনাল-লিভারপুল লড়াই। আজ রাতে ইংলিশ লিগে মুখোমুখী হবে এই দুই দল।
আর্সেনাল-লিভারপুল
লিভারপুল
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বরাবরই আক্রমণাত্মক ও প্রেসিং ফুটবল খেলাতে পছন্দ করেন। আজও তার ব্যতিক্রম হবে না।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে আজ খেলতে পারবেন না মিডফিল্ডার নাবি কেইতা ও হেল্ডারসন।
৪-২-৩-১ ফর্মেশনে খেলতে পারে লিভারপুল। সাদিও মানে, ফিরমিনো, আর জেরদান শাকিরির সামনে একমাত্র ফরোয়ার্ড হিসেবে থাকবেন মোহাম্মদ সালাহ।
ইয়ুর্গেন ক্লপের এই ধ্বংসাত্মক আক্রমণাত্মক চতুষ্টয় মুহূর্তের মধ্যে যেকোন দলকে খেলা থেকে ছিটকে দিতে পারে।
লিভারপুলের গোলবার সামলাবেন সময়ের অন্যতম সেরা গোলকিপার অ্যালিসন। আর্সেনাল স্ট্রাইকার পিয়েরে এমেরিক অবামেয়াটিংকে সামলাতে প্রস্তুত তিনি।
লিভারপুল শেষ ৬ ম্যাচে ৪ জয় পেয়েছে। হারেনি কোনো ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ২য় স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
আর্সেনাল
আর্সেনাল কোচ উনাই এমেরি আর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৬ সালের উয়েফা লিগ ফাইনালে।
যে ম্যাচে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতেছিল উনাই এমেরির সেভিয়া। এমেরির বর্তমান দল আর্সেনালও অধিকাংশ ম্যাচেই দ্বিতীয়ার্ধেই গোল পেয়েছে।
আর্সেনাল এই মৌসুমে নিজেদের সর্বশেষ ছ্য় ম্যাচের ৫টিতে জয় ও ১ ম্যাচে ড্র করেছে। এর মধ্যে টানা ৫ পাঁচ জয় ছিল তাদের।
এমেরিক অবামেয়াটিং আছেন দারূণ ফর্মে। এরই মধ্যে করে ফেলেছেন সাত গোল। আজও তাকে ঘিরেই থাকবে এমেরির পরিকল্পনা।
আর্সেনাল দলে ইনজুরির সমস্যা একটু বেশীই। এমেরিও আজ ৪-৩-২-১ ছকে দল সাজাতে পারেন।
এই ফর্মেশনে উইঙ্গার হিসেবে খেলবে অবামেয়াটিং আর প্রধান স্ট্রাইকার হিসেবে খেলবেন লাকাজেত। জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল খেলা গড়ে দেওয়ার দায়িত্ব থাকবেন। আর্সেনাল এই মুহুর্তে পয়েন্ট টেবিলের ৪ এ।
দুদলের সর্বশেষ দেখায় ৩-৩ গোলের ড্র হয়েছিল।
উপভোগ করতে পারেন ক্লাব ফুটবলের অন্যতম আকর্ষণীয় ও জমজমাট ম্যাচ আর্সেনাল-লিভারপুল লড়াই।
ম্যাচ শুরুঃ রাত ১১টা ৩০ মিনিট।
ভেন্যুঃ এমিরেটস স্টেডিয়ামে(আর্সেনালের মাঠ)
সরাসরি সম্প্রচারঃ স্টার স্পোর্টস সিলেক্ট ১
Leave a Reply