আগামী ৬ জুলাই, শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম। রাশিয়ার কাজান অ্যারিনা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে দুই দলের ফাইনালে উঠার এ লড়াই।
গত ২ জুলাই ২-০ গোলে জিতে গিয়ে মেক্সিকোকে বিশ্বকাপ থেকে বিদায় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এল ব্রাজিল। অন্যদিকে আজ ৩ জুলাই ৩-২ গোলে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে উঠে আসা অন্যতম সেরা এই দুই দল মুখোমুখি হবে আগামী শুক্রবার।
এর আগে ব্রাজিল ও বেলজিয়াম মুখোমুখি হয়েছিল ৪বার। তার মধ্যে ৩টি ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ আর একটি ফিফা ওয়ার্ল্ড কাপ। ১৯৬৩ সালের ২৪শে এফ্রিল অনুষ্ঠিত হওয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচটি বাদে বাকি ৩টি ম্যাচেই বেলজিয়ামের বিপক্ষে জিতেজিল ব্রাজিল।
প্রথম ম্যাচটি ৫-১ গোলে হারলেও, ১৯৬৫ সালের জুনে মুখোমুখি হওয়া ২য় ম্যাচটিতে ৫-০ গোলে বেলজিয়ামকে হারিয়েছিল ব্রাজিল। ৩য় ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল ১৯৮৮ সালের ১২ই অক্টোবর। আর সেই ম্যাচে আবারও ব্রাজিল ২-১ গোলে জিতে নিয়েছিল ম্যাচ শিরোপা। সর্বশেষ ২০০২ ফিফা ওয়ার্ল্ড কাপে ২-০ গোলে বেলজিয়ামকে হারিয়ে ব্রাজিল প্রমাণ করেছিল বেলজিয়ামের চেয়ে ওরাই বেশি শক্তিশালী দল।
এবারের বিশ্বকাপে তাই দেখার বিষয় আসল শক্তিশালী কারা, ব্রাজিল না বেলজিয়াম। দুই দলের এই কোয়ার্টার ফাইনাল খেলাটি দেখতে পারেন অন্যান্য দেশের টিভি ছাড়াও বাংলাদেশের নাগরিক, মাছরাঙা কিংবা বিটিভিতে। আর যদি কোন কারণে আগামী ৬ জুলাই রাতে আপনি টিভির সামনে না থাকেন, তবে অনলাইনে খেলা দেখতে পারেন যে কোন টিভিতে।
Leave a Reply