আউটসোর্সিং এর সেরা ওয়েবসাইটগুলোর মধ্যে আপওয়ার্ক অন্যতম। আপওয়ার্কে হাজারো ধরণের কাজ রয়েছে যা আপনি নিজের দেশে, নিজের ঘরে বসেই করতে পারেন। আর আপওয়ার্ক থেকে পেমেন্ট নিতে পারেন আপনার সুবিধামত পদ্ধতিতে।
আপওয়ার্ক থেকে পেমেন্ট উইথড্রো দেয়ার ৬টি পদ্ধতি রয়েছে। তার মাঝে বাংলাদেশীদের জন্য উপযোগী পদ্ধতিগুলো হল-
- লোকাল ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি উইথড্রো
- ওয়্যার ট্রান্সফার
- পে-পাল
- পেওনিয়ার
আপওয়ার্ক থেকে পেমেন্ট নেয়ার সবচেয়ে সহজ পদ্ধতি
আপওয়ার্ক অ্যাকাউন্টে জমানো আপনার পেমেন্ট তোলার সবচেয়ে সহজ পদ্ধতিটি হল সরাসরি ব্যাংকে ট্রান্সফার। তাই আমরা অন্যান্য পদ্ধতি নিয়ে আলোচনা না করে শুধু মাত্র ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সে পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
আপনার যদি বাংলাদেশে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা যে ব্যাংকেই হোক না কেন, তবে এই পদ্ধতিতে আপনি সরাসরি আপনার অ্যাকাউন্টে পেমেন্ট উইথড্রো দিতে পারবেন। আর সর্বোচ্চ ৩ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। বিস্তারিত পদ্ধতি নিচে আলোচনা করা হল-
- অ্যাকাউন্ট মেন্যুতে ক্লিক করে সেটিংস্ এ যান, এরপর ‘Get Paid’ এ ক্লিক করুন। আপনার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকলে, লগইন করে নিন।
- ‘Add Method’ এ ক্লিক করুন
- আপনার পছন্দের পদ্ধতি সিলেক্ট করার জন্য সেট আপ বাটনে ক্লিক করুন
- এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ইনফরমেশন দিন
- পেমেন্ট শিডিউল সিলেক্ট করে নেক্সট্ এ ক্লিক করুন।
সিকিউরিটির জন্য আপনার ব্যাংক ডিটেইলস্ সঠিক কিনা তা আরেকবার যাচাই করে নিন। কোন রকম ভুল-ভ্রান্তি হলে ট্রানজেকশন আটকে যাবে কিংবা টাকা ট্রান্সফার হতে দেরী হবে।
প্রতি ট্রানজেকশনের জন্য আপওয়ার্ক আপনার কাছ থেকে ০.৯৯ ডলার কেটে নেবে।
আশা করি, আপওয়ার্ক থেকে পেমেন্ট তোলা নিয়ে আপনার আর কোন কনফিউশন নেই। সবচেয়ে সহজ পদ্ধতিটি ব্যবহার করে আপনি আপনার পেমেন্ট তুলতে পারবেন। যারা এখনো আপওয়ার্কে কাজ শুরু করেননি কিংবা করবেন করবেন বলে ভাবছেন, তারা জেনে নিন আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলবেন যেভাবে।
Leave a Reply