পৃথিবী জুড়ে দিন দিনই বড় হচ্ছে আইটি সেক্টর, আর বাড়ছে অনলাইন আইটি কোর্স এর চাহিদা, পিছিয়ে নেই আমাদের দেশও। এ সেক্টরের চাকরিতে একদিকে যেমন রয়েছে সামাজিক সন্মান, অন্যদিকে সন্মাজনক স্যালারি। আইটিতে দক্ষতা অর্জণের জন্য প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে অনেক সাবজেক্ট রয়েছে।
কিন্তু আমরা ক’জনই বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া-শুনার ক্ষমতা রাখি! সাধ্য নেই বলে কী আমাদের স্বপ্নগুলো হাওয়ায় মিলিয়ে যাবে আর আমরা পিছিয়ে থাকবো চাকরির বাজারে! নিশ্চয়ই না, আমরা যারা জেনারেল লাইনে পড়া-শুনা করেছি বা করছি, তাদের জন্য রয়েছে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন কোর্সে ফ্রিতে অনলাইনে নানা রকম আইটি কোর্স করার ব্যবস্থা।
এ সব ওয়েবসাইটে লক্ষ লক্ষ মানুষ ইনফরমেশন টেকনোলোজির উপর বিভিন্ন কোর্সে অংশ নিয়ে নিজেকে দক্ষ করে তুলছে। এ ধরণের কোর্সের বেশিরভাগই ফ্রি। যেমন, সেরা ৩টি ফ্রি অনলাইন এসইও কোর্স করে অনেকেই আপওয়ার্কে কাজ করছেন এবং খুব ভাল মানের আর্থিক সন্মানী পাচ্ছেন।
আপনার যদি আইটি সেক্টরে আগ্রহ থাকে আর যদি থাকে শেখার মত যথেষ্ট্য ধৈর্য্য, তাহলে আপনার পছন্দের সাথে মিলে যায় এমন যে কোন ওয়েবসাইটে অনলাইনেই আইটি ডিগ্রি নিতে পারেন।
অনলাইন আইটি কোর্স
এখানে ৩টি সেরা ওয়েবসাইটের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলোতে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, সফট্ওয়্যার এবং গেম ডেভেলপমেন্টসহ আরো অনেক কিছু শিখতে পারবেন।
১. W3schools – ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট কোর্স
যারা ওয়েব ডিজাইন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাদের জন্য এর থেকে উত্তম ওয়েবসাইট আর একটিও নেই। অবশ্য চাইলে আপনি ওয়েব ডিজাইন শেখার জন্য সেরা ৯টি ফ্রি ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। তবে, বিশ্বজুড়ে ৪৫ মিলিয়নেরও বেশি মানুষ এই ওয়েবসাইটটি ব্যবহার করছে। এখানে প্রাইমারি লেভেল থেকে শুরু করে উচ্চতর লেভেল পর্যন্ত অসংখ্য টিউটোরিয়াল রয়েছে।
বেসিক এইচটিএমল শেখার জন্য ৩০টি ছোট ছোট টিউটোরিয়াল, এইচটিএমএল দিয়ে ওয়েবসাইটে ফর্ম তৈরি শেখার জন্য ৪টি টিউটোরিয়াল, এইচটিএমল গ্রাফিক্স শেখার জন্য ৩টি টিউটোরিয়াল রয়েছে। এছাড়া, এইচটিএমল সেকশনে আরো রয়েছে ওয়েব পেইজে অডিও-ভিডিও যুক্ত করার জন্য ৫টি টিউটোরিয়াল।
সিএসএস সেকশনের টিউটোরিয়ালগুলো আপনাকে দারুণ আনন্দ দেবে। কারণ, এখানকার টিউটোরিয়ালগুলোই আপনাকে শেখাবে কিভাবে ওয়েব পেইজ ডিজাইন করতে হয়। ৫ ভাগে মোট ৭৫টি টিউটোরিয়াল পাবেন এখানে যা আপনাকে সিএসএস ডিজাইনে পারদর্শী করে তুলবে।
আপনি জানেন, একটা ওয়েবসাইটের ডিজাইন যতই সুন্দর হোক না কেন, জাবস্ক্রিপ্ট ছাড়া এর ফাংশনালিটি কাজ করবে না। জাবাস্ক্রিপ্টের যে ১১৫টি টিউটোরিয়াল রয়েছে, সেগুলো ভাল করে প্র্যাকটিস করলেই আপনি দক্ষ হয়ে উঠবেন একটা ওয়েবসাইটের ফাংশনালিটি প্রস্তুত করার জন্য।
যদিও, একজন পাক্কা ওয়েব ডিজাইনার হওয়ার জন্য এ তিনটি বিভাগই আপনার জন্য যথেষ্ট্য, তবু এখানে মাইএসকিউএল, পিএইচপি, বুটস্ট্রাপ, জেকুয়েরি এবং অ্যাঙ্গুলারের উপরও সহজবোধ্য অনেক টিউটিরায়ল রয়েছে।
২. Developer.Android.Com – অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স
আপনার অ্যান্ড্রয়েড ফোনটি চেক করে দেখেন, তাতে অনেক অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি বিভিন্ন ধরণের কাজ সেরে থাকেন। কখনো কি ভেবেছেন কোন অ্যাপটি কার তৈরি!
প্রত্যেকটি অ্যাপের পেছনে কোন একজন ব্যক্তি কিংবা একটা প্রতিষ্ঠানের নিরলস শ্রম রয়েছে। আর সেই শ্রমের মর্যাদাও তারা পাচ্ছেন। কারণ, সারা পৃথিবী জুড়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের মধ্যে আপনার আমার মত অনেকেই তাদের অ্যাপটি ব্যবহার করছেন। কেমন হয় যদি আপনার তৈরি করা কোন অ্যাপ অন্যরা ব্যবহার করে!
স্বপ্নের মত লাগছে? এই স্বপ্নই একদিন সত্যি হয়ে যেতে পারে যদি আপনি স্বপ্ন দেখার সাহস রাখেন আর সেই স্বপ্ন বাস্তবায়নে উঠে পড়ে লাগেন। আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগীতা করার জন্য একটি দারুণ ওয়েবসাইট রয়েছে যার নাম ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড।
ফ্রিতে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শেখার যতগুলো ওয়েবসাইট রয়েছে তার মাঝে এটিই প্রথম, আপ-টু-ডেট এবং সেরা ওয়েবসাইট। অ্যান্ড্রয়েড রিলেটেড যত রিসোর্স দরকার তার সবই আছে এই ওয়েবসাইটে। আর শেখার জন্য যতগুলো টিউটোরিয়াল রয়েছে, তার প্রত্যেকটির সঙ্গেই অনলাইনে এক্সারসাইজ বা প্র্যাকটিস করার প্রয়োজনীয় রিসোর্স দেয়া রয়েছে। সুতরাং, আপনি যদি নিয়মিত এই এক্সারসাইজগুলো করতে থাকেন, অ্যান্ড্রয়েড অ্যাপ বানানো আপনার জন্য কোন ব্যাপারই না।
Alison – গেম ডেভেলপমেন্ট কোর্স
মোবাইলে কিংবা কম্পিউটারে আপনি প্রায়ই গেম খেলে থাকেন। কখনো ভেবেছেন কি চাইলে আপনি নিজেও এ ধরণের গেম ডেভেলপ করতে পারেন! আর আপনার মত অন্যরাও তাদের মোবাইলে কিংবা কম্পিউটারে খেলতে পারে আপনার তৈরি করা গেম! এটা মোটেই অসম্ভবের কিছু নয়, যদি এই ওয়েবসাইটটি আপনার সাথে থাকে।
এই ওয়েবসাইটে বহু ধরণের অনলাইন আইটি কোর্স রয়েছে। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় কোর্স হচ্ছে গেম ডেবেলপমেন্ট। এইচটিএমল ৫ দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইল, ওয়েব ব্রাউজার সহ আরো নানা রকম প্লাটফর্মের জন্য গেম তৈরি করার উপর অসংখ্য টিউটোরিয়াল রয়েছে Alison এ।
এখানে গেম ডেভেলপমেন্টের সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম, Apache Cordova এবং Enchant.js গেম ইঞ্জিনের সঙ্গে পরিচিত হবেন। এদের ব্যবহার শিখবেন। কিভাবে একটা গেমের প্লেয়ার ক্যারেক্টার তৈরি করতে হয়, অন্যান্য ক্যারেক্টারদের সঙ্গে কিভাবে ম্যাচ করাতে হয় এবং যুদ্ধে নামাতে তার সবকিছুই আপনি শিখতে পারবেন এই ওয়েবসাইটে।
গেম ডেভেলপমেন্টের এই ডিপ্লোমা কোর্সটি করতে হলে আপনাকে Alison এ সাইন আপ করতে হবে মানে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার নাম আর ব্যক্তিগত ইমেল ব্যবহার করেই সাইন আপ করতে পারবেন। এমন কি, আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়েও এখানে সাইন আপ করা যায়।
আইটি সেক্টরে কিছু না কিছু দক্ষতা ছাড়া বর্তমান সময়ে চাকরি পাওয়াটা অনেকাংশেই কঠিন হয়ে পড়েছে। সুতরাং, চাকরির বাজারে নিজেকে পুরোপুরি যোগ্য করে তুলতে এখানকার যে কোন একটি অনলাইন আইটি কোর্স করে নিন। আপনি যদি পড়া-শুনার পাঠ চুকিয়ে থাকেন আর বর্তমানে বেকার হয়ে থাকেন, তাহলে পুরো সময় লাগিয়ে দিন প্র্যাকটিসে। আর যদি এখনো আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তবে পড়া-শুনার পাশাপাশি যে কোন একটি কোর্সে অবসর সময়টা কাজে লাগিয়ে দিন।
আপনার যদি কিছু সম-মনা বন্ধু-বান্ধব থাকে, তাহলে তাদেরকে নিয়ে এক সঙ্গে শুরু করুন। এতে আপনার অনেক উপকার হতে পারে। যেমন, কোন একটা টার্ম আপনি ধরতে পারছেন না, কিন্তু আপনার বন্ধু ঠিকই ধরে ফেলেছে, সেক্ষেত্রে তার কাছ থেকে বুঝে নিতে পারবেন। সুতরাং, আপনার বন্ধুদেরকে জানানোর জন্য এই লেখাটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন, এতে আরেকটা লাভ হবে যে ভবিষ্যতে আপনি লেখাটি খুব সহজে খুঁজে পাবেন।
আব্দুল জব্বার says
আমি মোটামুটি ্ওয়েব ডেভেলমেন্ট ্ওয়েব ডিজাইন শিখে ফেলেছি সেখানে w3school শিখেছি bootstrap সহ আরো কিছু। যা দিয়ে একটি থিম ডেভেপমেন্ট করে অনলাইনে এনেছি। চিন্তা করছি আমার সাইটের জন্য অ্যাপ তৈরি করবো নিজেই সোর্স খুজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আপনার পোষ্ট থেকে Developer.Android.Com সাইট সম্পর্কে জেনে দেখলাম এবং মনে হলো আমি যা খুজছিলাম তা পেয়ে গেছি এখন শুধু লেগে থাকা। অনেক অনেক ধন্যবাদ সোর্সিংটা করে দেয়ার জন্য।