রিয়াল মাদ্রিদ চোট, পরাজয়, একের পর এক ব্যর্থতায় আটকে গিয়েছিল । কিছুতেই জয়ের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত আফ্রিকায় গিয়েই স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। স্বস্তি পেলেন রিয়ালের অন্তর্বর্তীকালীন কোচ সান্টিয়াগো সোলারিও।
মাত্রই রিয়ালের দায়িত্ব পেয়েছেন। দলকে ঠিকভাবে গুছিয়ে নেওয়ার পূর্বেই নেমে পড়তে হয়েছিল কোপা ডেল রের লড়াইয়ে।
চোটজর্জর দল নিয়ে মূল একাদশতো নামাতেই পারলেন না। বিশেষ করে রক্ষণভাগ নিয়েই দুঃচিন্তা ছিল সবচেয়ে বেশী।
এক রামোস ছাড়া বাকি সবাই ছিল অনভিজ্ঞ। আর একারণেই হয়তো ক্যাসিলাকে নামানোর সাহস পাননি সান্টিয়াগো সোলারি। রিয়ালের গোলবার সামলেছেন অভিজ্ঞ গোলরক্ষক কেইলর নাভাস।
জয় পেল রিয়াল মাদ্রিদ
“মিলিলা” দর্শকরা ইতিহাসের স্বাক্ষী হতে এসেছিলেন। রিয়াল মাদ্রিদ প্রথমবারের মত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে এসেছে আফ্রিকায়। কিন্তু তাদের এ আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। রিয়ালের কাছে ৪-০ গোলে উড়ে গেছে মিলিলা।
রিয়ালের জার্সিতে এদিন অভিষেক হয়েছে “ব্রাজিলিয়ান বিস্ময়বালক” ভিনিসিয়াস জুনিয়রের।
ম্যাচের শুরু থেকেই লাগাম নিজেদের কাছে রেখেছিল “মাদ্রিদিস্তা”রা।
প্রথম মিনিটেই অবশ্য মিলিলার রুয়ানো একটি লক্ষ্যভ্রষ্ট শট নেন। এরপর থেকে মাঠে রাজত্ব করেছে রিয়াল।
৪-৩-৩ ফর্মেশনে খেলা রিয়াল মাঠের বাঁ প্রান্তে রাখে ভিনিসিয়াস জুনিয়রকে।
ভিনিসিয়াসের একের পর আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মিলিলার রক্ষণ।
৪ মিনিটে ভিনিসিয়সের ক্রস লক্ষ্যে রাখতে পারেননি অ্যাসেনসিও। ২২ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলেন ভিনিসিয়াস।
২৭ মিনিটে ওদ্রিওজোলার পাস পেয়ে বক্সের ভেতর থেকে শট করে রিয়ালকে এগিয়ে নেন বেনজামা।
৩৬ মিনিটে অ্যাসেনসিওর শট ঠেকিয়ে দেন মিলিলা গোলরক্ষক বারিও।
৩৮ মিনিটে ভাসকেজের পাসও ঠেকিয়ে দেন তিনি। ৪৩ মিনিটে আরও একবার লুকাস ভাসকেজকে হতাশ করেন বারিও।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনিসিয়াসের অসাধারণ পাস থেকে গোল করে দলকে ২-০ তে এগিয়ে নেন অ্যাসেনসিও।
৬৪ মিনিটে ইয়েরেন্তের জোরালো শট ঠেকিয়ে দেন বারিও।
৭২ মিনিটে অ্যাসেনসিওর পাসে ভিনিসিয়াসের জোরালো শট গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে।
৭২ মিনিটে সুযোগ নষ্ট করেন মিলিলার রুয়ানো।
৮০ মিনিটের সময় বাঁ প্রান্ত থেকে ভিনিসিয়াসের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে জটলার মধ্যে থেকে শট করে গোল করেন ওদ্রিওজোলা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে স্কোরলাইন ৪-০ করেন ক্রিস্টো গঞ্জালেস।
এই জয়ে কোপা ডেল রের “রাউন্ড অব ৩২” এর প্রথম লেগে এগিয়ে গেছে রিয়াল। ফিরতি লেগ হবে ডিসেম্বরের ৫ তারিখ।
Leave a Reply