প্রত্যেক ডিজাইনারই JPEG ফাইল ফরমেট এর সাথে পরিচিত। যিনি ডিজাইনার নন, তিনিও এই ফাইল ফরমেট দেখেছেন এবং ব্যবহার করেছেন। কারণ, অধিকাংশ ক্ষেত্রেই আমরা যখন কোনও ছবি তুলি, সেটি ডিফল্টভাবে JPEG ফরমেটে সেভ হয়ে থাকে।
JPEG File Format কি সেটা না জানলেও অর্থাৎ এর সংজ্ঞা সম্পর্কে আইডিয়া না থাকলেও, সবাই এটি চিনি। তবু, JPEG ফাইল ফরমেটের সংজ্ঞা জেনে রাখতে তো দোষ নেই, বরং নতুন কিছু শেখা হয়।
JPEG এর পুরো মানে কি?
- J – Joint
- P – Photographic
- E – Experts
- G – Group
সুতরাং, JPEG এর পুরো মানে হচ্ছে Joint Photographic Experts Group।
JPEG ফাইল ফরমেট কি?
JPEG ছবির একটি স্ট্যান্ডার্ড ফরমেট। JPEG ফরমেট যে কোনও ছবি বা ইমেজের Lossy এবং compressed ডাটা ধারণ করে থাকে। এক কথায়, Lossy Compression এর জন্যে JPEG হলো একটি অনবদ্য ফাইল ফরমেট। ফাইলের সাইজ উল্লেখযোগ্য হারে কমানোর পরেও JPEG ফরমেটে ইমেজের কোয়ালিটি কমে না।
ইন্টারনেট, কম্পিউটার এবং মোবাইলে ব্যবহারে জন্যে JPEG ইমেজের একটি ইউনিক ফরমেট। অন্যান্য ফরমেটের তুলনায় সাইজে ছোট হওয়ায় এই ফরমেটের ইমেজ শেয়ার করা সহজ ও দ্রুত হয়। এমনকি, অনেকগুলো জেপিইজি ফরমেটের ছবি কম্পিউটার কিংবা ইন্টারনেটের ছোট্র একটু জায়গার মধ্যেই অনায়াসে রাখা যায়।
আশা করি, JPEG ফাইল ফরমেট সম্পর্কে জেনে আপনার ভাল লেগেছে।
Leave a Reply