আমরা অনেকেই জানি বিভিন্ন ডিজাইন করতে, বিশেষ করে গার্মেন্টস্ প্রোডাক্টস্ এবং আর্কিটেকচারাল ডিজাইনের জন্যে অটো ক্যাড জানা খুব দরকার। কিন্তু প্রচলিত ভুল ধারনার কারনে অনেকেই অটোক্যাড শিখতে পারে না। অথচ আপনি চাইলেই অটো ক্যাড শেখার ওয়েবসাইট থেকে অটোক্যাড শিখতে পারবেন, তাও আবার ফ্রিতে।
আজকে এমন ১০টি ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই ফ্রিতে অটোক্যাড শিখতে পারবেন।
অটো ক্যাড শেখার ওয়েবসাইট
অটো ক্যাড শেখার জন্যে এখানে যে ওয়েবসাইটগুলোর আপনার পরিচয় করিয়ে দিচ্ছি সেগুলো অনলাইন দুনিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয়। এখানকার প্রত্যেকটি ওয়েবসাইটেই শত শত টিউটোরিয়াল এবং প্রচুর রিসোর্স রয়েছে যেগুলো অটো ক্যাড শেখার ক্ষেত্রে আপনাকে ভীষণ সাহায্য করবে।
আসুন, অটো ক্যাড শেখার ওয়েবসাইটগুলোর সঙ্গে পরিচিত হওয়া যাক।
myCADsite
এই সাইটটি নতুন এবং অভিজ্ঞ ইউজারসহ সবাইকেই ফ্রিতে অটোক্যাড করার সুযোগ দিচ্ছে। এখানে অটো ক্যাড লার্নারদের জন্যে প্রচুর টিউটোরিয়াল আছে আর সেগুলো এমনভাবে সাজানো হয়েছে যে একজন সাধারণ মানুষও খুব সহজে বুঝতে পারবে।
আর এই টিউটোরিয়ালগুলো ৩টি ক্যাটেগরিতে বিদ্যমান, সেগুলো হল-
- বিগিনার লেভেল অটোক্যাড
- ইমিডিয়েট লেভেল অটোক্যাড
- থ্রি ডি টপিকস আর অ্যাডভান্সড্ লেভেলের অটোক্যাড
প্রতিটি ক্যাটেগরিতে অসংখ্য টিউটোরিয়াল রয়েছে আর প্রত্যেকটি লেসনের শেষে কুইজের মাধ্যমে পরীক্ষা নেয়ার ব্যাবস্থা আছে।
CADTutor
এই সাইটে ফ্রি টিউটোরিয়াল আর অটোক্যাডের জন্য অসংখ্য আর্টিকেল আছে যেগুলার মাধ্যমে খুব সহজে অটোক্যাড শিখা যাবে। টিউটোরিয়ালের ক্যাটেগরির মধ্যে রয়েছে-
- অটো ক্যাড পরিচিতি
- বেসিক ও বিঅন্ড বেসিক অটো ক্যাড
- অটো ক্যাড টেকনিকস্
- থ্রিডি অটো ক্যাড
- মডেলিং এন্ড রেন্ডারিং ইত্যাদি।
এছাড়াও অটোক্যাডের জন্যে প্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার এখানে পাওয়া যাবে যা দিয়ে আপনি খুব সহজে অটোক্যাড করতে পারবেন। সাথে পরীক্ষার ব্যাবস্থা আছে।
Tutorial 45
অটোক্যাড শেখার ওয়েবসাইটের তালিকায় একটি দারুণ সাইট। এই সাইটটি শুধুমাত্র ফ্রিতেই অটোক্যাড অফার করছে না বরং আপনাকে দিচ্ছে এক্সারসাইজসহ আপনার যা যা প্রযোজন তার সবকিছুই।
Ellen Finkelstein’s
এই ওয়েবসাইটি অটোক্যাড টিপস, টেকনিকস আর টিউটোরিয়ালের জন্য অনেক জনপ্রিয় একটি সাইট। কারণ সাইটটির রয়েছে অনেক বড় রিসোর্স।
রয়েছে ড্রইং, থ্রিডি প্লটিং এন্ড প্রেসেন্টেশনসহ আরোও অনেক ক্যাটাগরি। ফলে খুব সহজে এই সাইট থেকে যে কেউ শিখতে পারবেন অটোক্যাড।
Computer Aided Design Guide
এই ওয়েবসাইটে আপনি পাবেন সব রকমের ক্যাড ভিত্তিক আর্টকেল। অটোক্যাড নিয়ে আর্টিকেলে বুকমার্ক করে রাখার সুযোগও এখানে আছে। অটো ক্যাডের উপর নানা রকম টিউটোরিয়াল খুব সুন্দরভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে দেয়া আছে।
The CAD Setter Out
The CAD Setter Out ওয়েবসাইটে অটোক্যাড নিয়ে খুব সুন্দরভাবে ক্যাটাগরি ভিত্তিক আর্টিকেল আছে। এতে করে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারবেন অটো ক্যাডের বেসিক থেকে অ্যাডভান্সড্ লেবেল পর্যন্তে।
এখানে অটোক্যাড কীভাবে বানাবেন থেকে শুরু করে এডিটসহ কাস্টমাইজ অটোক্যাড পর্যন্ত সব কিছুর উপর বিস্তারিত আলোচনা রয়েছে।
Draftsperson.net
ফ্রিতে অটোক্যাড টিউটোরিয়ালের জন্য এই সাইটটি খুব ভাল একটি সাইট। এখানেও অন্য সব সাইটের মতো ক্যাটাগরি অনুযায়ী ট্রিকসহ বিভিন্ন বিষয়ে গবেষনামূলক আর্টিকেল দেয়া আছে। আর সাথে টিউটোরিয়াল নিয়ে অনেক আর্টিকেল আছে। যে কেউ চাইলে নিখুঁতভাবে অটোক্যাড শিখতে পারবেন এই সাইট থেকে।
CadOasis
মূলত অটোক্যাডকে ইউজারদের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য এই সাইটটি ডিজাইন করা হয়েছে। যদি আপনি অটোক্যাডের বেসিক বিষয়সমূহ শিখতে চান, তাহলে এই ওয়েবসাইটটি খুব কাজের একটি সাইট। বেসিক থেকে শুরু করে সবকিছু শিখা যাবে একেবারে হাতে-কলমে শিখার মতোই।
Lynn Allen’s blog
এই সাইটটি শুধুমাত্র অটো ক্যাড শিখার জন্য নয়, অটো ক্যাড নিয়ে নিত্যনতুন নিউজের জন্যেও খুব জনপ্রিয় একটি সাইট। এই সাইটে ক্যাড নিয়ে সাম্প্রতিক সব খবরাখবর ইভেন্টসহ যাবতীয় শিল্পের সকল খবর আপডেট করা থাকে।
আপনি চাইলে সব টিউটোরিয়াল পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এ ওয়েবসাইট থেকে। ফলে আপনি অফলাইনেই পড়ে শিখতে পারবেন অটো ক্যাড।
Being Civil
অটোক্যাড নিয়ে অন্যসকল সাইটের মতো এই সাইটিও অনেক ফ্রি টিউটোরিয়াল অফার করে থাকে। আপনি চাইলে এই সাইটেও অনায়াসে অটো ক্যাড শিখতে পারবেন।
অটো ক্যাড শেখার ওয়েবসাইট নিয়ে আশা করি এই লেখাটি আপনার উপকারে আসবে। অটো ক্যাড হতে পারে অসাধারণ একটি পেশা। খোঁজ নিলে জানতে পারবেন একজন অটো ক্যাড ডিজাইনারের বেতন আমাদের দেশেই লাখের উপরে। অটো ক্যাড শেখা থাকলে আউটসোর্সিং করেও আয় করা যাবে উল্লেখযোগ্য পরিমাণে। সুতরাং, আপনার বন্ধু-বান্ধবসহ সকলকে অটো ক্যাড শেখায় উৎসাহিত করতে এই লেখাটি ফেসবুকে শেয়ার করে দিন।
Leave a Reply