হঠাৎ প্রয়োজন হওয়ায় একজনের কাছে জানতে চাইলেন কিংবা কেউ একজন আপনার কাছে জানতে চাইলো, ডলারের দাম কত? কিংবা ১৪৫ ডলারে বাংলা টাকায় কত হয়? অথবা, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইউরোর বিপরীতে বাংলাদেশের মুদ্রায় কত টাকা হয়? চলার পথে, এ রকম প্রয়োজন পড়তেই পারে। কিন্তু চট করে সেটা জানার উপায় কি? উপায় আছে, আর সেটি হলে স্মার্টফোনে অ্যান্ড্রয়েড কারেন্সি কনভার্টার অ্যাপস্ এর তালিকা থেকে যে কোন একটি থাকা।
প্রযুক্তির দিনকে দিন উন্নতির ফলে বিভিন্ন ধরণের খবর কিংবা আপডেট মুহূর্তের মধ্যেই পাওয়া যাচ্ছে। আগে কোন দেশের মুদ্রার মান জানার জন্য অনেক কষ্ট করতে হতো। কখনো দেখা যেত হঠাৎ করে মুদ্রার মান কমে গেছে আবার কখনো গেছে অনেক বেড়ে। ঠিকভাবে মান জানতে না পারার ফলে অনেক সমস্যা দেখা দিত। কিন্তু এখন আর সেই সমস্যা নেই বললেই চলে। যার মুলে রয়েছে অ্যান্ড্রয়েডের কারেন্সি কনভার্টার অ্যাপস। আজকের আর্টিকেলে আমরা জানবো অ্যান্ড্রয়েডের জন্য সেরা কিছু কারেন্সি কনভার্টার অ্যাপস সম্পর্কে।
অ্যান্ড্রয়েড কারেন্সি কনভার্টার অ্যাপস্
মুদ্রার মান হঠাৎ বেড়ে যাওয়া কিংবা হঠাৎ কমে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। সেই হিসাবে সব সময় আসল মান জেনে রাখা সম্ভব না। তাই, যদি আপনি আপনার স্মার্টফোনে একটি কারেন্সি কনভার্টার অ্যাপস ইন্সটল করে রাখেন, তাহলে খুব সহজেই মুদ্রার মান সম্পর্কে যে কোনো মুহূর্তে সঠিক ধারণা পেতে পারবেন। তো চলুন এবারে জেনে নেওয়া যাক কিছু অ্যান্ড্রয়েড কারেন্সি কনভার্টার অ্যাপস সম্পর্কে।
১. Currency Converter
যেকোনো ব্যবসায়ীর জন্য একটি সহজ কিন্তু শক্তিশালী কারেন্সি কনভার্টার অ্যাপস এটি। জনপ্রিয় মুদ্রার ক্ষেত্রে এটি হোস্ট হ্যান্ডেল করতে সক্ষম। এর বেশ কয়েকটি অপশন রয়েছে, যেগুগলো বেশিরভাগ ব্যবসায়ী লোকের কাছে উপযোগী। প্রথমটি হল, এটি অফলাইন মোডে কাজ করতে পারে। উপরন্তু, এটি আন্তর্জাতিক বাজারের অধিকাংশ পরিবর্তণ ট্র্যাক করতে পারে এবং তা গ্রাফ হিসাবে প্রদর্শন করতে পারে।
২. XE Currency
বিদেশী মুদ্রা ব্যবসায়ের অধিকাংশ লোকের সাথে “XE.com” খুবই পরিচিত। ওয়েবের সেরা কারেন্সি সাইটগুলোর একটি এটি, যা সঠিক এবং দ্রুত তথ্যের জন্য নির্ভরযোগ্য। তাদের তৈরিরকৃত অ্যাপস এটি। ব্যবহারকারীরা এই অ্যাপ্লিকেশন ব্যবহারের মাধ্যমে এই ধরনের তথ্যের জন্য নির্ভরশীল থাকতে পারেন।
আনন্দদায়ক এবং সহজ ইন্টারফেসের এই অ্যাপসটি বিশ্বের মুদ্রার সর্বশেষ তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করে। ব্যবহারকারীরা এসব তথ্য রিয়েল টাইমে ট্র্যাক করতে পারেন। মূল্যের পরিবর্তণের ঐতিহাসিক তথ্যসহ অফলাইন ব্যবহারেরও সুবিধা রয়েছে।
৩. Convert Pad
আরও একটি কার্যকরী কারেন্সি কনভার্টার অ্যাপস এটি। যাতে পাবেন ১৬০টিরও বেশি মুদ্রার সাথে ২৩টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টিং সুবিধা, যেটি অবশ্যই একটি আন্তর্জাতিক অ্যাপ। রুপান্তর বা পরিমাপ করার ক্ষেত্রে মুদ্রার যে কোনো একক হ্যান্ডেল করার জন্য এটি সহজেই কাস্টমাইজ করা যায়।
ইউনিট কম্পারিসন টেবিল রয়েছে এই অ্যাপসে। এছাড়াও ব্যবহারকারীরা কনভার্টের জন্য তাদের নিজস্ব ইউনিট নির্ধারণ করতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে। বিভিন্ন সেটিংস এবং কালার অপশন রয়েছে এই অ্যাপসটিতে।
৪. Exchange Rates
বিশ্বের প্রতিটি মুদ্রার মানের উপর নিয়ন্ত্রণ রয়েছে এই কারেন্সি কনভার্টার অ্যাপসটির। যা প্রায় ১৮০+ এবং একইসাথে রয়েছে মূল্যবান ধাতু এবং বিটকয়েনের মানও। এতে আপনি পাবেন অনেকগুলো মুদ্রার একই সাথে ডিসপ্লে সুবিধা। কান্ট্রি, কোডনেম অথবা সিম্বল দিয়ে সার্চ করতে পারবেন।
এই কারেন্সি কনভার্টার অ্যাপে আরো পাবেন প্রতিটা কান্ট্রির ব্যাংক নোটের স্লাইডশো। এটি স্বয়ংক্রিয়ভাবে দৈনিক বিনিময় হারকে আপডেটের জন্য সিঙ্ক করে এবং রয়েছে মুদ্রা উইকিপিডিয়ায় অ্যাক্সেসের সুবিধা। এই কারেন্সি কনভার্টার দিয়ে অফলাইনেও কাজ করতে পারবেন।
৫. Unit Converter
এই অ্যাপসটি মুদ্রার মান কনভার্টের সাথে সাথে কয়েকটি ইউনিট কনভার্টও পরিচালনা করে। মাল্টি কনভার্সন সুবিধার সাথে সারা বিশ্বের প্রায় ৬০টি মুদ্রা পাওয়া যাবে এই কারেন্সি কনভার্সন অ্যাপসটিতে। খুব সহজেই কারেন্সি মেইন লিস্টকে ফিল্টার করতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে।
এছাড়াও যে কোনো সময় যদি মুদ্রার মান পরিবর্তণ হয়, তাহলে সাথে সাথেই সেই আপডেট চলে আসবে অ্যাপসে। সিম্পল এবং সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপসটির কোন অ্যাড ছাড়াই ফ্রিতে ব্যবহার করা যাবে।
৬. Forex Currency Rates
কোডএন্ড্রোর তৈরিকৃত এই কারেন্সি কনভার্টার অ্যাপসটি মুদ্রা ব্যবসায়ের জন্য ব্যাপক একটি অ্যাপস। এটি একটি সহজ অ্যাপ্লিকেশন যা প্রায় বিশ্বের সমস্ত মুদ্রার ট্র্যাক রাখতে সাহায্য করে। যা ব্যবহারকারীকে কারেন্সি সম্পর্কে সর্বশেষ তথ্য সরবরাহ করে।
এছাড়াও মূল্যবান ধাতু, যেমনঃ গোল্ড, সিলভার সম্পর্কিত তথ্যও এতে পাওয়া সম্ভব। ব্যবহারকারীরা দৈনিক পর্যবেক্ষণের জন্য সহজেই একটি ফেভারিট কারেন্সি টেবিল সেট আপ করতে পারেন। তাছাড়া সাপ্তাহিক এবং দৈনিক হারও সহজে দেখা যায়।
বর্তমান সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন ধরণের মুদ্রার মান বিভিন্ন। অনেক সময়ই সে-সব মুদ্রার মান কিংবা যে কোনো একটি দেশের মুদ্রার মান জানার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে উপরের যে কোনো একটি কারেন্সি কনভার্টার ইন্সটল করে রাখেন, তাহলে প্রয়োজনের মুহূর্তে সেটি কাজে লাগবে। তো আর দেরি না করে ইন্সটল করে নিন পছন্দের কারেন্সি কনভার্টার অ্যাপসটি।
Leave a Reply