অফলাইন জম্বি গেমস্ হয়তো কেউ কেউ ইতিমধ্যেই খেলেছেন, জম্বিদের হারিয়ে জিতেছেনও। যারা এখনো জম্বি গেম খেলেননি তাদের বলছি, জম্বি গেম খেলা খুবই মজার। জম্বিদের দেখলেই হাত-পা নিসপিস করে, মেরে ভূত বানিয়ে দিতে ইচ্ছে করে, তাই না?
ইংলিশ মুভি কিংবা টিভি সিরিজে আপনি অবশ্যই জম্বিদের দেখেছেন। বুঝেছেন যে তারা খুবই ভয়ংকর, না জীবিত না মৃত। এ ভয়ংকর মানুষগুলো লোকালয়ে এসে অন্যদের জীবন-যাপনে নানা রকম ঝামেলা তৈরি করে। তাই, এদের হাত থেকে নিজেকে, অন্যদেরকে এবং নিজের এলাকাকে রক্ষা করার জন্য ফাইট করতে হয়।
জম্বিদের সঙ্গে ফাইট করে মজা পাওয়ার জন্যেই তৈরি হয়েছে জম্বি অ্যাকশন গেমগুলো। আপনাদের মধ্যে অনেকেই জম্বি অ্যাকশন গেমস খেলে থাকবেন। অ্যাকশন গেমসের চেয়ে এ-সব গেমস এখন অনেক বেশি জনপ্রিয়। কিন্তু বেশিরভাগ সময়েই আমরা গেইম রিভিউ দেখে কিংবা কারো সাজেস্টে গুগল প্লে-স্টোর থেকে কোন গেম ডাউনলোড করি।
অনেক সময় দেখা যায় গেমটি মাত্র দশ-বারো এম্বির হলেও ইনস্টল করার পর প্লে করতে অনেক ডাটা খরচ হয়। আবার, কিছু গেমস অনলাইনে খেলতে হয়, যাতে প্রচুর এম্বি যায়।
এভাবে ডাটা খরচ করে গেমস খেলতে গিয়ে অনেকেই খুব অপছন্দ করেন। তাই, আজকে নিয়ে এলাম গুগল প্লে-স্টোরে পাবেন এমন ১০টি সেরা অফলাইন জম্বি গেমস। একদিকে যেমন অ্যাকশন গেমস, তেমনি অন্যদিকে পাবেন অফলাইনে খেলার সুযোগ। আশা করি, জম্বি গেমগুলো ভাল লাগবে আর আপনাদের পছন্দের তালিকায় থাকবে।
তাহলে চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেয়া যাক।
সেরা অফলাইন জম্বি গেমস্
Zoomie Combat
আমেরিকার নিউইয়র্ক শহরে হওয়া হামলার পর, আপনিই একমাত্র সারভাইভকারী যে বেঁচে আছেন। একটা বোমা বিস্ফোরনে যে ভাইরাস শহরে ছড়িয়ে পড়েছে, সেটা আপনাকে বন্ধ করতে হবে। দারুন এই মিশন গেইমসটি অফলাইনেই খেলতে পারবেন।
Zombie Darby 2
এই গেইমসে আপনি একটি গাড়িতে বসে আছেন, আর সড়কে জমবিরা আপনার জন্য অপেক্ষা করছে। গাড়ি চালিয়ে এদেরকে ধ্বংশ করাই আপনার কাজ। গেমারদের জন্য এটা একটি জনপ্রিয় অফলাইন জমবি গেম।
Zoombie Fighting Champions
একজন পাগল বিজ্ঞানী এমন একটি মেডিসিন আবিস্কার করে, যেটা দিয়ে সে নিজেই একটি জুম্বি গ্রুপ বানিয়ে পেলে। আর আপনার কাজ এই গ্রুপকে ধংস করা। একটা গ্রুপ ধ্বংশ করবেন আর একটা নতুন লেবেলে যাবেন। এভাবে একের পর এক লেভেল অতিক্রম করেই আপনাকে দারুণ এই অফলাইন জম্বি গেমস খেলতে হবে।
Zombie Frontier 3
এই গেমটি দেখার এবং বোঝার আগেই আপনাকে একটি জম্বি নগরিতে নামিয়ে দেয়া হবে। একজন জম্বি হান্টার হয়ে সবাইকে ধংস করা আপনার কাজ। এই জম্বি গেমটির গ্রাফিক্স খুব ভাল। বিভিন্ন লেভেল আছে, যেগুলো আপনাকে শেষ করতে হবে জম্বিদের বিনাশ করতে করতে।
Zombie Hunter Apocalypse
পুরো শহর ধংসের মধ্যে আছে, চারদিকে মানুষ মারা যাচ্ছে আর জম্বিতে পরিণত হচ্ছে। আপনার কাজ এই মিউটেশন বন্ধ করে মানবতাকে বাঁচানো। দারুণ এই গেমসটি মাত্র ৬৬ এমবিতেই অফলাইনে চালাতে পারবেন।
Zombie Safari
জম্বি সাফারিতে আপনাকে গাড়িতে করে এমন একটি শহরে যেতে হবে, যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। আপনার কাজ সব জমবিকে হত্যা করে শহরটিকে বসবাসের যোগ্য করে তোলা। ব্যর্থ হলে আবার প্রথম থেকে শুরু করতে হবে।
Dead Target Zombie
কিছু নিরিহ মানুষকে কারাগারে রেখে জমবিতে পরিণত করা হচ্ছে আর বারবার হুমকি দেয়া হচ্ছে তাদেরকে শহরে ছেড়ে দেয়া হবে যাতে পুরো শহরজুড়ে এই ভাইরাসটি ছড়িয়ে যায়। আর আপনার মিশন এ-সব জমবি গ্রুপকে হত্যা করে শহর বাঁচানো।
Dead warfare Zombie
এই জম্বি গেমটিও খুব মজার। গেমটিতে দেখানো হয়েছে এখন ২০৭২ সাল চলছে। কিছু ডাক্তারকে জম্বিরা আটকে রেখেছে আর আপনার কাজ তাদেরকে জম্বির হাত থেকে রক্ষা করা। যাতে ডাক্তাররা প্রতিষেধক বানায়ি জম্বিদের ধংস করতে পারে। গেমটির গ্রাফিক্স আর স্টোরি গেমারদের জন্য নতুন মাত্রা যোগ করছে।
Mad Zombies Cleaner
মেশিনগান ভর্তি গাড়িতে করে আপনাকে শহরে প্রবেশ করতে হবে। শহরে থাকা সব জম্বিকে হত্যা করাই আপনার লক্ষ্য হবে। পর্যায়ক্রমে সবাইকে হত্যা করে শহরকে আগের অবস্থায় নিয়ে আসাই আপনার মিশন। বিভিন্ন লেভেল শেষ করে মিশন অতিক্রম করতে হবে।
Gun Muster 3
এই গেমে আপনাকে খুব দ্রুত ডিসিশন নিতে হবে। সিভিলিয়ানকে বাঁচিয়ে জম্বিদের হত্যা করতে হবে। কোন সিভিলিয়ান যাতে মারা না যায় সেটা খেয়াল রাখতে হবে। গান মাস্টার গেইমস সিরিজের এটি ৩ নম্বর এপিসোডের গেইমস। কম র্যামেও ভালোই চলবে।
Guns cars zombies
গানস্ কারস্ জম্বিস্ নামের এই গেমটিি আজকের লিস্টের বাইরে এক্সটা জুম্বি গেমস। অনলাইন হলেও, খুব দারুণ একটি গেম। তাই আপনাকে সাজেস্ট করব এটিও আপনার লিস্টে রাখার।
অফলাইন জম্বি গেমস্ এখন অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বেশিরভাগ গেমস হান্টার মানুষ এখন এই গেম খেলতেই ভালবাসে। আর জম্বি নিয়ে প্লেস্টোরে অনেক গেমস পাবেন কিন্তু কিছু গেইম ডাউনলোড করে সময় নষ্ট হয়। তাই, উপরে দেয়া অ্যান্ডয়েডের জন্য ১০টি সেরা অফলাইন জমবি গেইমস্ আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আর কমেন্টে জানাবেন কোন গেমসটি আপনার সবচেয়ে বেশি ভাল লেগেছে।
Leave a Reply