অধিকাংশ লোক নতুন ল্যাপটপ বা ডেক্সটপ নেওয়ার সময় চিন্তা করে, HDD নিবে নাকি SSD নিবে নাকি SSHD নিবে। আর অনেকেই আছেন যারা আসলে জানেই না যে, HDD কি বা SSD কি বা SSHD কি? বা এগুলোর সুবিধা অসুবিধা কি অথবা কোনটি ভালো হবে? তাই আজ আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
HDD (হার্ড ড্রাইভ) কি?
হার্ড ড্রাইভ একটি স্টোরেজ ডিভাইস যা অনেক আগে থেকেই ডেক্সটপ এবং ল্যাপটপে ব্যবহার হয়ে আসছে। HDD একটি মেকানিক্যাল ডিভাইস মানে এটাতে মুভিং বার্ড থাকে। আপনি হয়তবা শুনে থাকবেন যে, HDD এর স্পীড 5400rpm থেকে 7200rpm পর্যন্ত হয়ে থাকে।
আসলে HDD এর ভিতরে ডিভিডির মতই একটি প্লেট থাকে যেটা খুবই স্পীডে ঘুরতে থাকে। যত rpm বেশি হবে তত স্পীডে ঘুরবে এবং সেই হিসেবে ডাটা ট্রান্সফার করবে। এবার চলুন জেনে নেই HDD (হার্ড ড্রাইভ) এর সুবিধা অসুবিধা সম্পর্কে….
HDD (হার্ড ড্রাইভ) এর সুবিধা
- আপনার খরচ কম পড়বে।
- অনেক বড় ক্যাপাসিটি পাবেন যেমন, 2tv 5tv 10tv ইত্যাদি।
- এটা খুব সহজেই পাওয়া যায়। এমন নয় যে এটা কিনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। যে কোন ছোট-খাটো মার্কেটে গেলেই পাওয়া যাবে।
HDD (হার্ড ড্রাইভ) এর অসুবিধা
- এটার লাইফ টাইম। HDD (হার্ড ড্রাইভ) এর লাইফ টাইম ওয়ান টাইম। এটা সাধারণত ৪-৫ বছর পরপর চেন্জ করতে হয়। অবশ্য এটা আপনার ব্যবহারেরর উপর নির্ভর করে। তবে এটা ৪-৫ বছর সাধারণভাবে ব্যবহার করা যায়। তারপর এটা ডেমেজ হতে পারে, কাট হতে পারে, ফেইলড হতে পারে।
- এটা খুব সামান্য আঘাতে নষ্ট হতে পারে। মনে করুণ আপনার ল্যাপটপ হাত থেকে পড়ে গেলো আথবা আপনার পোর্টেবল HDD (হার্ড ড্রাইভ) নিচে পড়ে গেলো। এই অবস্থায় এটি কাট হতে পারে, ফেইলড হতে পারে এবং আপনার যে ডাটা আছে সেগুলো নষ্ট হতে পারে।
- যেহেতু এটা একটা মেকানিক্যাল ডিভাইস তাই এটাতে আপনি যে কোন ডাটা এক্সেস করান না কেন, এটা বারবার মুভ করবে। এজন্য এটাতে স্পীড অনেক কম পাওয়া যায়, আপনি খুব বেশি স্পীডে কাজ করতে পারবেন না।
- এটা বেশি পাওয়ার ইউজ করে। যেহেতু এটা একটা মেকানিক্যাল ডিভাইস এবং এর ভিতরে মুভিং বার্ড আছে, তাই এটাতে অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হয়।
SSD – সলিড স্টেট ড্রাইভ
SSD এর ফুল নাম হচ্ছে (সলিড স্টেট ড্রাইভ) এর মানে হচ্ছে এটা সলিড, মানে এটাতে কোন মুভিং বার্ড নেই। এটি একটি ফ্লাশবেজ স্টোরেজ অর্থাৎ রেম এর মতো ফ্লাশের সাহায্যে এই স্টোরেজকে বানানো হয়ে থাকে।
SSD (সলিড স্টেট ড্রাইভ) এর সুবিধা
- এটার যে স্পীড তা একটা নরমাল HDD (হার্ড ড্রাইভ) এর থেকে অনেকগুন বেশি হয়ে থাকে। অনেক বেশি ভালো পারফমেন্স পাবেন আপনি এর থেকে।
- এটা অত্যাধুনিক ডিজিটাল সার্কিট সিস্টেম। তাই এটা যদি আপনার হাত থেকে পড়ে যায় তো কিছু হবে না। সামান্য কোন আঘাতে এটা নষ্ট হবে না।
- SSD (সলিড স্টেট ড্রাইভ) অনেক কম পাওয়ার ইউজ করে HDD (হার্ড ড্রাইভ) এর থেকে।
- SSD (সলিড স্টেট ড্রাইভ) এর লাইফ টাইম অনেক বেশি হয়ে থাকে HDD (হার্ড ড্রাইভ) এর থেকে। কারণ এটার ভিতরে কোন রকম মুভিং বার্ড নেই।
SSD (সলিড স্টেট ড্রাইভ) এর অসুবিধা
- SSD (সলিড স্টেট ড্রাইভ) এর দাম অনেক বেশি একটি HDD (হার্ড ড্রাইভ) থেকে।
- SSD (সলিড স্টেট ড্রাইভ) এর ক্যাপাসিটি অনেক কম, এতে HDD (হার্ড ড্রাইভ) এর মত এত বেশি ক্যাপাসিটি পাবেন না। কারণ এটা নিউ টেকনোলজি তাই মার্কেটে এতটা পাওয়া যায় না। যেমন HDD (হার্ড ড্রাইভ) এর মত 2tv, 5tv, 6tv, 10 tv ইত্যাদি পাবেন না। আপনি যদি নিতে চান তাহলে 256gb, 512gb বা 1tv পর্যন্ত নিতে পারবেন। তাই এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে।
এত গেলো HDD এবং SSD এর কথা, আপনি হয়ত আরেকটি নাম শুনে থাকবেন বা অনেকে হয়ত শুনেননি সেটা হলো SSHD। এখন কথা হলো এই SSHD আবার কি?
SSHD কি? জানুন বিস্তারিত…
SSHD এর ফুল নাম হচ্ছে (সলিড স্টেট হার্ড ড্রাইভ) নাম শুনেই বোঝা যাচ্ছে আগের দুইটা মানে HDD এবং SSD মিলিয়ে SSHD হয়েছে। আপনি যদি এখন নিউ ল্যাপটপ নিতে চান, তাহলে অনেকগুলোতেই দেখতে পাবেন লেখা আছে 1tv HDD এবং সাথে আছে 16gb বা 64gb বা 124 gb SSD.
এখানে আপনার যে অপারেটিং সিস্টেম সেটা SSD তে ইনস্টল হয়। এর ফলে আপনি যখন ল্যাপটপ অন করেন বা রিস্টার্ট করেন, তখন আপনার ওয়েস খুব তাড়াতাড়ি লোড হয়ে যায়। আর আপনার যত নরমাল সফটওয়্যার বা প্রোগ্রাম আছে তা HDD তে ইনস্টল করে।
HDD নাকি SSD নাকি SSHD কোনটা নেবো?
এখন কথা হচ্ছে, তাহলে আমি কোনটা নিবো? আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যদি বলি বা আমি যেভাবে অনেক ভালো স্পীড এবং পারফমেন্স পাই সেটা হলো, আপনি আপনার সামর্থ্যানুযায়ী ল্যাপটপে 256gb, 512 আথবা 1tv এর একটি SSD লাগিয়ে নিন।
এখন মনে হতে পারে, তাহলে তো ক্যাপাসিটি একেবারে কম হয়ে গেলো। এজন্য আপনার ল্যাপটপের যে 1tv বা 2tv এর যে HDD টি থাকবে সেটা USB পোর্টেবল করে নিতে পারেন। SSD তে আপনার যত দরকারি জিনিস যেমন, উইন্ডোজ প্যাক এবং সফটওয়্যারগুলো ইনস্টল করবেন। এবং USB পোর্টেবল HDD তে আপনার যত মিডিয়া ফাইল যেমন, মুভি গান ইত্যাদি রাখবেন।
এতে হয়ত ল্যাপটপের জন্য একটু সমস্যার হতে পারে। কারণ আলাদা একটা ডিভাইস বেড়ে যাবে। সমস্যা বলতে আপনি শুধু যেখানে সেখানে বসে গান মুভি দেখতে পারবেন না। আর বাকি সব কাজই করতে পারবেন যেহেতু আপনার প্রয়োজনীয় সব কিছুই থাকবে SSD তে। কিন্তু ডেক্সটপ এর জন্য কোন সমস্যা হবে না। কারণ ডেক্সটপ তো আপনি আর হাতে নিয়ে ঘুরবেন না।
সবশেষে যেটা বলতে চাই, আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেক্সটপ থেকে ভালো পারফমেন্স পেতে চান। তাহলে একটা SSD লাগিয়ে নিন আর HDD কে USB পোর্টেবল করে নিন, যেভাবে আমি কাজ করি। আপনিও ট্রাই করে দেখুন অনেক ভালো স্পীড এবং পারফমেন্স পাবেন।
শাহরিয়ার আহমেদ says
HDD, SSD এবং SSHD নিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লেখককে ধন্যবাদ 🙂
Antik Paul says
HDD k usb portable kivabe kore?
টি আই অন্তর says
কম্পিউটারের হার্ডডিস্ককে ইউএসবি বানিয়ে নিন সহজেই শিরোনামের লেখাটি দেখে নিন।
Habib says
Very informative information about HDD, SSD & SSHD. If you write an article on Computer repair solution that will be great for those who need solution.
আর এস আশিক says
thanks Habib
Tanvir Rasel says
এইচডিডি, এসএসডি এবং এসএসএইচডি নিয়ে দারুণ এই পোস্টটির জন্যে ধন্যবাদ। পোস্টটি পড়ে যে কেউই এই ৩টি সম্পর্কে ভাল ধারণা পাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।