অধিকাংশ অ্যান্ড্রয়েড গেম খেলতে নেট কানেকশনের প্রয়োজন হয়। যারফলে, ওয়াইফাইয়ের আওতার বাইরে গেলেই আর গেমগুলো খেলা যায় না। কিন্তু অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে বেশ কিছু অফলাইন মোবাইল গেম রয়েছে যেগুলো আপনি যখন তখন যেখানে সেখানে খেলতে পারবেন। এর জন্য নেট কানেকশনের প্রয়োজন নেই, নেই মোবাইলের ডাটা শেষ হয়ে যাওয়ার ভয়।
অফিসে যাচ্ছেন কিংবা অফিস থেকে বাসায় ফিরছেন অথবা কোথাও বেড়াতে যাচ্ছেন কিংবা বেড়ানো শেষে ফিরে আসছেন, শর্ট কিংবা লং জার্নিটাকে আনন্দময় করে তুলতে আপনি নিশ্চয়ই মোবাইলে গেম খেলতে চাইবেন।
কিন্তু আপনার মোবাইলে যদি কোন অফলাইন গেম না থাকে, তবে পুরো জার্নিটাই মাটি হয়ে যাবে। বর্তমান কিংবা ভবিষ্যতের এই বিরক্তি থেকে মুক্তি পেতে ডাউনলোড করে কিছু অফলাইন গেম।
সেরা ৫টি অফলাইন মোবাইল গেম
ইন্টারনেট ছাড়া মোবাইলে গেম খেলার মজা পেতে ডাউনলোড করুন নিচের গেমগুলো আর উপভোগ করুন আপনার একান্ত সময়।
আরো দেখুন:
- হাই কোয়ালিটি ছবি ও ভিডিওর জন্য ৫টি অ্যান্ড্রয়েড ক্যামেরা অ্যাপ
- চেহারা পাল্টে মজা করুন ফেস সোয়্যাপ অ্যাপ দিয়ে
Swamp Attack
যুদ্ধ শুরু! কিছু ক্রেজি পশু আর জুম্বি আপনাকে অ্যাটাক করতে আসছে। আপনার ছোট্ট বাড়িটি ওদের হাত থেকে রক্ষা করতে হবে। তবে চিন্তার কিছু নেই, আপনার হাতে রয়েছে দারুণ একটি শট গান যা দিয়ে আপনি অনায়াসে পশুদের কাবু করতে পারবেন। এই গেমটি আপনি একা খেলতে পারবেন, আবার বন্ধুদের সঙ্গে মাল্টিপ্লেয়ার মুডেও খেলতে পারবেন।
Last Hope – Zombie Sniper 3D
এটি একটি জুম্বি শ্যুটার আর্কেড গেম যা অফলাইন মোবাইল গেম এর তালিকায় অন্যতম সেরা স্থান দখল করে আছে। জুম্বি মুভি দেখেছেন নিশ্চয়ই, জুম্বিদের হাত থেকে বাঁচার জন্য কী পরিমাণ যুদ্ধ করতে হয়! এটি ওই রকমই একটি গেম। আপনার চারপাশ ভরে আছে অসুস্থ জম্বিতে, আপনাকে এদের হাত থেকে বাঁচতে হবে এবং অন্যান্যদেরকেও বাঁচাতে হবে। সুতরাং, আপনার স্নিপার রাইফেলটি হাতে তুলে নিন আর মৃতপ্রায় এই জুম্বিদের হাত থেকে আপনার এলাকাটি রক্ষা করুন। মনে রাখবেন, আপনিই পুরো এলাকাটির শেষ ভরসা।
Badland
এটি একটি পুরস্কারপ্রাপ্ত পাজল গেম। গাছপালা আর ফুল পাখিতে ভরা মনোরম একটা বনের ভেতর কিছু মানুষের বসবাস যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আপনার কাজ তাদের সমস্যাগুলো খুঁজে বের করা আর সেগুলোর সুন্দর সমাধান দেয়া। খুব সাধারণ লাগছে, তাই না? আসলে এটি একটি অসাধারণ অ্যাডভেঞ্চার গেম। না খেললে বুঝতে পারবেন না। বিশ্বের ৫ কোটিরও বেশি অ্যান্ড্রয়েড ইউজারের মোবাইলে এই গেমটি রয়েছে, আপনার মোবাইলে না থাকলে মানায়!
Asphalt 8: Airborne
Asphalt 8 অন্যতম সেরা একটি কার রেসিং গেম। তবে এটি কোন সাধারণ রেসিং নয়, এটি আপনাকে দম বন্ধ করা রেসিং অভিজ্ঞতা দেবে। এটি একটি দারুণ অফলাইন গেম হলেও, এফিকে ফাইলটি বেশ ভারী হওয়ায় ডাউনলোড করতেই আপনার অনেক ডাটা খরচ হয়ে যাবে। সমস্যা কী, যখন আপনার মোবাইলে প্রচুর ডাটা থাকবে কিন্তু মেয়াদ থাকবে না, তখনই গেমটি ডাউনলোড করে নেবেন।
Doodle Army 2: Mini Militia
এটি একটি অফলাইন ওয়ার গেম। তবে চাইলে আপনি অনলাইনেও খেলতে পারেন। বিশেষ করে যদি আপনি পৃথিবী জুড়ে অন্যান্য প্লেয়ারদের সঙ্গে খেলতে চান, তাদেরকে চ্যালেঞ্জ দিতে চান। আর চ্যালেঞ্জে জিততে হলে আপনাকে একজান পাক্কা শ্যুটার হতে হবে।
mdminhazhossain says
অফলাইন মোবাইল গেমের উপর দারুণ একটি লেখা। যারা নেট সমস্যায় ভোগেন, বিশেষত যাদের ব্রডব্যান্ড লাইন নেই, মোবাইল অপারেটর থেকে কেনা ডাটার উপর নির্ভর করতে হয় যাদের, তাদের জন্যে অবশ্যই অফলাইন গেম প্রয়োজন। যদি অনলাইনে খেলতে হয় তো নিমিষেই তাদের নেট ডাটা শেষ হয়ে যাবে। আপনাকে তাই অসংখ্য ধন্যবাদ তাদের জন্যে এই ৫টি গেম আলাদা করে দেয়ার জন্যে।
টি আই অন্তর says
দারুণ একটি মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ, মিনহাজ ভাই। আপনার ওয়েবসাইটি ঘুরে দেখলাম। ২/১টা পোস্টের কিছু লাইন চেক করলাম, সব ইউনিক। কিন্তু এসইও কেন করছেন ডুপ্লিকেট লাইন দিয়ে? এ ধরণের এসইও কি আদৌ আপনার সাইটকে কোনও বেনিফিট দেবে? আমার মোটেই মনে হয় না। কারণ, ওয়েবসাইটের জন্যে যেমন ইউনিক কন্টেন্ট প্রয়োজন, তেমনই প্রয়োজন ইউনিক কন্টেন্ট দিয়ে এসইও করা। যাইহোক, আশা করি বুঝতে পেরেছেন, আপনার ইংরেজী লাইনগুলো কেন ফেলে দিলাম, আর বাংলা লিখে আপনার সাইটের লিংকসহ কমেন্ট অ্যাপ্রুব করলাম।