স্মার্টফোন ইউজারদের মধ্যে শাওমির Redmi 9 সিরিজের সঙ্গে সকলেরই পরিচয় আছে। অধিকাংশ ইউজারই এই সিরিজের কোন না কোনও স্মার্টফোন ব্যবহার করেছেন। যারা এখনো রেডমি নাইন সিরিজের কোনও স্মার্টফোন ব্যবহার করেননি, তাদের অবশ্যই বলবো অন্তত একটি ফোন ট্রাই করে দেখুন।
কারণ, এই সিরিজের ফোন যারাই ইউজ করেছেন, তারা আর অন্য ফোনে যেতে চাননি। বিশ্ব জুড়ে বহু ব্যবহারকারীর প্রিয় ফোনের তালিকায় রয়েছে Redmi 9 সিরিজের ফোন। আর শাওমি কোম্পানী স্মার্টফোন থেকে যত ব্যবসা করেছে, তার মাঝে সবচেয়ে বেশি আয় এসেছে এই সিরিজ থেকে।
আগের সিরিজ ও সিরিজহীন একক ফোনগুলো থেকেও শাওমি হিউজ ব্যবসা করেছে। আবার, ক্রেতাদের জন্যে সেগুলো সাধ্যের ভেতরেই ছিল। যারা আগে সাধ্যের মাঝে শাওমির সেরা ৫টি স্মার্টফোন থেকে যে কোনটি ব্যবহার করেছেন, তারা এখন একটু বাজেট বাড়িয়ে সিরিজ ফোনের কথা ভাবতে পারেন।
আর শাওমির সিরিজ ফোনের মধ্যে সেরা হলো রেডমি নাইন। আসুন, Redmi 9 সিরিজের সবগুলো স্মার্টফোনের দাম ও শর্ট ফিচার সম্পর্কে জানা যাক।
Redmi 9
- প্রসেসর: অক্টাকোর, ২.০ গিগাহার্টস্
- র্যাম: ৩ জিবি/ ৪ জিবি
- স্টোরেজ: ৩২ জিবি/ ৬৪ জিবি
- দাম: ১৩৯৯৯ (৩/৩২ জিবি) ও ১৪৯৯৯ (৪/৬৪ জিবি)
Redmi 9 বাংলাদেশী ইউজারদের জন্যে একটি ভেল্যু ফর মানি টাইপের বাজেট ফোন যা অরা এজ ডিজাইনের জন্যে দারুণভাবে জনপ্রিয়। স্মার্টফোনটিতে টেক্সচারযুক্ত রিয়ার প্যানেল এবং পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Redmi 9 এর ডিসপ্লে ৬.৫৩ ইঞ্চি যা দেখতে বেশ স্মার্ট। ৪ জিবি র্যাম আর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে মিডিয়াটেক হিলিও G35 চিপসেটের এই ফোনটি যে কারো নজর কাড়তে বাধ্য।
রেডমি 9 একটি ১৩ এমপি এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং একটি ৫ এমপি সেলফি ক্যামেরা দিয়ে সজ্জিত। স্মার্টফোনটি ৫ হাজার এমএএইচ ব্যাটারি প্যাক করে এবং ১০ ডাব্লু চার্জিং সমর্থন করে।
Redmi 9i
- প্রসেসর: অক্টাকোর, ২.০ গিগাহার্টস্, কর্টেক্স A-53
- র্যাম: ৪ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি।
- দাম: ৯০০০ থেকে ১১০০০ টাকা।
মিডিয়াটেক হিলিও চিপসেট জি-২৫ আর ৬.৫৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই ফোনটির বেসিক স্পেসিকেশন বেশ ভাল। মিনিমাম ৪ জিবি র্যামের সাথে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ Redmi 9i কে আরো আকর্ষণীয় করে তুলেছে।
Redmi 9i এর ১৩ এমপি রিয়ার ক্যামেরা আর সেই সাথে ৫ এমপি ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছবি ও সেলফি তোলার জন্যে দারুণ। একই সাথে, এই ক্যামেরা আপনাকে হাই রেজ্যুলেশনের ভিডিও করতেও সাহায্য করবে। উল্লেখ্য, রিয়ার ক্যামেরা সেট-আপে অটো ফোকাস সুবিধা রয়েছে।
Redmi 9i এর ব্যাটারি ব্যাকআপ বেশ ভাল। ৫০০০ এমএইচ এর ব্যাটারি আর 10W চার্জিং আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে।
Redmi 9A
- প্রসেসর: অক্টাকোর, ২.০
- র্যাম: ২ জিবি।
- স্টোরেজ: ৩২ জিবি।
- দাম: ৯৯৯৯ টাকা।
উপরের শর্ট স্পেসিফিকেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, Redmi 9A শাওমির এন্ট্রি লেভেলের ফোন। ডিজাইনের দিক থেকে এটি প্রায় Redmi 9i এর কাছাকাছি। এমনকি, এই স্মার্টফোনের ডিসপ্লেটাও একই, ৬.৫৩ ইঞ্চি এবং এটিও এইচডি।
ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সিলিরোমিটার, জাইরো এবং প্রক্সিমিটি সেন্সর নিয়ে সাধারণ পারফরমেন্সের এই ফোনটি শুরুর দিকে গ্রাহকদের নজর কাড়লেও এখন এটির আর তেমন একটা মার্কেট ভেল্যু নেই। কারণ, শাওমির Redmi 9 সিরিজের অন্যান্য ফোন আসার পর এটি অনেকটাই ক্রেতাদের মনোযোগ হারিয়েছে।
Redmi 9 Prime
- প্রসেসর: অক্টাকোর, ২.২০
- র্যাম: ৪ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি ।
- দাম: ১৩০০০ টাকা।
এই সেগমেন্টে আপনি যত ফোন দেখছেন, তার মাঝে ডিসপ্লের দিক থেকে এটি ব্যতিক্রম। এফএইচডি+ রেজ্যুলেশনসহ ৬.৫৩ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G80 চিপসেট। র্যাম আর বিল্ট-ইন স্টোরেজ তো উপরের শর্ট স্পেসিফিকেশনে দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন এই দুটি দিক বিবেচনায় এই ফোনটি অন্যান্য ফোনের চেয়ে বেশ ভাল।
Redmi 9 Prime ট্রিপল কার্ড শ্লট সাপোর্ট করে। আর সেই সাথে, এটিতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা। শাওমির এই জনপ্রিয় সিরিজ ফোনটিতে রয়েছে কোয়াড কোর ক্যামেরা সিস্টেম যাতে যুক্ত আছে ১৩ এমপি প্রাইমারি ক্যামেরা, ৮ এমপি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫ এমপি ম্যাক্রো লেন্স। আর সেই সাথে ২ এমপির একটি ডেপথ্ সেন্সরও রয়েছে। 18W ফাস্ট চার্জিং সুবিধাসহ Redmi 9 Prime এ রয়েছে ৫০২০ এমএএইচ ব্যাটারি।
Redmi 9 Power
- প্রসেসর: Octa-core (4×2.0 GHz)
- র্যাম: ৪ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি ।
- দাম: ১৪০০০ টাকা।
রেডমি নাইন সিরিজের লেটেস্ট ফোন এটি যার ডিসপ্লে এই সিরিজের আরো দুটি স্মার্টফোনের মতো একই। ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে নিয়ে আসলেও Redmi 9 Power এ রয়েছে ওয়াটার ড্রপ নচ যা নতুনত্ব এনেছে অন্য ফোনের তুলনায়। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ চিপসেটের এই স্মার্টফোনটির র্যাম ও রোমের মাত্রা আকর্ষণীয় যা আপনি উপরের সংক্ষিপ্ত স্পেসিফিকেশনে দেখতে পাচ্ছেন।
৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের কোয়াড ক্যামেরা সিস্টেম ফোনটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। একই সাথে, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর ২ মেগাপিক্সেলের ডেপথ্ সেন্সর ও ম্যাক্রো লেন্স ছবি তোলা ও ভিডিও করার অভিজ্ঞতাকেই পাল্টে দেবে। ক্যামেরার সাথে সাথে দ্রুত চার্জিং সুবিধা আর ৬ হাজার মিলিঅ্যাম্পায়ার ব্যাটারিই এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ বলে জানিয়েছেন ইউজাররা।
Redmi Note 9
- প্রসেসর: অক্টাকোর, ২.০ গিগাহার্টস্
- র্যাম: ৩ জিবি/ ৪ জিবি/ ৬ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি ।
- দাম: ১৭৯৯৯ টাকা (৩/৬৪ জিবি), ১৮৯৯৯ টাকা (৪/৬৪ জিবি), ১৯৯৯৯ টাকা (৪/১২৮ জিবি), এবং ২১৯৯৯ টাকা (৬/১২৮ জিবি)।
Redmi Note 9 ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর র্যাম ও রোমের ভ্যারিয়্যান্ট। এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ভিন্নতার কারণে ইউজাররা তাদের পছন্দ মতো অপশন বেছে নিতে পারছে যেখানে দামেরও তারতম্য থাকছে।
ডিসপ্লে সাইজের ক্ষেত্রে অন্যান্য ফোনের সাথে কোন তারতম্য রাখা হয় নাই। এটিও ৬.৫৩ ইঞ্চির ফোন। তবে, এফএইচডি আর ডট ডিসপ্লে এটিকে ব্যতিক্রম বানিয়েছে সিরিজের অন্যান্য স্মার্টফোনের চেয়ে। আর গোরিলা গ্লাস ৫ প্রটেকশনও Redmi Note 9 এর ক্ষেত্রে ব্যতিক্রমী সংযোজন।
গেমিং সেনট্রিক চিপসেট সম্পন্ন মিডিয়াটেক হিলিও G85 এর এই ফোনটির প্রাইমারি ক্যামেরা ৪৮ মিলি অ্যাম্পিয়ার। ওয়াইড অ্যাঙ্গেল ও ম্যাক্রো লেন্স আর ডেপথ্ সেন্সরের দিক থেকে যথাক্রমে ৮, ২ ও ২ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সিস্টেম Redmi Note 9 কে নাইস বানিয়েছে। আর ব্যাটারির বিষয়টিও বেশ করে বিবেচনার দাবী রাখে। ২২.২ ডব্লিউ ফাস্ট চার্জিং আর ৫ হাজার ২০ এমএএইচ।
Redmi Note 9 Pro
- প্রসেসর: অক্টাকোর কোয়ালকম ২.২৩ গিগাহার্টস্
- র্যাম: ৬ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি ।
- দাম: ২৫৯৯৯ টাকা (৬/৬৪ জিবি, এবং ২৭৯৯৯ টাকা (৬/১২৮ জিবি)।
Redmi Note 9 Pro Max
- প্রসেসর: অক্টাকোর কোয়ালকম ২.২৩ গিগাহার্টস্
- র্যাম: ৬ জিবি ও ৮ জিবি।
- স্টোরেজ: ৬৪ জিবি/ ১২৮ জিবি ।
- দাম: ২৩৫০০ টাকা (৬/৬৪ জিবি, ২৫৫০০ (৬/১২৮ জিবি) এবং ২৮৯৯৯ টাকা (৮/১২৮ জিবি)।
শাওমি কোম্পানী এ যাবৎ যতগুলো সিরিজ ফোন বের করেছে, সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে নাইন সিরিজের ফোনগুলো। যদিও আগে প্রকাশিত শাওমির ৮ জিবি র্যামের স্মার্টফোন জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে ছিল, তবু সিরিজ ফোন হিসেবে Redmi 9 অপ্রতিবন্ধী।
Abdul gofur Khan says
আপনার পোস্টগুলো, বিশেষ করে স্মার্টফোন রিভিউগুলো আমার অনেক ভাল লাগে।