টেক ট্রেইনি অনলাইন ম্যাগাজিনের বাংলা ও ইংরেজী ভার্সণের অফিসিয়াল কার্য্যক্রমে কয়েকজন উদ্যমী, কর্মঠ ও কাজের চাপ নিতে সক্ষম লোক নিয়োগ দেয়া হবে। যোগ্যতা অনুযায়ী নিম্নে উল্লেখিত পদগুলোতে আবেদন করুন।
১. মডারেটর কাম আর্টিকেল রাইটার
কাজের ধরণ: টেক ট্রেইনি বাংলা একটি উন্মুক্ত প্লাটফর্ম যেখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখকরা সন্মানীর বিনিময়ে নিয়মিত লিখছেন। তাদের লেখাগুলোকে মডারেট করতে হবে এবং সেই সাথে নিজেকেও আর্টিকেল লিখতে হবে।
মডারেটর হিসেবে কাজ-
- নিয়ম মেনে লেখা হয়েছে কিনা সেটা যাচাই করা। না হলে, ঠিক করে নেয়া, প্রয়োজনে রাইটারের সঙ্গে যোগাযোগ করা।
- বানান ঠিক করা।
- ইমেজ ঠিক না থাকলে, ঠিক করে নেয়া।
- সংযোজন-বিয়োজন করে লেখাটিকে আরো মান-সন্মত করা।
- মাঝে মাঝে অন্যান্য লেখকদের টপিক ঠিক করে দেয়া।
রাইটার হিসেবে কাজ-
- প্রতিদিন কম পক্ষে ৫টি আর্টিকেল লেখা।
যোগ্যতা: ইংরেজী পড়ে বোঝা ও বাংলায় গুছিয়ে লেখার যোগ্যতা থাকলেই হবে, বাকীটা তৈরি করে নেয়া হবে। আর টেক ট্রেইনি বাংলায় নিয়মিত লিখছেন এ রকম আবেদনকারীকে নিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
২. ইংরেজী আর্টিকেল রাইটার কাম এসইও ওয়ার্কার
কাজের ধরণ: Tech Trainee একটি ইংরেজী ব্লগ ম্যাগাজিন যেখানে লিস্টিং টাইফের ইউনিক আর্টিকেল পোস্ট করা হয়। এ ওয়েবসাইটের জন্যে নিয়মিত আর্টিকেল লেখা এবং সেই সাথে সাইটের র্যাংক বাড়ানোর জন্যে এসইওর কাজ করতে হবে।
যোগ্যতা: ইংরেজী লেখায় দক্ষতা ও পারদর্শীতা থাকলেই হবে। কিভাবে লিখতে হবে কিংবা কিভাবে এসইও করতে হবে তা শিখিয়ে নেয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
৩. গ্রাফিক্স ডিজাইনার
কাজের ধরণ: Tech Trainee ম্যাগাজিনের ইংরেজী ভার্সণে Design Desk নামে একটি ক্যাটেগরি রয়েছে। এই ক্যাটেগরির জন্যে নিজ থেকে বিভিন্ন রকমের ডিজাইন করতে হবে যে ডিজাইনগুলো পাঠকদের জন্যে ফ্রিতে ডাউনলোডের অপশন থাকবে।
যোগ্যতা: ফটোশপ ও ইলাস্ট্রেটরে উচ্চ মানের দক্ষতা। ডিজাইন কনসেপ্ট ও আইডিয়ার ক্ষেত্রে সহযোগীতা করা হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা (সবার জন্য): দুপুরের লাঞ্চ ও বিকেলের নাস্তা
অফিসের ঠিকানা: বাড়ি-৫ (৩য় তলা), দত্তপাড়া, হাজ্বী মার্কেট, টঙ্গী, কলেজগেট।
আগ্রহীরা জুলাই মাসের ২১ তারিখের মধ্যে (admin@techtrainee.com) এ আবেদন পত্র ও বায়োডাটা পাঠিয়ে দিন। আবেদন পত্রে পদের নাম উল্লেখ করুন।
Shahed Jakir says
কাজ কি আপনাদের অফিসেই করতে হবে? আমার অফিসে বসে করলে হবে না? উত্তরা ১৩ নং সেক্টর।
টি আই অন্তর says
নিজের অফিস বা বাসায় বসে তো অনেকেই কাজ করছেন। লোক দরকার আমাদের অফিসের জন্যে, কাজেই কাজ করতে হবে আমাদের অফিসেই।
টি আই অন্তর says
আপনার একটি লেখা পেন্ডিং আছে, লেখাটি নিয়ে কথা বলতে চাই। আমাদের ফেসবুক পেজে আপনার মোবাইল নাম্বার দিন অথবা আমাদের কন্টাক্ট পেজের মাধ্যমে ইমেল করে দিন।
Shahed Jakir says
Sent on Contact Page,
Thanks,
Shahed Jakir
Shahed Jakir says
Article Edited