ম্যালওয়্যার, ট্রোজান হর্সেস, রুটকিটস্, স্পাইওয়্যার ও এডওয়্যার থেকে রক্ষা করতে কম্পিউটার সঠিকভাবে স্ক্যান করা গুরুত্বপূর্ণ। একটা সিম্পল ভাইরাস স্ক্যান আপনার কম্পিউটারকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে পারবে না। কাজেই, সঠিকভাবে ও সম্পূর্ণরূপে কম্পিউটার স্ক্যান করে নেয়া সত্যিই একটা গুরুত্বপূর্ণ ট্রাবলশ্যুটিং।
যে কোন একটা ছোট্ট ভাইরাস আপনার কম্পিউটারে ব্লু স্ক্রিন ডেথ ঘটিয়ে দিতে পারে। হার্ড ড্রাইভ ক্র্যাশ করাতে পারে কিংবা হার্ড ড্রাইভে এলোমেলো অ্যাক্টিভিটি তৈরি করে দিতে পারে। এমনকি, ডিডিএল ফাইল ইস্যু তৈরি করে অপারেটিং সিস্টেমটাকেই হ্যাং করিয়ে দিতে পারে।
কম্পিউটার স্ক্যান করতে কত সময় লাগে?
ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার থেকে মুক্ত করার জন্য কম্পিউটার স্ক্যান করতে অল্প কিছু সময় লাগে। এটা নির্ভর করে আপনার কম্পিউটারে কি পরিমাণ ফাইল আছে এবং কম্পিউটার কতটা স্লো বা ফাস্ট। যদি কম্পিউটারে বেশি ফাইল থাকে আর স্লো হয়, তবে একটু বেশি সময় নিতে পারে।
যে-সব অপারেটিং সিস্টেমে কম্পিউটার স্ক্যান করতে পারবেন
এই স্ক্যান প্রক্রিয়াটা একটি সাধারণ প্রক্রিয়া আর এটি আপনি উইন্ডোজ ১০, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১, উইন্ডোজ ৭, উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ এক্সপিতে করতে পারবেন।
স্টেপ -১: মাইক্রোসফট্ উইন্ডোজের ম্যালিসিয়াস সফট্ওয়্যার রিমুভাল টুলটি ডাউন করে নিন। এটা ফ্রি, তবে এই টুলটি সম্পূর্ণরূপে স্ক্যান করতে পারে না। কিন্তু কম্পিউটার স্ক্যানের জন্যে এটি হতে পারে একটি চমৎকার স্টার্ট।
- নোট: আপনার পিসিতেই এই টুলটি ডাউনলোড করা থাকতে পারে। কাজেই, আগে চেক করে নিশ্চিত হয়ে নিন আছে কি নেই। যদি থাকে, তো অবশ্যই এটি আফডেট দিয়ে নিন।
- টিপস্: আপনার স্ক্যানিং প্রসেসটাকে দ্রুততর করতে টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করে নিন। এতে করে অপ্রয়োজনীয় ফাইল স্ক্যানিং করা থেকে আপনার প্রসেসকে বিরত রাখতে পারবেন।
স্টেপ -২: কম্পিউটারের জন্য সেরা ১০টি ফ্রি এন্টিভাইরাস সফট্ওয়্যার থেকে যে কোনটি ডাউনলোড করে নিন। আর যদি আগে থেকেই ডাউনলোড করা থাকে, তবে আফডেট করে নিন।
- নোট: আপনার কম্পিউটারে যদি একাধিক এন্টিভাইরাস সফট্ওয়্যার থাকে, তবে একটি দিয়েই স্ক্যান করুন। একাধিক সফট্ওয়্যার দিয়ে স্ক্যান করাটা ভাল আইডিয়া মনে হলেও, এটি আসলে সাংঘর্ষিক।
স্টেপ -৩: যে এন্টিভাইরাস সফট্ওয়্যার দিয়ে স্ক্যান করতে চান, সেটি রান করে দিন। এরপর, পুরো কম্পিউটারটাই স্ক্যান করে নিন। অর্থাৎ আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে, সবগুলোই সিলেক্ট করে দিন।
- নোট: শুধু ডিফল্ট সিস্টেম বা কুইক স্ক্যানই রান করাবেন না। কুইক স্ক্যান সব সময় হার্ড ড্রাইভের সবগুলো পার্ট স্ক্যান করতে পারে না বা করে না।
- গুরুত্বপূর্ণ: নিশ্চিত হয়ে নিন যে মাস্টার বুট রেকর্ড, বুট সেক্টর ও অন্যান্য রানিং অ্যাপ্লিকেশনগুলোও যেন স্ক্যানের আওতায় থাকে।
কম্পিউটার সাইন-ইন না হলে
এটা অসম্ভব নয় যে স্ক্যান করতে গিয়ে দেখলেন ভাইরাসের অতিরিক্ত আক্রমণের ফলে আপনি অপারেটিং সিস্টেমে লগ-ইন করতে পারছেন না। কিছু সিরিয়াস টাইপের ভাইরাস রয়েছে যেগুলো অপারেটিং সিস্টেমটাকেই রান করতে দেয় না। তবে, চিন্তার কিছু এ থেকে মুক্তির কিছু অপশন রয়েছে।
কম্পিউটার স্টার্ট দেয়ার সাথে সাথেই কিছু ভাইরাস মেমোরিতে ঢুকে পড়ে অপারেটিং সিস্টেমকে হ্যাং করে দেয়। এক্ষেত্রে, কম্পিউটার স্ক্যান করার জন্যে আগে সেফ মুডে উইন্ডোজ রান করে নিন।
হাছিবুল ইসলাম says
আমার ল্যাপটপ এ আডোবি ফটোশপ নেই। তাই আমি ফটো ইউনিক করতে পারছি না। কি করতে পারি এখন?
টি আই অন্তর says
হ্যালো হাছিবুল ইসলাম,
আপনাকে ধন্যবাদ কমেন্ট করে আপনার সমস্যার কথা জানানোর জন্যে। আপনার সমস্যার সমাধান খুঁজতে গিয়ে আমরা আরেকটি নতুন টপিক পেয়েছি যা আমাদের একজন নিয়মিত লেখক লিখে দিয়েছেন। যাইহোক, আপনার সমস্যার সমাধান পেতে এই মাত্র প্রকাশিত হওয়া কম্পিউটারে ফটোশপ নেই! ফটোশপের কাজ করুন অনলাইনে শিরোনামের লেখাটি পড়ে নিন। এই অনলাইন টুল ব্যবহার করেই আপনি ছবি ইউনিক করতে পারবেন।
হাছিবুল ইসলাম says
নতুন টপিকটি দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু আমি এখনো ফটো ইউনিক করার প্রক্রিয়াটা পুরোপুরি আয়ত্বে আনতে পারিনি। কারণ আমি আগে কখনো ফটোশপ ব্যবহার করিনি। আপনাদের ইউটিউবে আপলোড করা ভিডিওটিও দেখলাম, কিন্তু এখনো সমস্যা হচ্ছে। আমাকে একটু এই ব্যাপারটা নিয়ে সহায়তা করা যাবে কি? বিষেশ করে অনলাইন ফটোশপ টুল টা দিয়ে কিভাবে ফটো ইউনিক করবো? একটু জানালে উপকৃত হই।
টি আই অন্তর says
প্রথম লেখাটি আপনি ইমেজ ছাড়াই সাবমিট করুন। এরপর কারো কাছ থেকে, বন্ধু-বান্ধব কিংবা কোন কম্পিউটার দোকান থেকে ফটোশপ নিয়ে ইনস্টল করে নিন। টিম ভিউ দিয়ে আপনাকে ইমেজ প্রসেসিং শিখিয়ে নেয় হবে, সমস্যা নেই।
হাছিবুল ইসলাম says
ভাই প্রথমবারের মত একটা আর্টিকেল লিখলাম। আমি জানি আর্টিকেলটা খুব একটা ভালো হয়নি। তবে আমার ভুলগুলো একটু ধরিয়ে দেবেন। কি কি করতে হবে একটু বলবেন।