অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এর ব্যবহারকারী এবং সমালোচকদের অন্যতম একটি অভিযোগ হচ্ছে, এর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। মূলত এই নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যই এই বছর মার্চ মাসে গুগল অ্যান্ড্রয়েডের বিশেষ একটি পলিসি; গুগল সার্টিফাইড এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়।
প্রশ্ন হচ্ছে, গুগল সার্টিফাইড এর কাজ কী বা এটি কীভাবে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে?
একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হিসেবে নিশ্চয়ই খেয়াল করেছেন, একই অ্যান্ড্রয়েড ভার্সন হলেও সব ব্র্যাণ্ডের স্মার্টফোনে একই ধরণের ইউজার ইন্টারফেস বা ইউ-আই দেখা যায় না! স্যামসাঙ এর নোটিফিকেশন বা মেনু একরকম হলে, শাওমীর অন্যরকম, অপ্পো বা ওয়ালটনের আবার আরও ভিন্ন রকম।
অ্যান্ড্রয়েড লিনাক্স বেজড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হওয়ায় এই বৈচিত্র্যটুকু চলে এসেছে। যে কেউই ইচ্ছে করলে অ্যান্ড্রয়েডকে মোডিফাইড বা কাস্টমাইজড করতে পারে। এটি একদিকে যেমন সুবিধার ব্যাপার (অনেক বৈচিত্র্যময় ইউজার ইন্টারফেস পাচ্ছি) অন্যদিকে অশুভ উদ্দেশ্যে কেউ এটিকে মোডিফাইড বা কাস্টমাইজড করে ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তা খুব সহজেই অনিশ্চিত করে ফেলতে পারে।
এর আগে গুগল কাস্টমাইজড অ্যান্ড্রয়েড বা ইউজার ইন্টারফেস (ইউ-আই) বা রমগুলোকে অফিশিয়ালি চেক করত না। কিন্তু বর্তমানে জনপ্রিয় অ্যান্ড্রয়েড রমগুলোকে গুগল চেক করে এবং নিরাপত্তা নিশ্চিত থাকলে সেটিকে সার্টিফাইড করে।
গুগলের অ্যাপসগুলোতেই যেহেতু একজন অ্যান্ড্রয়েড ইউজারের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে, তাই এগুলো চলবে শুধুমাত্র নিরাপদ বা সার্টিফাইড স্মার্টফোনে। যে সকল মোডিফাইড অ্যান্ড্রয়েড বা রম গুগলের সার্টিফিকেশন প্রসেস পার হয়ে আসেনি, সে সব রমে গুগলের মেজর অ্যাপগুলো চলবে না কিংবা চললেও সার্বক্ষণিক একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিবে।
গুগল সার্টিফাইড সম্পর্কে তো জানা হলো! এখন প্রশ্ন হচ্ছে,
আপনার স্মার্টফোন কি গুগল সার্টিফাইড?
এটিও জানা একেবারেই সহজ; প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে যান, এরপর মেনু থেকে Settings এ গিয়ে স্ক্রিনকে উপরের দিকে সোয়াইপ করে একেবারে নিচে চলে যান! তাহলেই দেখতে পাবেন, আপনার ডিভাইসটি সার্টিফাইড কিনা! নিচের ছবিটিতে পর্যায়ক্রমে কাজগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আশা করি বুঝতে সমস্যা হবে না।
আপনার স্মার্টফোন গুগল সার্টিফাইড হয়ে থাকলে তো দুশ্চিন্তার কোনই কারণ নেই। তবে, যদি আপনার ফোনটি গুগলের দ্বারা সার্টিফাইড না হয়ে থাকে, তাহলে আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া উচিৎ।
ফোনের অফিসিয়াল রমের ক্ষেত্রে যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে ইউ-আই এর ফোরাম বা ডেভেলপারদের ইমেইলে বিষয়টি জানিয়ে দিন, যাতে করে দ্রুত পরবর্তী আপডেটে তারা সমস্যাটির সমাধান করতে পারে।
আর কাস্টম রম বা মোডিফাইড রম ব্যবহার করে থাকলে, সেটা বাদ দেওয়াই ভালো। কেননা, এগুলোই সাধারণত Uncertified হয়ে থাকে। তবে, একান্তই সেই রমটি আপনার খুব পছন্দের হয়ে থাকলে গুগলের এই লিংকে গিয়ে আপনার স্মার্টফোনের অ্যান্ড্রয়েড ডিভাইস আইডিটি দিয়ে সাবমিট করুন, তাহলেই আপনার ফোন সার্টিফাইড করার জন্য কী করতে হবে সেটা জানতে পারবেন। কিভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি বের করতে হয়, সেটি এখান থেকে দেখে নিন।
Leave a Reply