একবার চার্জ দিলেই দিব্যি ৩৪ দিন চলে যাবে ইনফিনিক্সের নতুন ফোন Hot 9 Play যাতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি। ফাস্ট গ্রোয়িং এই স্মার্টফোন কোম্পানীর এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে এই তথ্য।
তবে, এর আগে আমরা যে দীর্ঘস্থায়ী ব্যাটারির ১০টি অসাধারণ স্মার্টফোন নিয়ে আলোচনা করেছিলা, Hot 9 Play সেগুলো থেকে ভিন্ন।
Hot 9 Play ইনফিনিক্সে কোম্পানীর লেটেস্ট ফোন যা মূলত Hot 8 Play এর নতুন সংস্করণ। যারা পুরনো সংস্করণটি ব্যবহার করেছেন, তারা তো ইতিমধ্যেই এই ফোনটির সঙ্গে পরিচিত হয়েছেন। যারা নতুন, আসুন আমরা লেটেস্ট আসা ফোনটি সম্পর্কেই জানার চেষ্টা করি। আপনি যদি Hot 9 Play সম্পর্কে জানেন, তবে Hot 8 Play সম্পর্কে এমনিতেই জানা হয়ে যাবে।
ডিজাইন: ডিজাইনের দিক থেকে Infinix Hot 9 Play একটি হৃষ্টপুষ্ট ফোন, মানে হেলদি ফোন বলতে যা বোঝায়। এটি সত্যিকার অর্থেই বড় এবং ভারী একটি ফোন। এর ডিসপ্লে সাইজ ৬.৮২ ইঞ্চি যা অনেক ফোন লাভারেরই পছন্দ হবে।
Infinix Hot 9 Play এর ফ্রেমটি প্লাস্টিকের, তবে অত্যন্ত মজবুত। পলিকার্বোনেট ব্যাক ফোনটিকে অনেক বেশি টেকসই করে তুলেছে। তবে, এর গ্লোসি কৌটিং সত্যিকার অর্থই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট যা সেন্সরকে করেছে আরো আকর্ষণীয়।
ডান পাশে রয়েছে পাওয়ার ও ভলিউম কী যা সহজে অপারেটের জন্যে পারফেক্ট সাইড। বাম পাশে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড স্লট ও ডুয়েল সিম স্লট। নিচের অংশে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক।
ভারী ফোনে যারা অভ্যস্থ্য নয়, ফোনটি ব্যবহারে শুরুর দিকে তাদের একটু কেমন কেমন লাগতে পারে। কিন্তু যারা ফোনে গেম খেলায় মেতে থাকেন, তাদের জন্যে এটি অত্যন্ত আকর্ষণীয় একটি ফোন হবে।
- বডি ডাইমেনশন: ১৭১.৮২ x ৭৭.৯৬ x ৮.৯ এমএম
- কালার: কালো, সবুজ, বেগুনী, সায়ান বা নীল-সবুজ
- সিম টাইপ: ন্যানো সিম
- সফটওয়্যার পারফর্মেন্স ও ব্যাটরি
অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন অপারেটিং সিস্টেমের Infinix Hot 9 Play ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ। তবে, গো অ্যাপস্ ও ব্লোটওয়্যার অ্যাপগুলোকে সহজেই ডিলিট কিংবা ডিজিঅ্যঅবল করা যায়। এক কথায় বলতে গেলে, মিডিয়া টেক হেলিং এ২৫ এর প্রসেসর নিয়ে Infinix Hot 9 Play এর সফটওয়্যার পারফর্মেন্স অত্যন্ত ভাল।
- অপারেটিং সিস্টেম: Android OS v10.0
- সিপসেট: Mediatek Helio A25
- সিপিইউ: অক্টা-কোর, কোয়াড-কোর ১.৮ গিগাহার্টস্ করটেক্স A-53, কোয়াড-কোর ১.5 গিগাহার্টস্ করটেক্স A-53
- জিপিইউ: PowerVR GE8320
এক নজরে অন্যান্য সবকিছু
- ফোনটির সাইজ ৬.৮২ ইঞ্চি এবং রেজ্যলেশন ৭২০ x ১৬৪০ পিক্সেল।
- ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি, রিয়ার ক্যামেরা ১৩ + ২ এমপি, ৪৮৬৪ x ২৭৩৬ পিক্সেল, অটো ফোকাস, ট্রিপল এলইডি ফ্ল্যাশ।
- ২জি, ৩জি ও ৪জি মোবাইল নেটওয়ার্ক।
- ব্লুটুথ, ওয়াইল্যান, এফএম রেডিও।
- বাংলাদেশে ফোনটির দাম: ১০ হাজার টাকা
Leave a Reply