ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। আর্জন্টিনার বিদায়ে কেউ কেউ মেসিকে দায়ী করছেন। বিশেষ করে সমালোচকরা মেসির জ্বলে উঠতে না পারাটাকেই হারের জন্য মূল পয়েন্ট হিসেবে ধরছেন।
তবে আন্তর্জাতিক মিডিয়া ও ফুটবল বিশারদরা মোটেই এটা মানতে রাজী নন। তাদের মতে, এবারের হারের জন্যে কোনভাবেই মেসি দায়ী নন। বরং দায়ী আজেন্টিনার টোটাল টিম। কেউ কেউ আবার কোচকেও দায়ী করছেন অনেকখানি। বিশেষ করে কোচের সঙ্গে খেলোয়াড়দের ওপেন সিক্রেট মানসিক দ্বন্দটাকেও অনেকেই গুরুত্ব দিচ্ছেন। অনেকে তো এটাকেই হারের জন্য মূল কারণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, আজেন্টিনার অনলাইন নিউজ পোর্টালগুলো থেকে জানা যায়, কোচ জর্জ সাম্পাওলির সঙ্গে ভেতরে ভেতরে অনেক খেলোয়াডের সঙ্গেই মানসিক দ্বন্দ চলছিল। নানা বিষয়ে তৈরি হওয়া এই দ্বন্দকে কেন্দ্র করে মেসির সঙ্গেও কোচের ভাল সম্পর্ক যাচ্ছিল না। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ম্যাচ প্ল্যানিং এ কোচের সিদ্ধান্ত থাকতো এক রকম আর মেসির মতামত থাকতো আরেক রকম। যারফলে, মেসিসহ আর কিছু খেলোয়াডের মন খারাপ থাকতো যার প্রভাব পড়েছিল খেলায়।
এগুলো ছাড়াও হারার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল ডিফেন্সের দূর্বলতা আর বিপক্ষ দলের সামনে গোল করার মত বল তৈরিতে ব্যর্থতা। তবে, এ ব্যর্থতার জন্য মেসি দায়ী নন বলেই মতামত দিচ্ছেন এবারের বিশ্বকাপ বিশ্লেষকরা। অন্যান্য প্লেয়াররা যদি তাদের ন্যাচারাল খেলাটাও খেলতে পারতো, তবে মেসির আর্জেন্টিনাকে এভাবে বিদায় নিতে হতো না বলেই মনে করেন তারা।
Leave a Reply