আমরা এর আগের পর্বে সিপিএ মার্কেটিং কি সেটা জেনেছি এবং এছাড়াও সিপিএ মার্কেটিং সম্পর্কে কিছু টিপস আপনাদের দিয়েছি। এই পর্বে আমি আপনাদের আরো কিছু নতুন টিপস দিবো যেগুলো ফলো করে আপনি সিপিএ মার্কেটিং করে জীবনে সফল হতে পারবেন।
বিষয়টা এমন না যে আমি আপনাকে সবকিছু গুলিয়ে খাইয়ে দিলে আপনি কয়েক দিনেই সফল সিপিএ মার্কেটার হয়ে যাবেন। আপনার নিজের ভেতর নতুন কিছু করার ক্ষমতা থাকতে হবে, আমি শুধু আপনাকে পথ দেখিয়ে দিতে পারি।
জেনে নিন সিপিএ মার্কেটিং এর আরো নতুন কিছু টিপস
কিভাবে সিপিএ নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট এপ্রোভ করবেন
আপনি যে কোনো সিপিএ নেটওয়ার্কে সাইন আপ করলেন ঠিকই কিন্তু আপনার সাইন আপ করা অ্যাকাউন্ট এপ্রোভ করবেন কিভাবে? আসলে অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যেখানে আপনার নতুন অ্যাকাউন্ট এপ্রোভ করতে তেমন কিছুই করা লাগবে না।
তবে মূল কথা হচ্ছে আপনাকে অবশ্যই সৎ হতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ফেইক ইনর্ফমেশন ব্যবহার করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট এপ্রোভ হবে না। কারণ সাইন আপ করার সময় আপনার সম্পর্কে অনেক ধরণের ইনর্ফমেশন তারা জানতে চাইবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি এখানে মিথ্যার আশ্রয় নিলে তাদের বুঝতে খুব বেশি সময় লাগবে না।
আবার অনেক সিপিএ নেটওয়ার্ক আছে যেগুলোতে সাইন আপ করার পর একটা ভাইবা দিয়ে পাস করলে, তখন অ্যাকাউন্ট এপ্রোভ করা হয়। এগুলো বিগেনার বা নতুন যারা কাজ শুরু করেছে তাদের জন্য না।
আপনার অ্যাকাউন্ট কিভবে এপ্রোভ করবেন এই সম্পর্কে কিছু টিপস নিচে দেয়া হলোঃ
সিপিএ মার্কেটিংয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কোন না কোন সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট খুলতে হবে। আবার শুধু অ্যাকাউন্ট খুললেই যে আপনি কাজ পেয়ে যাবেন, কাড়ি কাড়ি টাকা আয় করে ফেলবেন, এমন নয়। কারণ, আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের ব্যাপার আছে, তাই আগে জানুন কিভাবে অ্যাকাউন্ট সফলভাবে অ্যাপ্রুভ করবেন।
সৎ হতে হবে
এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যখন ফরম ফিল আপ করবেন তখন আপনাকে সব সঠিক ইনর্ফমেশন দিতে হবে। যেমন, আপনার নাম, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি। সিপিএ নেটওয়ার্কগুলো সব সময় চায় ফেইক অ্যাকাউন্টগুলো ডিলিট করতে। তাই অবশ্যই ফেইক ইনর্ফমেশন দেয়া থেকে বিরত থাকুন।
তাদেরকে আপনার নিশ বা কি নিয়ে মার্কেটিং করতে চান সেটা জানান
সিপিএ নেটওয়ার্কগুলোতে অনেক ধরণের নিশ বা কাজের ক্ষেত্র থাকে। আপনি আগে ঠিক করে নিন আপনি আসলে কি নিয়ে কাজ করতে চাচ্ছেন। এ-সব নিয়ে ধারণা পেতে হলে গুগলে সার্চ করুন। দেখুন কোন কাজটি আপনি করতে পারবেন বা কোন কাজ করলে আপনি বেশি টাকা আয় করতে পারবেন।
ওয়েবসাইট তৈরি করা
আপনার নিজের যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে তো ভালো। আর যদি না থাকে, তাহলে অবশ্যই আপনি একটি ওয়েবসাইট তৈরি করে নিন। এর কারণ হলো আপনার যদি নিজের একটা ওয়েবসাইট থাকে, তাহলে আপনি চাইলে আপনার নিজের ওয়েবসাইটেও মার্কেটিং করতে পারবেন।
আপনি বিগেনার হয়ে থাকলে সেটা তাদের জানান
আপনি যে কোনো সিপিএ নেটওয়ার্কেই অ্যাকাউন্ট সাইন আপ করেন না কেনো, আপনার অবশ্যই তাদেরকে জানানো উচিৎ যে আপনি বিগেনার নাকি এক্সপার্ট লেভেলের। কারণ এর উপর আপনার বিজনেসের অনেক কিছুই নির্ভর করে। তবে আপনাকে অবশ্যই বলে দিতে হবে আপনি একজন বিগেনার।
সিপিএ নেটওয়ার্ক ইন্টার্ভিউ
এমন অনেক সিপিএ নেটওয়ার্ক আছে, যেখানে আপনি সাইন আপ করার পর আপনাকে ইন্টার্ভিউ দিতে হবে। তখন অবশ্যই আপনি প্রতিটি প্রশ্নের উত্তর কনফিডেন্টের সাথে দিবেন। তারা আপনার সম্পর্কে, আপনার কাজ সম্পর্কে জানতে চাইবে।
আসলে বুঝতে চাইবে আপনি কেমন বা কাজ করতে পারবেন কিনা। এমন ধরণের ইন্টার্ভিউ সব নেটওয়ার্কে হয় না, কিছু টপ সিপিএ নেটওয়ার্ক ছাড়া। বিগেনার হিসেবে আপনার এসব সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট না করাই ভালো।
অ্যাফিলিয়েট ম্যানেজার
প্রত্যেক সিপিএ নেটওয়ার্কে সব মার্কেটারের জন্যই একজন করে অ্যাফিলিয়েট ম্যানেজার থাকে, যারা আপনাকে সব সময় সাহায্য করবে। তাদের কাছে আপনি আপনার সমস্যার কথা বলতে পারবেন। তবে অবশ্যই তাদের নেটওয়ার্ক বা ব্যাক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। মনে রাখবেন, আপনি যাই করেন সেটা আপনার বিজেনেসের উপর প্রভাব ফেলবে। তাই বুঝে কাজ করবেন।
প্রমোট করার জন্য একটি অফার সিলেক্ট করুন
সিপিএ নেটওয়ার্কে জয়েন করার পর আপনার কাজ হচ্ছে আপনি কি নিয়ে মার্কেটিং করবেন সেটা ঠিক করা। আপনি চাইলে গুগলের হেল্প নিয়ে খুব সহজেই এর সমাধান করতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারকে এই বিষয়ে জিজ্ঞেস করতে পারেন। তাদের কাছে এসব নিয়ে অনেক ডাটা থাকে আর আপনি চাইলে তারা আপনাকে হেল্প করবে। আপনাকে অফারের লিস্ট পাঠানো হবে এবং আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো অফার সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আপনি অফার খুঁজার জন্য Offervault.com এই সাইট ব্যবহার করতে পারেন।
এখন আপনাকে রিসার্চ করে দেখতে হবে, কোন অফারটি মানুষ বেশি চায়। মানুষ যে অফারের প্রতি বেশি ইন্টারেস্ট আপনার উচিৎ সেই অফার নিয়ে মার্কেটিং করা। এখন আপনি যদি নিজের ইচ্ছা মতো একটি অফার সিলেক্ট করে মার্কেটিং শুরু করলেন কিন্তু মানুষের এটা দরকার নেই, তাহলে তো আপনি আয় করতে পারবেন না।
আমি আগেই বলেছি আপনার নিজের মধ্যে সৃজনশীলতা থাকতে হবে। সিপিএ মার্কেটিং করে টাকা আয় করতে হলে আপনাকে অবশ্যই পাবলিকের ইন্টারেস্ট সম্পর্কে জানতে হবে। তা না হলে আপনি আয় করতে পারবেন না। এজন্য আপনি Google Keyword Planner ব্যবহার করতে পারেন। এখানে আপনি প্রোডাক্টের নাম বা অফার লিখে সার্চ করলে আপনি বুঝতে পারবেন এই প্রোডাক্ট বা অফারের প্রতি মানুষের ইন্টারেস্ট কেমন।
সবসময় আপডেট থাকুন
দিন দিন সিপিএ মার্কেটারের সংখ্যা বেড়ে চলেছে। তাই আপনার উচিৎ আপডেট থাকা। সব সময় একই প্রোডাক্ট বা অফার নিয়ে কাজ করলে চলবে না। আপনাকে প্রতিদিন খুঁজ নিতে হবে কখন কোন অফার মানুষ বেশি চাচ্ছে। এছাড়াও জানার কোনো শেষ নেই। আমি আপনাদের সব কিছু বলতে পারিনি। আপনি গুগল, ইউটিউবে সার্চ করলে সিপিএ মার্কেটিং সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবেন। সিপিএ মার্কেটিং এর আরো অন্যান্য বিষয় নিয়ে আমি আপনাদের জন্য লিখবো। তাই চোখ রাখুন এই সাইটে আর আপনাদের মতামত কমেন্টে জানান।
Leave a Reply