গানপ্রেমীরা সব সময় চান সেরা গানগুলো নিজের প্লে-লিস্টে রাখতে। আর সেই সুবিধা প্রদান করবে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের মিউজিক অ্যাপস গুগল প্লে মিউজিক। সঙ্গীত ও পডকাস্ট স্ট্রিমিং পরিষেবা এবং Google দ্বারা পরিচালিত অনলাইন সঙ্গীত লকারই হচ্ছে গুগল প্লে মিউজিক।
গুগল মিউজিকের এই অ্যাপটি ১০ মে ২০১১-তে প্রথম অ্যানাউন্স করা হয় এবং ছয় মাস পরে ১৬ নভেম্বর ২০১১ তারিখে সবার জন্য চালু করা হয়। এই মিউজিক অ্যাপটি দিয়ে দুই ধরণের অ্যাকাউন্টের মাধ্যমে গান শোনা যায়। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের ব্যবহারকারীরা কোন খরচ ছাড়াই তাদের ব্যক্তিগত লাইব্রেরি থেকে 50,000 টি গান আপলোড করতে এবং শুনতে পারেন।
অন্যদিকে গুগল প্লে মিউজিকের পেইড সাবস্ক্রিপশন ব্যবহারকারীগণ Google Play Music ক্যাটালগের কোনও গানের স্ট্রিমিং-এর পাশাপাশি ইউটিউব মিউজিক প্রিমিয়াম অ্যাক্সেসের সুবিধা পান। ইন্টারনেট-সংযুক্ত ডিভাইসগুলোর জন্য সঙ্গীত স্ট্রিমিং করার পাশাপাশি, গুগল প্লে মিউজিক মোবাইল অ্যাপ্লিকেশনে মিউজিক সংরক্ষণের পাশাপাশি অফলাইনে শোনার অনুমতি দেয়।
গুগল প্লে মিউজিকের সুবিধা
- আপনার ব্যক্তিগত সংগীত সংগ্রহ থেকে প্রায় 50,000 পর্যন্ত গান সংরক্ষণ করা।
- পডকাস্ট সাবস্ক্রাইব।
- আপনার ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে স্মার্ট অফার।
- অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবে শোনার সুবিধা।
মিলিয়ন গানের সম্ভারের অ্যাক্সেস পেতে সাবস্ক্রাইব করুন এবং ডাউনলোড করে রাখুন এই অসাধারণ মিউজিক অ্যাপটি। অসাধারণ বলছি এই জন্যে যে গুগলের সব প্রোডাক্টই অসাধারণ, কারণ গুগল যা কিছু তৈরি করে তা তাদের ইউজারদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করণের জন্যেই করে।
যখন আপনি ইন্টারনেটের সাথে সংযুক্ত নন, তখনকার জন্য মূলত গুগল মিউজিক বা গুগল প্লে মিউজিক অ্যাপটি তৈরি করা। গুগল প্লে মিউজিকটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং বিজ্ঞাপন সমর্থিত রেডিও যার মাধ্যমে আপনি যা শুনতে চান, তাই শুনতে পারবেন।
এছাড়াও অ্যাপসটি আপনার লোকাল ফাইল এবং অনলাইন মিউজিক উভয়ই রিড করতে পারে। কম্পিউটারে, Google Play ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট বিভাগ থেকে গান শোনা যায়। স্মার্টফোন এবং ট্যাবলেটে অ্যানড্রয়েড এবং iOS অপারেটিং সিস্টেমের জন্য Google Play Music মোবাইল অ্যাপের মাধ্যমে গান শোনা যাবে।
আপনি যখন গান শুনতে খুবই ইচ্ছুক, তাহলে এই মিউজিক অ্যাপসটি আপনার জন্যই। কারণ আপনি যাবতীয় গানের সম্ভার পাবেন এই মিউজিক অ্যাপটিতে। যার ফলে একদিকে যেমন আপনি পাবেন আপনার পছন্দের সকল গান, সেই সাথে পাবেন নিজের পছন্দ মতো প্লে-লিস্ট বানিয়ে নেওয়ার সুযোগ। এছাড়াও যখন আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবেন না তখনও গান শুনতে পারবেন যদি আপনি ডাউনলোড করে রাখেন আপনার পছন্দের গানটি।
Agoogleuser says
আমি গুগল প্লে মিউজিকে কেমনে অ্যাকাউন্ট খুলে গুগল প্লে মিউজিক ব্যবহার করব তা বুঝতে পারতেছি না। এই বিষয়ে আমাকে একটু সহযোগিতা করতে পারেন। আমি ওপেন করার চেষ্টা করতেছি, কিন্তু গুগল প্লে মিউজিক আমার ডিভাইসে কাজ করতেছে না কেন তা বুঝতে পারতেছি না।