গ্রাফিক্স ডিজাইনার, বিশেষ করে যারা ফটোশপে কাজ করেন, তাদের সবার কাছে PSD ফাইল ফরমেট অত্যন্ত পরিচিত। সাধারণ কম্পিউটার ইউজাররাও এই ফাইল ফরমেটটি সম্পর্কে সম্যক অবগত আছেন। এর পরও কেউ কেউ থাকতে পারেন, যাদের PSD ফাইল সম্পর্কে আরো বিস্তারিত জানা প্রয়োজন। তাদের জন্যেই আমাদের হৈচৈ বাংলার নলেজ ব্যাংক বিভাগের আজকের পোস্ট।
PSD এর পুরো মানে কি?
- PS – Photoshop
- D – Document
ফটোশপ এর Photo থেকে P আর shop থেকে S নিয়ে PS আর document থেকে D নিয়ে PSD এর ফুল ফর্ম গঠন করা হয়েছে। সুতরাং, PSD এর পুরো মানে দাঁড়াচ্ছে Photoshop Document।
PSD ফাইল ফরমেট কি?
PSD ফাইল হচ্ছে ফটোশপে ব্যবহৃত একটি লেয়ার্ড ইমেজ ফাইল। এটি ফটোশপের ডিফল্ট ফরমেট যা মূলত ফটোশপে ডাটা সেভিং এর জন্যে ব্যবহৃত হয়। PSD ফাইল এর আরেকটি তাত্ত্বিক নাম হচ্ছে প্রোপ্রাইয়েটার ফাইল যা একজন ব্যবহারকারীকে যে কোনও ইমেজের ইনডিভিজ্যুয়াল লেয়ার নিয়ে কাজ করার সুবিধা দিয়ে থাকে। এমনকি, ফাইলটি সেভ করার পরও ফটোশপ ইউজার এই সুবিধা পেয়ে থাকেন।
ফটোশপে যে কোনও ইমেজ নিয়ে কাজ করার পর PSD ফাইল ইউজারকে ফ্ল্যাটেন করার সুবিধা দেয়। এমনকি, ইমেজটিকে JPG, JPEG, TIFF, GIF ফাইল ফরমেট এবং নন প্রোপ্রাইয়েটার ফাইল ফরমেটে সেভ ও শেয়ার করার সুবিধা দেয়।
তবে, একবার যদি উপরোক্ত ফরমেটগুলোর যে-কোনটিতে সেভ করে ফেলা হয়, তবে সেটিকে আর এডিট করা যায় না। তাই, বুদ্ধিমানের কাজ হচ্ছে সব সময় এক কপি PSD ফরমেটে সেভ করে রাখা এবং কনভার্সন করার সময় ওভাররাইট না করা।
PSD ফাইল ফরমেট সম্পর্কে, বিশেষত এর সংজ্ঞা ও তত্ত্ব সম্পর্কে জানলেন। আশা করি, ফটোশপে কাজ না করলেও ফটোশপের এই ফাইল এক্সটেনশন সম্পর্কে জেনে আপনার ভাল লেগেছে।
Leave a Reply