GIF ফাইল ফরমেট কি সেটা আপনার জানা থাক আর না থাক, আপনি অবশ্যই এই ফরমেটের ফাইল বা ছবি দেখেছেন। বর্তমান সময়ে ফেসবুকসহ প্রায় সবক’টি সোশ্যাল মিডিয়াতেই এই ফরমেটের ইমেজের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়।
বিশেষ করে, ফেসবুক ইউজারদের বিভিন্ন স্টেটাস বা পোস্টে GIF ফরমেটের ইমেজ দিয়ে কমেন্ট করতে দেখা যায় বহু ইউজারকে। সত্যি বলতে কি, ইন্টারনেটের বর্তমান উৎকর্ষতার সংজ্ঞায় ভিন্ন মাত্রা যোগ করায় ব্যাপক ভূমিকা এই ফাইল ফরমেটের। কিন্তু এটি আসলে কি অর্থাৎ এর সংজ্ঞাটা কি! সেটাই জানাবো আজ আপনাদের।
GIF এর পুরো মানে কি?
- G – Graphics
- I – Interchange
- F – Format
সুতরাং, GIF এর পুরো মানে দাঁড়াচ্ছে Graphics Interchange Format।
GIF ফাইল ফরমেট কি?
GIF একটি ইমেজ ফাইল, এটি মূলত অ্যানিমেটেড ইমেজ। অর্থাৎ, অ্যানিমেটেড র্যাস্টার গ্রাফিক্সের এক্সটেনশন হিসেবে এই ফাইল ফরমেটটি ইউজ করা হয়। JPEG এবং PNG ফাইল ফরমেট এর মতোই এটি স্টিল ছবির ক্ষেত্রে ব্যবহার করা হয়। পার্থক্য হচ্ছে, এই ফরমেটের একটি স্পেশাল ফিচার রয়েছে যা দিয়ে ইমেজে ভিডিওর মতো অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। নিচের ছবিটি দেখুন, এটি ভিডিও মনে হলেও আসলে ছবি।
প্রতিটি ইমেজের ক্ষেত্রে GIF ফাইল সর্বোচ্চ ৮বিট পিক্সেল সাপোর্ট করে। যেখানে একটি সিঙ্গেল ইমেজ ২৪ বিট RGB কালার স্পেস থেকে ২৫৬ রকমের কালার প্যালেট ব্যবহার করতে পারে। Lempel Ziv Welch পদ্ধতিতে লসলেস ডাটা কম্প্রেশন টেকনিকের মাধ্যমে GIF ফরমেট ছবির সাইজ অনেক কমিয়ে আনতে পারে যেখানে ভিজ্যুয়াল কোয়ালিটি মোটেও লেস হয় না।
GIF ফাইল কবে ও কে আবিস্কারক করেন?
১৯৮০ সালে CompuServe Information Service নামের অ্যামেরিকান একটি আইটি প্রতিষ্ঠানের বিজ্ঞানী Steve Wilhite সর্ব প্রথম GIF ফাইল নিয়ে কাজ করেন। পরবর্তীতে Prodigy ও America Online নামের আরো দু’টি টেকনোলোজি প্রতিষ্ঠান মিলে এর উৎকর্ষতা সাধন করেন। আর এর চূড়ান্ত রূপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ১৯৯৪ সালে।
১৯৯৫ সালে Unisys কোম্পানী এই ফাইলের লাইসেন্সিং কিনে নেয়। যদিও লাইসেন্সে উল্লেখ রয়েছে যে, Unisys এর অনুমতি ছাড়া কেউ GIF ফাইল ব্যবহার করতে পারবে না, কিন্তু ইন্টারনেট ইউজাররা এর থোড়াই কেয়ার করে থাকে। বিভিন্ন ওয়েবসাইট মালিক থেকে শুরু করে সাধারণ ইন্টারনেট ইউজাররাও Unisys এর অনুমতি ছাড়াই GIF ফাইল ব্যবহার করছে এবং কারো কোন সমস্যা হচ্ছে না।
Leave a Reply