গেমস খেলতে যেমন প্রায় প্রতিটি মানুষই পছন্দ করেন, তেমনি একই ধরণের গেমস খেলতে একঘেঁয়েমি বোধও হয় মাঝে মাঝে। সেজন্য নিত্য নতুন গেমস কিংবা ভিন্ন ধরণের গেমস নিয়ে অনেকেই প্রচুর খোঁজা-খুঁজি করেন। তেমনি কিছু গেমসের মধ্যে রয়েছে সারভাইভাল গেমস। প্রকৃতপক্ষে প্রায় সব গেমেই একটি উপাদান রয়েছে, সেটি হলো মৃত্যু। যার ফলে আপনি গেম লুজার হন। এই আর্টিকেলে আলোচনা করা হবে কিছু সারভাইভাল গেমস সম্পর্কে।
অ্যান্ড্রয়েড সারভাইভাল গেমস
সারভাইভাল গেমসগুলোর প্রধান উদ্দেশ্যই হলো বেঁচে থাকা বা সারভাইভ করা। বিভিন্ন কঠিন পরিস্থিতি থেকে সারভাইভ করে একটি একটি করে স্টেজ পার করে যাওয়ায় এই গেমগুলোর প্রধান লক্ষ্য। তো চলুন জেনে নেওয়া যাক সেরা কিছু অ্যান্ড্রয়েড সারভাইভাল গেমস সম্পর্কে।
১. Auralux: Constellations
সারভাইভাল ইলিমেন্টের সাথে কৌশলগত খেলাই হলো এই গেমসের প্রধান আকর্ষণ। আপনার গ্রহ রক্ষা এবং অন্যান্য গ্রহের উপর নিয়ন্ত্রণ নেওয়ায় হলো আপনার কাজ। যদি আপনি সঠিকভাবে তা করতে পারেন, তাহলে আপনি সবগুলো গ্রহের দখল পাবেন।
আর ভুল পদক্ষেপের ফলে আপনাকে আপনার সমস্ত গ্রহ প্রতিপক্ষের কাছে হারাতে হবে এবং একই সাথে লেভেলও লস করবেন। গেমসটিতে হয়েছে ১৫০টি লেভেল, 4K গ্রাফিক্স এবং এনভিডিয়া শিল্ড সাপোর্ট।
২. Day R Survival
একটি চমৎকার ফ্রিপ্রিমিয়াম সারভাইভাল গেমস এটি। এখানে আপনাকে ক্ষুধা নিবারণ করে, জম্বি দ্বারা মারা না গিয়ে এবং সম্ভাব্য রেডিয়েশন এড়িয়ে বেঁচে থাকতে হবে।
বিশাল একটি ম্যাপে 2,700 টি লোকেশন, খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন আইটেম এবং টিকে থাকার অভিজ্ঞতা পাবেন এই গেমসটিতে। মেশিন, কেমিস্ট্রি, শেল্টার সারভাইভাল এবং আরও অনেক কিছু পাবেন স্কিল বৃদ্ধি করার জন্য।
৩. Last Day on Earth: Survival
একটি অজানা কোন সংক্রমণে পৃথিবীর মানুষজন মারা যাচ্ছে। শুধু তাই না সেই মৃত মানুষগুলো আবার জম্বিতে পরিণত হচ্ছে। কিছু বেঁচে যাওয়া মানুষদের সাথে নিয়ে পৃথিবীটাকে বাঁচানোর মিশনে নামতে হবে আপনাকে।
সম্পদ সংগ্রহ, জিনিসপত্র চুরি, নৈপুণ্য সামগ্রী এবং জীবিত থাকার জন্য যুদ্ধ করতে হবে জম্বিদের সাথে। শ্যুটার এবং প্রাণবন্ত রহস্য উদঘাটন উপাদানও রয়েছে এই গেমসটিতে। যার ফলে গেমসটি হবে আরও চ্যালেঞ্জিং।
৪. Survive – Wilderness survival
গেমসটিতে ট্রাভেলিং এর সাথে শুধু সারভাইভ করাই হলো আপনার মূল লক্ষ্য। আপনি বিভিন্ন জায়গায় ট্রাভেল করবেন এবং একই সাথে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম, পানীয় জল, খাদ্য খোঁজা এবং আশ্রয় খোঁজা আপনার কাজ। মূল কথা, যেভাবেই হোক না কেন আপনাকে বেঁচে থাকতে হবে।
খুব সুন্দর গ্রাফিক্সের এই গেমসটি শুরুতে খেলতে কিছুটা কঠিন লাগবে। নিত্য নতুন সব মিশন আর গেমস ইলিমেন্টের ফলে গেমসটি খেলতে অবশ্যই আপনার ভালো লাগবে।
৫. Survival-Quest ZARYA-1 Station
সারভাইভাল জগতে একটা টেস্ট গেমস হলো এই গেমসটি। চন্দ্রের দূরবর্তী দিক থেকে মানব জাতির জন্য একটি সংকট দেখা দেয় এবং অবিলম্বে তার অনুসন্ধানের জন্য চারজন সাহসী ব্যক্তিকে প্রেরণ করা হয়। আপনি তাদের লিডার।
আপনি মহাকাশচারীদের নজরদারি করবেন এবং সিদ্ধান্ত নেবেন। যার ফলে আপনি সত্যের কাছাকাছি পৌঁছাবেন কিংবা ভুল সিদ্ধান্তে চলে যাবেন অনেক দূরে। আপনার সিদ্ধান্তগুলোই সেই মহাকাশচারীদের জীবনের দীর্ঘায়ু নির্ধারণ করবে।
একই ধরণের গেমস খেলতে খেলতে যদি আপনি বিরক্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে গেমসের ধরণ বদলাতে হবে। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সারভাইভাল গেমস র্নিদ্বিধায় বাছাই করতেই পারেন। কারণ এই সব গেমসে আপনি একই সাথে পাবেন অ্যাডভেঞ্চারের মজার সাথে কৌশলগত খেলার মজাও।
ফলে গেমসগুলো খুব সহজেই আপনার ভালো লাগায় পরিণত হবে। এইখানে সব ফ্রি সারভাইভাল গেমস নিয়ে আলোচনা করা হয়েছে। তো আর দেরি না করে শুরু করে দিন সারভাইভাল গেমস খেলা। আর সারভাইভ করে টিকে থাকুন সারভাইভ গেমস দুনিয়ায়।
Leave a Reply