ফটোশপসহ বিভিন্ন ডিজাইন সফট্ওয়্যারে যারা কাজ করেন, তারা PNG ফাইল ফরমেট সম্পর্কে জানেন। যারা ডিজাইনার নন, তারাও ছবির এই ফাইল ফরমেটটির সাথে কম-বেশি পরিচিত। আর যারা ওয়েবে কাজ করেন, তারা সবচেয়ে বেশি এই ফরমেটটি ব্যবহার করে থাকেন।
যারা প্রপেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তারা যে কোনও কাজ শেষ করার পর সেটিকে কমোনলি PNG ফরমেটে সেভ করে থাকেন। বিশেষ করে, যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ব্যাপার আসে, তখন প্রপেশনাল ডিজাইনার মাত্রই লোগো, আইকন কিংবা যে কোনও মকআপ PNG ফরমেটে সেভ করে থাকেন।
ছবির জগতে সবচেয়ে বেশি ব্যবহৃত দু’টি এক্সটেনশনের মধ্যে একটি হচ্ছে JPEG ফাইল ফরমেট আর অন্যটি এই পিএনজি। যে কোনও ওয়েবসাইটে ছবি আপলোড বা ডাউনলোড করা হোক, ইমেলের মাধ্যমে কারো কাছে ছবি প্রেরণ বা গ্রহণ করা হোক, কিংবা কম্পিউটারে স্ক্রিণশট নেয়া হোক, সব ক্ষেত্রেই PNG ফরমেটের প্রাধান্য বেশি।
PNG এর পুরো মানে কি?
- P – Portable
- N – Network
- G – Graphics
কাজেই, PNG এর পুরো অ্যাভ্রিভিয়েশন হচ্ছে Portable Network Graphics।
PNG ফাইল ফরমেট কি?
PNG ছবির এমন একটি ফরমেট যা কম্পিউটারের একটি রাস্টার গ্রাফিক্স ফাইল হিসেবে লসলেস ডাটা কম্প্রেশন সাপোর্ট করে। এছাড়া, PNG ইনডেক্সড্ বা প্যালেট বেইজড্ ছবি সাপোর্ট করে, যেমন ট্রান্সপারেন্সির জন্যে আলপা চ্যানেলসহ কিংবা আলপা চ্যানেল ছাড়া ২৪ কিংবা ৩২ বিট আরজিবি কালার।
গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরমেটের জন্যে উন্নত ও নন-প্যাটেন্ডেড রিপ্লেসমেন্ট হিসেবে PNG ফরমেট ডেভেলপ করা হয়েছে। নন ইনডেক্সড্ আরজিবি বা আরজিবিএ ছবি ও গ্রে-স্কেল ছবির ক্ষেত্রে এই ফরমেটটি সম্পূর্ণ কালার সাপোর্ট করে থাকে।
PNG ফরমেট কবে এবং কেন ডেভেলপ করা হলো?
মূলত, ওয়েবে ব্যবহারের উপযোগী ট্রান্সপারেন্সি ইমেজের জন্যে GIF ফরমেটের ফ্রি অল্টারনেটিভ হিসেবে ১৯৯৫ সালে PNG ফরমেট ডেভেলপ করা হয়। GIF ফরমেটের বিভিন্ন ধরণের অপ্রতুলতা থেকে বের হওয়া এবং প্যাটেন্ট লাইসেন্সের লিমিটেশনের কারণে একদল কম্পিউটার প্রোগ্রামার এই ফরমেটটি ডেভেলপ করেন যা সবার জন্যে উন্মুক্ত করে দেয়া হয়।
PNG ফাইল ওপেন করবেন কিভাবে?
ফটোশপসহ সকল পেইড ও ফ্রি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়েই পিএনজি ফাইল ওপেন করা যায়। এমনকি, সকল অনলাইন ইমেজ এডিটর দিয়েও আপনি যে কোনও PNG ফাইল ওপেন করতে পারবেন, হোক সেটা ওয়েব ব্রাউজারে কিংবা লোকাল পিসির উইন্ডোজ কিংবা ম্যাক অপারেটিং সিস্টেমে।
PNG ফাইল কনভার্ট করবেন কিভাবে?
যে-সব ইমেজ এডিটর দিয়ে আপনি পিএনজি ফাইল ওপেন করতে পারেন, সেগুলোর প্রায় সবক’টি দিয়েই আপনি এই ফরমেটটি অন্য ফরমেটে কনভার্ট করতে পারবেন। এমনকি, আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন, তবে এর বিল্ট ইন ফটো প্রোগ্রাম Paint কিংবা Paint 3d দিয়েও PNG ফরমেটকে যে কোনও ফরমেটে পরিবর্তণ করতে পারবেন।
আর যারা ম্যাক অপারেটিং সিস্টেমের ইউজার, তারা Apple Preview দিয়ে যেমন PNG ফাইল ওপেন করতে পারবেন, তেমনই কনভার্টও করতে পারবেন।
Leave a Reply