গান শুনতে ভালোবাসেন না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। একা একা সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো গান শোনা। গান শোনার সময় কম বেশি প্রায় সবাই গুন্ গুন্ করে হলেও গানটা গাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিকভাবে লিরিক্স বুঝতে না পারার কারণে সবসময় সম্ভব হয় না ঠিকভাবে গানটি গাওয়া। আর মনে হতে থাকে যদি ভালো করে লিরিক্সটা বুঝতে পারা যেত তাহলে ভালোই হতো! সেইজন্য আপনার স্মার্টফোনে একটি মাত্র অ্যান্ড্রয়েড লিরিক্স অ্যাপস্ থাকলেই আপনার লিরিক্স বুঝতে আর কোন সমস্যাই হবে না।
অ্যান্ড্রয়েড লিরিক্স অ্যাপস্
গানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হলো লিরিক্স। গুন গুন করে গাওয়া হোক কিংবা জোরে গাওয়া হোক, সবার আগে গানের লিরিক্স বোঝা জরুরী। তা না হলে পছন্দের গানটি হয়ে যেতে পারে বিরক্তিকর। বিভিন্ন ধরনের লিরিক্স অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি গান শোনার সাথে সাথে লিরিক্সও দেখে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক অ্যান্ড্রয়েডের জন্যে সেরা ৮টি লিরিক্স অ্যাপস্ সম্পর্কে।
১. Genius – Song Lyrics & More
১.৭ মিলিয়নের বিশাল গানের ভাণ্ডার রয়েছে এই অ্যাপসে। অ্যাপসের মাধ্যমে আপনি জানতে পারবেন সব নতুন নতুন গানের কালেকশন এবং একই সাথে সঙ্গীত ক্যাটালগের পাশাপাশি একটি শিল্পী পৃষ্ঠা। ব্যবহারকারীরা স্পটিফাই, সাউন্ডক্লাউড, প্যান্ডোরা এবং আরও অনেকের মাধ্যমে চলা গানের ক্ষেত্রেও লিরিক্স খুঁজে পেতে পারেন।
এছাড়াও কোন গান যদি আপনার ফোনে নাও চলে কিন্তু যদি আপনি তার লিরিক্স পেতে চান তাহলে জাস্ট সাউন্ডওয়াভ বাটনে ট্যাপ করলেই টীকাযুক্ত লিরিক্স পেয়ে যাবেন।
২. Musixmatch Lyrics
লক্ষ লক্ষ ব্যবহারকারী এবং একই সাথে সবচেয়ে বৃহৎ লিরিক্স অ্যাপস হলো এই মিউসিক্সম্যাচ অ্যাপস। প্যানডোরা, স্পটিফাই, গুগল প্লে মিউজিক, ইউটিউব এবং আরো অনেকগুলোর সাথে লিরিক্স সিনক্রোনাইজড করতে পারে এই অ্যাপস।
এটির ফ্লোটিং লিরিক্স উইজেট বৈশিষ্ট্য রয়েছে। যার ফলে জাস্ট ট্যাপ করলেই বর্তমান ট্র্যাকের গানের জন্য লিরিক্স শো করবে। এছাড়াও স্পেসিফিক লিরিক্সও খুঁজে নিতে পারবেন এই অ্যান্ড্রয়েড লিরিক্স অ্যাপস্ এর মাধ্যমে।
৩. Lyrics Mania – Music Player
এই অ্যাপসের একটি সুবিস্তৃত ডাটাবেস রয়েছে যার মাধ্যমে আপনি শিল্পী বা গানের শিরোনাম লিখে সার্চ করেই প্রয়োজনীয় গানের লিরিক্স পেতে পারেন। এছাড়াও আপনার আশেপাশে চলা কোন গান এটি সহজেই শনাক্ত করতে পারবে এবং একইসাথে লিরিক্সও সরবরাহ করবে। স্বজ্ঞামূলক ইন্টারফেস দ্বারা খুব সুন্দরভাবে এই অ্যাপসটি ডিজাইন করা হয়েছে।
৪. Shazam
আরও একটি সুপ্রতিষ্ঠিত এবং সুশৃঙ্খল সংগীত সনাক্তকারী অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এটি একটি যা বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহার করছে। এই অ্যাপস যে শুধু আপনাকে গানের লিরিক্স দেবে তা নয়, একই সাথে এর মাধ্যমে আপনি নতুন গান খুঁজে নেওয়া, প্রিয় শিল্পীদের অনুসরণ করাসহ আরো অনেক কিছু করতে পারবেন।
এই অ্যাপে এক ক্লিকে ভিডিও ক্লিপ এবং স্ট্রিমিং পরিষেবাগুলোতে অ্যাক্সেস পাবেন। এছাড়াও, রিয়েল-টাইম চার্টগুলো পরীক্ষা এবং প্যান্ডোরা রেডিও চালু করতে পারবেন। অ্যাপসটির সবচেয়ে বড় সুবিধা হলো আপনি অফলাইনেও যে কোনো গানের লিরিক্স খুঁজে পেতে পারেন।
৫. Soundhound Music Search
এই অ্যাপসের মাধ্যমে আপনি গানের জন্য এবং একই সাথে ভিডিওর জন্য রিয়েল-টাইম কারোকি-স্টাইল পাবেন। এই অ্যাপে হ্যান্ডস-ফ্রী সার্চ অপশন রয়েছে যার মাধ্যমে আপনি প্লেলিস্টে অ্যাক্সেস, আপনার সাউন্ডহাউন্ড সং হিস্টোরি, উদীয়মান শিল্পীদের খবর, বিশ্বব্যাপী জনপ্রিয় ট্র্যাক, নতুন শিরোনাম, প্লেব্যাক নিয়ন্ত্রণ এবং আরো অনেক কিছু করতে পারবেন।
গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যদি আপনি কোন গান নিজে থেকে গেয়ে ওঠেন কিংবা গুন্ গুন্ করে গান তাহলেও এই অ্যাপসটি তা সনাক্ত করতে পারে।
৬. Quicklyric – Instant Lyrics
সুন্দর, স্বজ্ঞাত, পরিষ্কার ইন্টারফেসের একটি লিরিক্স অ্যাপস হলো এই কুইক লিরিক অ্যাপস। এটি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে আপনার প্লে করা সংটি নিরীক্ষণ করতে পারে এবং আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথেই এটি গানের লিরিক্স শো করবে। এছাড়াও গান চেঞ্জ হওয়ার সাথে সাথে একবার “Refresh The Lyrics” এ ক্লিক করলেই নতুন গানের লিরিক্স চলে আসবে।
৭. Lyrically – Music Lyrics
Lyrically – Music Lyrics এ গান, শিল্পী কিংবা গানের শিরোনাম দিয়ে সার্চ করেই আপনি খুঁজে নিতে পারেন যে কোনো গানের লিরিক্স। দারুণ এবং কার্যকরী ইন্টারফেসের সাথে স্বয়ংক্রিয়ভাবে আপডেটের জন্য সিঙ্ক হয়ে যায় এই অ্যাপসটির মাধ্যমে। যার ফলে আপনি যে কোনো গানের লেটেস্ট আপডেট পাবেন খুব সহজেই।
৮. Airlyrics – Lyrics Translation
ভ্রমণকারীরা বা বিদেশী সঙ্গীত যারা উপভোগ করেন তাদের জন্য খুবই দারুণ একটি লিরিক্স অ্যাপস হলো এই এয়ার লিরিক্স অ্যাপসটি। কোন গান যদি আপনার স্মার্টফোনে চলতে থাকে, তবে এই অ্যাপসটি সেই গানের সম্পূর্ণ লিরিক্স শো করবে। গায়কের নাম কিংবা গানের টাইটেল কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। অফলাইন ব্যবহারের জন্য আপনি ডার্ক কিংবা লাইট থিম ইউস করতে পারেন।
প্রতিটা অ্যান্ড্রয়েড লিরিক্স অ্যাপস্ এরই কিছু না কিছু সতন্ত্র বৈশিষ্ট্য থাকে। আপনি একটি মাত্র অ্যাপসেই সকল বৈশিষ্ট্য খুঁজে পাবেন না। কোনওটা আপনাকে স্ক্রোলিং লিরিক্স দেবে, কোনওটা আবার অফলাইন সুবিধা দেবে। তবে এরই মধ্যে থেকে ভালো অ্যাপসটি বাছাই করে নিয়ে আপনার গান শোনার মুহূর্তটাকে আরও ভালো করে তুলতে পারবেন।
এখানে যতগুলো লিরিক্স অ্যাপস নিয়ে আলোচনা করা হয়েছে তার সবগুলোই আপনার ভালো লাগতে বাধ্য। তাই দেরি না করে চটজলদি ডাউনলোড করে নিন যে কোন একটি লিরিক্স অ্যাপস। আর সহজেই পেয়ে যান আপনার পছন্দের গানের লিরিক্স।
মাহামুদুল হাসান আসিফ says
All Lyrics apps you have written about are good but Musixmatch is the best one that is nicely arranged.