ক্যারাম খেলতে পছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া বোধ হয় খুব একটা কষ্টকর হবে না। চায়ের দোকান, ক্লাব, যে কোনো জায়গায় অবসর সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হলো এই ক্যারাম খেলা। ক্যারাম কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ চার জনে মিলে খেলা যায়। তবে যদি খেলার সাথী কেউ না পাওয়া যায়, তখন তো আর খেলা হলো না। এবার আর সেই সমস্যা থাকবে না। কারণ এখন আপনি একাই আপনার স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ক্যারাম গেমস খেলতে পারবেন।
অ্যান্ড্রয়েড ক্যারাম গেমস
খুব অবাক হয়ে যদি ভেবে থাকেন যে, একা কীভাবে ক্যারাম খেলবো, তাহলে নিজের অ্যান্ড্রয়েড ফোনটিকে সাথী বানিয়ে ফেলুন। কারণ আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনেই এখন ক্যারাম খেলতে পারবেন। অ্যান্ড্রয়েডের জন্য অনেকগুলো ক্যারাম গেমস রয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক কিছু ভালো ক্যারাম গেমস সম্পর্কে।
১. Carrom 3D
সবচেয়ে জনপ্রিয় মোবাইল ক্যারাম গেমস হলো এই গেমসটি। বাস্তব ক্যারাম খেলার অভিজ্ঞতা আপনি পাবেন এই গেমসটির মাধ্যমে। আপনি অটোম্যাটিক মেশিনে বিভিন্ন ডিফিকাল্টিতে গেমসটি খেলতে পারবেন। আবার ইচ্ছা করলে নিজের বন্ধুদের সাথেও খেলতে পারবেন।
ওয়াই-ফাই বা ব্লুটুথের সাহায্যে মাল্টিপ্লেয়ার মুডে গেমসটি খেলতে পারবেন। বিগিনার, ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট এই তিন লেভেলে খেলতে পারবেন এই ক্যারাম থ্রিডি গেমটি।
২. Carrom All Time
একটি চমৎকার অ্যান্ড্রয়েড ক্যারাম গেমস Carrom All Time। গেমার্সরা এই ক্যারাম গেমটি পছন্দ করেন, তার পিছনে মূল কারণ হলো এতে ক্যারাম খেলার সমস্ত ফিচার আছে। তিন ধরণের গেম মোড রয়েছে এতে। সিঙ্গেল প্লেয়ার, মাল্টিপ্লেয়ার এবং চ্যালেঞ্জ।
এছাড়াও সিঙ্গেল প্লেয়ারেরও তিনটি ডিফিকাল্টি লেভেল রয়েছে। লো, মিডিয়াম এবং হাই। গেমটির ইউজার ইন্টারফেস বেশ সহজ।
৩. Real Carrom Pro
অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী একটি ক্যারাম গেমস Real Carrom Pro। আপনি আপনার পরিবার কিংবা বন্ধু-বান্ধব নিয়ে একসাথে চারজন খেলতে পারবেন এই ক্যারাম গেমস।
এছাড়াও ওয়াই-ফাই এর মাধ্যমে খেলতে পারবেন অন্য বন্ধুদের সাথেও। ৪টি ভিন্ন মোডের এই গেমসটির রয়েছে অসাধারণ গ্রাফিক্স কোয়ালিটি।
৪. Carrom Deluxe Free
আরও একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড ক্যারাম গেমস Carrom Deluxe Free। যা আপনি একা কিংবা বন্ধুদের সাথে খেলতে পারবেন। গেমসটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে একই ডিভাইসে আপনার বন্ধুদের বিপক্ষে খেলা, “Bot” এর বিপক্ষে বিভিন্ন ডিফিকাল্টি লেভেলে খেলা।
আপনার ডিভাইসের জন্য অপ্টিমাইজড সুবিধা রয়েছে এই ক্যারাম গেমটিতে। ফার্স্ট পারসন গেমপ্লে এবং রিয়ালিস্টিক প্লেয়িং এর সুবিধাও পাবেন। বাস্তব সম্মত 3D সিমুলেশনের এই গেমসটি খেলুন একটি চ্যালেঞ্জিং AI এর বিপক্ষে।
৫. Carrom King
যে কোনো বয়সের মানুষের জন্য একটি মজার ক্যারাম গেমস Carrom King। আপনি সরাসরি ফোনের বিপক্ষে কিংবা আপনার পরিবারের সাথে খেলতে পারবেন। গেমসটিতে নতুনভাবে কয়েন সিস্টেম যোগ করা হয়েছে।
এছাড়াও পাবেন লিডারবোর্ড সিস্টেম। যার মাধ্যমে আপনি সেরা ক্যারাম প্লেয়ারকে দেখতে পাবেন। তাই আর দেরি না করে ডাউনলোড করে শুরু করে দিন Carrom King খেলা।
৬. Real Carrom 3D : Multiplayer
বাস্তবসম্মত 3D সিমুলেশন এবং স্বতঃস্ফূর্ত টাচ কন্ট্রোলের এই ক্যারাম গেমসটি একটি ইউনিক 3D ক্যারাম বোর্ড গেম অভিজ্ঞতা ফিরিয়ে আনতে প্রস্তুত। অনলাইনে রিয়েল-টাইম মাল্টিপ্লেয়ারে নিজের দক্ষতা যাচাই করার জন্য এই গেমসটি অনেক বেশি সাহায্য করবে।
এছাড়াও আপনি ইচ্ছা করলে সিঙ্গেল প্লেয়ার মোড নির্বাচন করেও খেলতে পারেন আপনার নিজের দক্ষতা বাড়ানোর জন্য। ৪টি বিভিন্ন গেমস মোড থেকে নিজের পছন্দেরটা বাছাই করে শুরু করে দিন মাল্টি মোডে ক্যারাম খেলা।
ক্যারম মূলত সাউথ ইস্ট এশিয়া থেকে একটি জনপ্রিয় বোর্ড গেম। যা বিলির্ডস, পুল এবং শাফেল বোর্ডের অনুরূপ একটি ধারণা নিয়ে তৈরি। প্লেয়াররা নিজের দক্ষতা দিয়ে নিজের চয়েজ করা ঘুঁটিতে আঘাত করে তা পকেটে ফেলার চেষ্টা করে। এভাবেই চলতে চলতে গেম শেষ হয়। আপনি যদি একজন ক্যারাম লাভার হোন, তাহলে এই পোস্টটি আপনাকে অ্যান্ড্রয়েডের জন্য সেরা কিছু ক্যারাম গেমস সম্পর্কে জানতে সাহায্য করবে।
Leave a Reply