প্রপেশনাল ক্যামেরা বা মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার পর নানা কাজে ছবিগুলোকে এডিট করা, সাইজ ছোট-বড় করা কিংবা ফরমেট পরিবর্তণ করার প্রয়োজন পড়ে। এখানে ৬টি অনলাইন ফটো এডিটিং টুল নিয়ে আলোচনা করা হল যেগুলো দিয়ে আপনি অনায়াসে এ-সব প্রয়োজনীয় কাজ করতে পারবেন।
অনলাইন ফটো এডিটিং টুল
ছবির সাইজ বড় হলে, এটি একদিকে যেমন আপনার মোবাইল বা কম্পিউটারের স্পেস সংকট তৈরি করে, অন্যদিকে ভারী ফাইল হওয়ার কারণে কাউকে পাঠাতে সমস্যা হয়। তখন, ফাইল সাইজ ছোট করার জন্য ছবিগুলোকে এডিট করতে হয়। কিন্তু ম্যান্যুয়াল এডিটিং করতে গিয়ে প্রচুর সময় নষ্ট হয়ে যায়। আবার, আপনি যদি এডিটিং সফট্ওয়্যারগুলোর ব্যবহার না জানেন, তাহলে তো কাজই করতে পারবেন না।
এ জন্য বেশ কিছু অনলাইন এডিটিং টুল রয়েছে, যেগুলো দিয়ে খুব অল্প সময়ের মধ্যে প্রায় সব ধরণের এডিটিং করা যায়। তেমনই ৬টি টুলের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি।
আরো দেখুন:
Tiny PNG
নামের সাথে PNG শব্দটি জুড়ে থাকলেও এই অনলাইট টুলটি দিয়ে আপনি JPEG সহ সব ধরণের ফরম্যাটের ছবিই এডিট করতে পারবেন। PNG ফরম্যাটের ছবির রেজ্যুলেশন অত্যন্ত ভাল হওয়ায়, এটি সবার পছন্দ হলেও এই ফরম্যাটের ছবির সাইজ অনেক বড় হয়। যারফলে, এই ধরণের ছবিগুলো ওয়েবসাইটের লোড টাইম বাড়িয়ে দিয়ে ওয়েবসাইটকে স্লো করে ফেলে।
আপনার যদি কোন ওয়েবসাইট কিংবা ব্লগ থাকে আর সেটির জন্য আপনি ছবিগুলোকে অপটিমাইজ করতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে উপকারি অনলাইন ফটো এডিটিং টুল হবে Tiny PNG। এই টুলটি আপনার ছবির রেজ্যুলেশন সম্পূর্ণ ঠিক রেখে ফাইল সাইজ কমিয়ে দেবে।
এই টুল দিয়ে আপনি প্রতিবার এক সঙ্গে ২০টি ছবি রিসাইজ করতে পারবেন। তবে ৫ মেগাবাইটের বেশি সাইজের কোন ছবি রিসাইজের জন্য আপলোড করতে পারবেন না। আপলোড করার পর খুব অল্প সময়ের মধ্যে আপনার ছবিগুলো রিসাইজ হয়ে যাবে। আর আপনি চাইলে একটি একটি করে কিংবা এক সঙ্গে সবক’টিই ডাউনলোড করে নিতে পারবেন।
Compressor io
এই অনলাইন ফটো এডিটিং টুল অসাধারণভাবে আপনার ইমেজগুলোকে রিসাইজ করে দেবে। ইমেজ রিসাইজ বা কম্প্রেস করার দুই ধরণের সুবিধা রয়েছে। একটা হচ্ছে ছবির রেজ্যুলেশন না কমিয়ে ফাইল সাইজ সর্বনম্ন করে দেয়া। আর অন্যটি হচ্ছে কালারসহ ছবির অন্যান্য ইলিমেন্ট কমিয়ে ফাইল সাইজ ছোট করা। প্রথমটি GIF আর SVG সহ সব ধরণের ফরম্যাট সাপোর্ট করলেও দ্বিতীয়টি শুধুমাত্র PNG আর JPEG সাপোর্ট করে।
Copress PNG
এই টুলটিও ছবি এডিট, রিসাইজ ও অপটিমাইজ করার জন্য দারুণ। আপনার ছবিগুলো যে ফরম্যাটেই থাকুক না কেন, এই টুলটি দিয়ে আপনি সেগুলোর সর্বোচ্চ সাইজ কমিয়ে আনতে পারবেন এবং এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে সেভ করতে পারবেন।
Kraken io
এটিও একটি অসাধারণ অনলাইন ফটো এডিটিং টুল যা ফটোর যে কোন ফরম্যাটই সাপোর্ট করে থাকে। এমনকি, এটি দিয়ে আপনি আপনার চাওয়া অনুযায়ী ফটোগুলোর সাইজ করে নিতে পারবেন। এছাড়া, রিসাইজ করার জন্য আপনি যত খুশি তত ছবি এক সঙ্গে আপলোড করতে পারবেন। তবে কোন ছবিই ১ মেগাবাইটের বেশি হতে পারবে না।
Image Optimizer
দ্রুত এবং সম্পূর্ণ সক্ষমতা পর্যন্ত ছবি রিসাইজ করার জন্য এটিও একটি ভাল ফটো এডিটিং টুল। তবে, এই টুলটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এটি আপনি অনলাইন এবং অফলাইন দুটোতেই ইউজ করতে পারবেন।
JPEGmini
ওয়েবসাইটের মালিকদের মধ্যে অনেকেরই পছন্দের টুল এটি। কারণ, এই অনলাইন ফটো এডিটিং টুল একই ছবিকে সর্বোচ্চ ৫বার পর্যন্ত রিসাইজ করার সুযোগ দেয়। এমনকি, একটা ছবির ৮০ভাগ পর্যন্ত সাইজ কমাতে সক্ষম এটি।
আপনার প্রয়োজনীয় ফটোগুলোকে রিসাইজ, এডিট, ফরমেট পরিবর্তণ করাসহ নানা কাজে প্রায়ই অনলাইন ফটো এডিটিং টুল এর দরকার হবে। তাই, এ লিস্টটিকে আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন কিংবা অন্য কোথাও সেভ করে রাখুন কিংবা আপনার ফেসবুক প্রোপাইলে শেয়ার করে আজীবনের জন্য সংরক্ষণ করে রাখুন।
Leave a Reply