চলার পথে ঘটতে পারে অপ্রত্যাশিত অনেক ঘটনাই যেখানে আপনি হয়ে উঠতে পারেন অযাচিত ভিক্টিম। হতে পারেন আর্থিক বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ। তখন আপনার প্রয়োজন হবে পুলিশের সাহায্য।
আর যে কোনও বিপদে বাংলাদেশ পুলিশের সাহায্যে পেতে BD Police Helpline মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন।
BD Police Helpline গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা বাংলাদেশ পুলিশ এর একটি গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ। এটি বাংলাদেশ সরকারের প্রতিশ্রুত ভিশন টুয়েন্টি ওয়ান (Vision 21) এর অন্যতম পার্ট ডিজিটাল নাগরিক সেবার একটি বিশেষ অংশ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে এ যাবৎ যত উদ্যোগ নেয়া হয়েছে তার মাঝে BD Police Helpline বাংলাদেশের নাগরিকদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
BD Police Helpline মোবাইল অ্যাপ পরিচিতি ও লিংক
বাংলাদেশে বসবাসকারি যে কোনও নাগরিকদের নজরে আসা কোনও প্রয়োজনীয় তথ্য পুলিশের সাথে শেয়ার করার জন্যে BD Police Helpline ব্যবহার করতে পারেন। এটি নাগরিক ও পুলিশের মধ্যে চমৎকার এক সেতুবন্ধন।
এই বন্ধনের আওতায় বাংলাদেশ পুলিশ অবশ্যই আপনার যে কোনও বিষয়ে সাড়া দেবে। অর্থাৎ, আপনার প্রয়োজনকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবে। সুতরাং, যে কোনও বিষয়ে পুলিশের হেল্প পেতে BD Police Helpline অ্যাপটি ব্যবহার করুন।
আশা করি, BD Police Helpline মোবাইল অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জেনে আপনার ভাল লেগেছে। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, তবে বামের লিংক থেকে অ্যাপটি ইনস্টল করুন। আর যদি আপনি আইফোন ইউজ করেন, তবে ডানের লিংকে ক্লিক করে অ্যাপল স্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করে নিন।
Leave a Reply