আমরা সবাই মাঝে মাঝে অবাঞ্ছিত কলের জন্য বিরক্ত হই। যেহেতু এসব কল বিভিন্ন টেলিমার্কেটিং এজেন্সির দ্বারা আসে, তাই আমাদের কিছু করার থাকে না। ভাগ্যিস প্লে-স্টোরে অনেক কল ব্লকার অ্যান্ড্রয়েড অ্যাপস্ আছে যেগুলো দিয়ে আমরা যে কোনো সময় যে কোনো নাম্বার ব্লক করতে পারি।
কিছু কিছু অ্যান্ড্রয়েড মোবাইল আছে যেগুলো আমাদের এই সুবিধা দিয়ে থাকে। কিন্তু যে-সব মোবাইলে এসব ফিচার নাই? যাই হোক, ভালো খবর হল বিভিন্ন থার্ড-পার্টি কল ব্লকার অ্যাপস আছে যেগুলো আপনাদের অবাঞ্ছিত কল থেকে রক্ষা করবে এবং অচেনা নাম্বার চিনতে সাহায্য করবে।
কল ব্লকার হলো এমন একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যা অবাঞ্ছিত কল আসা থেকে রক্ষা করে, আপনাকে অবাঞ্ছিত নাম্বার ব্লক করতে সাহায্য করে। আপনি চাইলেই যে কোনো নাম্বার ব্লক করে দিতে পারবেন। তাই আমরা অ্যান্ড্রয়েডের জন্য সেরা ৮ টি কল ব্লক করার অ্যাপসের একটি তালিকা তৈরী করেছি যেগুলো কার্যকরী এবং বিশ্বাসযোগ্য।
কল ব্লকার অ্যান্ড্রয়েড অ্যাপস্
১। কল ব্ল্যাকলিস্ট (Calls Blacklist – Call Blocker)
কল ব্ল্যাকলিস্ট একটি শক্তিশালী অ্যান্ড্রয়েড কল ব্লকার অ্যাপ, যার মাধ্যমে স্পাম কল এবং এসএমএস ব্লক করা যায়। আপনি যে কোনো নির্দিষ্ট নাম্বার থেকে কল এবং এসএমএস আসা বন্ধ করে দিতে পারেন এই অ্যাপ দিয়ে। সেটা হতে পারে প্রাইভেট নাম্বার, লুকানো নাম্বার কিংবা আপনার কন্টাক্টে সেভ করা নাই এরকম নাম্বার।
এটি আপনাকে ব্ল্যাকলিস্ট এবং হোয়াইটলিস্ট তৈরী করার সুযোগ দিবে অ্যাপসের মাধ্যমে। এছাড়া আরো আছে পাসওয়ার্ড ব্যবহার করার অপশন, যার দ্বারা আপনি নির্দিষ্ট সময়ের জন্য কোনো নাম্বার থেকে কল আসা এবং ম্যাসেজ আসা বন্ধ করতে পারবেন। আপনি চাইলে ব্ল্যাকলিস্ট অন/অফ করতে পারবেন, এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি।
২। হিয়া (Hiya – Caller ID & Block)
হিয়া আরেকটি গুরুত্বপূর্ণ কল ব্লকিং অ্যাপ। কল ব্লক, এসএমএস ব্লক এবং নাম্বার ব্ল্যাকলিস্ট ছাড়াও এর আছে নাম্বার রিভার্স লুকআপ করার ফিচার। আরো আছে কলার আইডি সিকিউরিটি সিস্টেম যার মাধ্যমে রিভার্স নাম্বার সার্চ করে অচেনা নাম্বার খুঁজে বের করতে সাহায্য করে এবং বৈধ-অবৈধ কলার চিনতে সাহায্য করে।
আরো আছে অ্যালার্ম সেট করার অপশন, যার দ্বারা অবাঞ্ছিত কল আসলে বুঝা যায়। আপনি যে কোনো নাম্বারে কলও করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে।
৩। মি. নাম্বার (Mr. Number – Block calls & spam)
মি. নাম্বার একটি বিখ্যাত অ্যান্ড্রয়েড কল ব্লকার অ্যাপ যেটি ফ্রী এবং অ্যাড ছাড়া ব্যবহার করা যায়। এটি আপনার অবাঞ্ছিত কল ব্লক করবে এবং সেই সাথে স্পাম কল এবং ম্যাসেজ শনাক্ত ও বন্ধ করবে। আপনি আপনার কন্টাক্ট লিস্ট থেকে নাম্বার নিতে পারেন কিংবা ম্যনুয়ালী নাম্বার সেভ করতে পারেন।
এছাড়া যে কোনো লোকাল কিংবা আন্তর্জাতিক নাম্বার ব্লক করা যাবে। আপনার কন্টাক্ট লিস্টের বাইরের যে কোনো নাম্বার চাইলে ব্লক করতে পারবেন। এই অ্যাপটি কনফিগার করা একদমই সোজা।
৪। স্যুড আই অ্যানসার (Should I Answer)?
স্যুড আই অ্যানসার আপনাকে সঠিক তথ্য দিবে একটা কলের সময় যা যা দরকার। টেলিমার্কেটার, স্কেমারস কিংবা অবাঞ্ছিত কল আসলে সেগুলোকে ক্যাটেগোরি অনুসারে ভাগ করে ফেলে।
অচেনা কোনো নাম্বার থেকে কল আসলে সেগুলোর রেটিং দেখায়। এর মাধ্যমে নির্দিষ্ট কোনো নাম্বার বা কন্টাক্টের বাইরে সব নাম্বার ব্লক করা যাবে। এটি সম্পূর্ণ ফ্রী এবং অফলাইনে ব্যবহার করা যায়।
৫। ট্রু-কলার(True Caller)
ট্রু-কলার একটি অসাধারণ অ্যাপ যেটি লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস অর্জণ করতে পেরেছে। ভাবছেন কিভাবে অ্যান্ড্রয়েডে নাম্বার ব্লক করবেন? অপরিচিত নাম্বার থেকে কল এবং ম্যাসেজ আসলে সেগুলো শনাক্ত করা এবং ব্লক করা যায়। অপরিচিত নাম্বার থেকে কল আসলে সেই কলারের নাম জানা যায়। অ্যাপটি ব্যবহার করা একদমই সোজা এবং ফ্রীতে পাওয়া যায়।
৬। কল-ব্লকার (Call-Blocker)
কল ব্লকার একটি লাইটওয়েট এবং দক্ষ আ্যন্ড্রয়েড অ্যাপ যেটি অবাঞ্ছিত কল আসা বন্ধ করতে সাহায্য করে। এটি যে কোনো প্রাইভেট, টেলিমার্কেটার এবং রোবোকল শনাক্ত করে তা ব্লক করে। আপনি চাইলে যে কোনো অবাঞ্ছিত নাম্বার ব্লক করতে পারেন আপনার কললিস্ট থেকে।
এছাড়া এই অ্যাপে হোয়াটলিস্টের অপশনও আছে। আপনি আপনার ব্লকলিস্টের নাম্বার দেখতে পারবেন, চাইলে আনব্লকও করতে পারেন। আপনি চাইলে নোটিফিকেশন অন রাখতে পারেন।
৭। কল-ব্লকার ফ্রী (Call-Blocker Free)
কল ব্লকার ফ্রী আরেকটি ভালো অ্যান্ড্রয়েড কল ব্লকার অ্যাপ যা অবাঞ্ছিত এবং স্পাম কল আসা বন্ধ ও নাম্বার ব্লক করে। আপনি চাইলে ব্লাকলিস্ট এবং হোয়াটলিস্ট ব্যবহার করতে পারেন। ব্লক করা নাম্বার থকে কোনো প্রকার কল এবং এসএমএস আসা বন্ধ হয়ে যাবে।
৮। সেফেস্ট কল-ব্লকার (Safest Call-Blocker)
সেফেস্ট কল-ব্লকার একটি সহজ এবং দ্রুত কাজ করার জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ। আপনি চাইলে সহজেই একটি নাম্বার ব্লাকলিস্টে রাখতে পারেন আপনার কন্টাক্ট লিস্ট থেকে। এখানে লাস্ট কল ব্লক করার অপশনও আছে। আপনি চাইলে নোটিফিকেশন অন রাখতে পারেন এবং লগইন অপশন আছে যার মাধ্যমে ব্লাকলিস্টের নাম্বার চেক করতে পারেন।
আমরা সবাই অবাঞ্ছিত কলের জন্য বিরক্ত হই এবং এর সমাধান খুঁজি। বর্তমান টেকনোলোজির যুগে কল ব্লক করা তেমন কিছুই না। আপনিও কি অবাঞ্ছিত কলের জন্য বিরক্ত কিংবা এর সমাধান খুঁজে বেড়াচ্ছেন? অনেক অপশন আছে আপনার জন্য, এখনি ডাউনলোড করে নিন যে কোন কল ব্লকার অ্যান্ড্রয়েড অ্যাপস্ আর ব্লক করে দিন যে কোন নাম্বার।
Leave a Reply