ফেসবুক, টুইটার, পিন্টারেস্টের মতো সোশ্যাল মিডিয়াতে যুক্ত নন এমন ব্যক্তি খুব কমই আছেন বলা যায়। ঘটনাবহুল কোন কিছু কিংবা সর্বশেষ আপডেট এখন সবার আগে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। আধুনিক বিশ্বের সর্বশ্রেষ্ঠ এক আবিষ্কার এই সোশ্যাল মিডিয়া। যার ফলে আমরা সহজেই কানেক্ট হতে পারি একে অন্যের সাথে। কিন্তু যে ইমেল দিয়ে এ সব মিডিয়ায় অ্যাকাউন্ট খোলা হয়, সে ইমেলে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন আসতে থাকে অনবরত।
এই সব সোশ্যাল মিডিয়া থেকে বিরতিহীনভাবে আসতে থাকা নোটিফিকেশন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় প্রায়ই। আপনি কি এই বিরক্তি থেকে বের হতে চান? তবে, এ লেখাটি হতে পারে আপনার জন্য বের হবার পথ। ফেসবুক, টুইটার, ইউটিউব কিংবা আরও যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো থেকে অবাধে আসতে থাকা এই সব নোটিফিকেশন কিছু ব্যবস্থা গ্রহণ করলেই বন্ধ করা সম্ভব। আসুন, জানি জেনে নেই বন্ধ করার পথগুলো।
ইমেলে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন
সোশ্যাল মিডিয়া থেকে আসা বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করার জন্য আপনি সরাসরি সেই মিডিয়াতে ঢুকে বন্ধ করতে পারেন। আবার ইচ্ছা করলে বিভিন্ন রকমের টুল দিয়েও বন্ধ করতে পারেন। ফেসবুক, টুইটার, গুগল, টাম্বলার, ইউটিউব, ফোরস্কয়ার, লিঙ্কড্ইন, পিনটারেস্টসহ আরও যত সোশ্যাল সাইট আছে সেগুলো নিজেদের মতো একটি সেটিং তৈরি করে রেখেছে ইউজারদের সুবিধার জন্যে।
সুতরাং, আপনি সরাসরি যে কোন সোশ্যাল মিডিয়ার সেটিংয়ে গিয়ে সেখান থেকে ইমেলে আসা নোটিফিকেশন বন্ধ করতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে এবং কী কী পদ্ধতি অবলম্বন করলে আপনি সোশ্যাল মিডিয়া থেকে আসা নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।
Using Settings
আপনি ইতিমধ্যেই জেনেছেন, প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই “Settings” নামক একটি অপশন থাকে। আপনি চাইলে এই “Settings” এ ঢুকেই বন্ধ করতে পারবেন নোটিফিকেশন। তবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করার পদ্ধতি বিভিন্ন রকম, আসুন সেগুলো ভিন্ন ভিন্নভাবেই জেনে নেই।
ফেসবুক থেকে আসা ইমেল নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
প্রথমে ফেসবুকে উপরের দিকে আপনার প্রোপাইল, ফ্রেন্ড, ম্যাসেজ, নোটিফিকেশন আইকনগুলোর ডান পাশে ত্রিভুজের মতো চিহ্নটিতে ক্লিক করুন-
তারপর সেটিংসে যান এবং সেখান থেকে Notifications এ ক্লিক করুন।
এবার ইমেল সেকশনের এডিট অংশে ক্লিক করুন।
সেখান থেকে “WHAT YOU’LL RECEIVE” এই অংশ থেকে All notifications, except the ones you unsubscribe from- এতে ক্লিক করলে আপনি যেগুলো থেকে আনসাবস্ক্রাইব করছেন সেগুলো বাদে বাকি সবগুলো থেকে নোটিফিকেশন পাবেন।
Important notifications about you or activity you’ve missed- যদি এই অপশনটি বাচাই করেন তাহলে শুধু মাত্র আপনার সম্পর্কিত কিংবা আপনি যে অ্যাক্টিভিটিগুলো মিস করেছেন সেই সম্পর্কিত নোটিফিকেশন পাবেন।
Only notifications about your account, security and privacy- ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট, সিকিউরিটি এবং প্রাইভেসি সম্পর্কে নোটিফিকেশন পাবেন।
এখান থেকে আপনার প্রয়োজনীয় অপশনটি বাছাই করুন। এখানে কোন ধরণের নোটিফিকেশনগুলো আপনি ইমেলে চান আর কোনগুলো চান না, তা নির্ধারণ করে দিতে পারবেন। সবচেয়ে ভাল হয় আপনি যদি নিচের ছবির মত লাল রঙের অ্যারো চিহৃ দেয়া সেকশনগুলো সিলেক্ট করে দেন।
তাহলে, আপনার অ্যাকাউন্ট, সিকিউরিটি আর প্রাইভেসি রিলেটেড নোটিফিকেশন (এগুলো অবশ্যই দরকারি) ছাড়া আর কোন ধরণের নোটিফিকেশন আপনার ইমেলে যাবে না। ব্যস্, আপনি এখন ফেসবুক থেকে আসা অপ্রয়োজনীয় সব ধরণের নোটিফিকেশন থেকে বেঁচে গেলেন।
টুইটার থেকে আসা ইমেল নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
টুইটার পুরোপুরি কাস্টমাইজেবল নয়, তবে আপনি শুধুমাত্র যা চান তা নির্দিষ্ট করে দিতে পারবেন। এজন্য প্রথমে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন। তারপর Settings > Email Notifications এ ক্লিক করুন। “Email is enabled” অপশনটি যদি “Turn Off” করে দেন তাহলে টুইটার থেকে কোনরকমের নোটিফিকেশন আপনি আর পাবেন না।
জিমেল ফল্টার করে সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
আপনি জিমেইল ফিল্টার করার মাধ্যমেও সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বন্ধ করতে পারেন। এটি করার জন্য প্রথমে ক্লিক করুন সেই সোশ্যাল মিডিয়াতে যেটি থেকে আসা নোটিফিকেশন আপনি বন্ধ করতে চান। এরপর ডানদিকের নিম্নমুখী তীরচিহ্নে ক্লিক করুন। সেখান থেকে “Filter messages like this” এ ক্লিক করুন। তারপর একটি বক্স আসবে। তাতে প্রয়োজনীয় তথ্য দিয়ে Create এ ক্লিক করুন। তাহলেই জিমেইলের ফিল্টার তৈরি হয়ে যাবে।
বিভিন্ন টুল ব্যবহার করেও বন্ধ করতে পারেন সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন
এছাড়াও বেশকিছু টুলস রয়েছে যা ব্যবহারের মাধ্যমে আপনি ইমেলে আসা নোটিফিকেশন বন্ধ করতে পারেন।
Notify Me Not
টুলটি যে শুধু আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে আসা নোটিফিকেশন থেকে মুক্তি দেবে তা নয়, একই সাথে খুব সহজ এবং অত্যন্ত সংগঠিত একটি ইনবক্স ব্যবস্থাও করবে। এই টুলসের মাধ্যমে আপনি কোনটিতে সাবস্ক্রাইব করেছেন তা দেখতে পাবেন। তাছাড়াও আপনি ইচ্ছা করলে এর মাধ্যমে যে সাইট থেকে নোটিফিকেশন চান না তাও বন্ধ করতে পারেন। জাস্ট এক ক্লিকেই আপনি পারবেন বিরক্তিকর সব নোটিফিকেশন থেকে মুক্তি পেতে।
বিরক্তিকর নোটিফিকেশন থেকে মুক্তি পাওয়ার পর আপনি এখন ইচ্ছা করলে সুগঠিত করতে পারেন আপনার ইনবক্স। নিউজলেটার এবং সোশ্যাল নোটিফিকেশনগুলো আপনি প্রতিদিন সকাল ৭ টার সময় পেয়ে যাবেন এই সাইটের মাধ্যমে। অর্থাৎ আপনার সকল ইমেলগুলো ভাল ফরম্যাটে থাকবে। যারফলে আপনি সহজেই পড়তে এবং একই সাথে স্টোরও করতে পারবেন।
Notification Control
এটি একটি ওয়েবভিত্তিক সার্ভিস। যার মাধ্যমেও আপনি আপনার অপ্রয়োজনীয় সকল নোটিফিকেশন বন্ধ করতে পারবেন। এটি টুইটার, ফেসবুক, গুগল, টাম্বলার, ইউটিউবসহ আরও অনেক সামাজিক নেটওয়ার্কের সর্বাধিক লিঙ্ক অন্তর্ভুক্ত করেছে। এছাড়াও আপনি যদি আপনার কোন ফেভারিট সাইট অ্যাড করতে চান তাহলে ডেভেলপারকে অনুরোধ করে মেইল করতে পারেন।
আপনি এই সাইটের মাধ্যমে যদি নোটিফিকেশন অফ করতে চান তাহলে প্রথমে সেই সাইটটি ভিজিট করুন। এরপর আপনার যে সোশ্যাল সাইট প্রয়োজন তাতে ক্লিক করুন। নতুন একটি ট্যাব ওপেন হবে। সেখান থেকে আপনার যেগুলো দরকার হবেনা তার টিক তুলে দিন। কাজ শেষ হয়ে গেলে “Save changes” এ ক্লিক করুন। সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে দেখতে পাবেন আপনি যে যে সাইট থেকে নোটিফিকেশন অফ করার জন্য রিকুয়েস্ট করেছিলেন সেগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। এভাবেই আপনি এই সাইটের মাধ্যমে অনাকাংখিত নোটিফিকেশন বন্ধ করতে পারেন।
আপনি যদি অহরহ বিরক্তিকর কিংবা কাজে লাগছে না এমন নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া থেকে পেতে থাকেন এবং তা বন্ধ করা উপায় খুঁজতে থাকেন তবে আপনি এই পোস্টটি পড়ে সে সম্পর্কে খুব ভালো ধারণা পেতে পারেন। এখানে আলোচনা করা হয়েছে কোন কোন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইমেলে সোশ্যাল মিডিয়া থেকে আসা নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।
শাহরিয়ার আহমেদ says
ইমেলে আসা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন বন্ধ করার অনেক কৌশল জানতে পারলাম, লেখককে ধন্যবাদ।