গাড়ি করে কোথাও যাচ্ছেন, ফাস্টফুডে বসে খাচ্ছেন কিংবা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছেন, এমন সময় পাশের কারো মোবাইল বেজে উঠলো। রিংটোনটি শুনে আপনি মুগ্ধ হয়ে গেলেন, দারুণ মেলোডি সাউন্ড। ভাবলেন, এমন একটি রিংটোন যদি আপনার মোবাইলে থাকতো! আফসোস করার কারণ নেই, আপনার মোবাইলেও থাকতে পারে এমন সুন্দর সুন্দর রিংটোন, যদি ব্যবহার করেন এই ৫টি ফ্রি রিংটোন অ্যাপস্ এর যে কোনটি।
যারা মোবাইল সচেতন, সব সময় চান নিজের মোবাইল অন্যদের থেকে একটু ব্যতিক্রম হোক, তাদের জন্য প্লে-স্টোর থেকে বাছাই করা সেরা কিছু ফ্রি রিংটোন অ্যাপস্ নিয়ে এই পোস্ট। দেখা যাচ্ছে, বেশির ভাগ মানুষ যেসব অ্যাপস্ পছন্দ করে তাদের মধ্যে ফ্রি রিংটন অ্যাপস্ও অন্যতম।
ফ্রি রিংটোন অ্যাপস্
যখন আপনি আপনার মোবাইল সেটের জন্য কোন অ্যাপস খুঁজে থাকেন, তখন সবার আগে আপনার মাথায় থাকে সে অ্যাপসের মধ্যে কি কি ফিচার আছে। আর সব ফিচারের কথা চিন্তা করেই আমরা সেরা কিছু ফ্রি রিংটোন অ্যাপ আপনাদের কাছে নিয়ে এসেছি।
তাহলে চলুন কথা না বাড়িয়ে ফ্রি রিংটন অ্যাপগুলো দেখে নিয়া যাক।
ZEDGE
একটি অসাধারন অ্যাপ, তার কারন কেবল ফ্রি রিংটোন ফিচারের জন্য নয় বরং এই অ্যাপ দিয়ে আপনি অনেক কাজ একসাথে করতে পারবেন। আপনার প্রিয় রিংটোন খোঁজা থেকে শুরু করে আপনার অ্যান্ড্রয়েড সেটের জন্য পছন্দের ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার, পছন্দের কিছু গেইমসও এখানে পাবেন।
এমনকি আপনার মোবাইলের এলার্ম, নোটিফিকেশন ফিচারও এখানে আছে। আপনি চাইলে মোবাইলে থাকা যে কোন মিউজিককে ক্রপ করে খুব সহজেই রিংটোন বানিয়ে নিতে পারবেন। সবকিছু মিলিয়ে এই অ্যান্ড্রয়েড অ্যাপটি খুব দারুণ আর সবার কাছে খুব জনপ্রিয় একটি অ্যাপ।
MTP RINGTONES AND WALLPAPERS
ফ্রি রিংটোন অ্যাপের মধ্যে এটাও খুব ভাল একটি অ্য়াপ। হাজার হাজার ফ্রি রিংটোন এখানে পাবেন। কেবলমাত্র রিংটোন নয় Zedge এর মত এটা দিয়ে ওয়ালপেপার ডাউনলোড করা যাবে। এছাড়াও পাবেন বিভিন্ন গুগল অ্য়াপ।
অ্যাপসে আরেকটি ফিচার আছে যার মাধ্যমে আপনি এলার্ম, নোটিফিকেশন ঠিক করতে পারবেন। আর এতসব করতে আপনার তেমন একটা সময় নষ্ট হবে না। আমি শিউর এই অ্য়াপটি আপনার ভাল লাগবে, তার কারণ এটা ফ্রি রিংটোনের জন্য বেস্ট অ্য়াপ, যার সাথে কিছু এডিশনাল ফিচারও পাবেন।
RINGDROID
নামটা যেমন সুন্দর ঠিক তেমনি নিঃসন্দেহে এটিও একটি সেরা ফ্রি রিংটোন অ্যাপের মধ্যে একটি। আপনি যদি কোন এডিশনাল ফিচার ছাড়া কেবল রিংটোনের জন্য কোন অ্যাপ খুঁজে, তাহলে এই অ্যাপটি আপনাকে দারুণভাবে সাহায্য করবে।
এটি এক প্রকার ওপেন সোর্স অয়াপ্লিকেশন। তাই এখানে কেবল সার্চ করলেই হবে। লাখ লাখ মিউজিক থেকে এরা এনে দিবে আপনার পছন্দের রিংটোনটি। সম্পূর্ণ গান থেকে কেটে নিতে পারবেন আপনার পছন্দের টোনটি। যাই হোক, এটা খুব ভাল একটি অ্যাপ আপনার স্মার্টফোনে রিংটোন সেট করার জন্য, তাই এখনি ডাউনলোড করে নিন।
MP3 CUTTER & RINGTONE MAKER
যে কোন গান, মিউজিক কেটে রিংটোন বানানোর জন্য এটাও কার্যকরী একটি অ্যাপ। মোবাইলে থাকা যে কোন মিউজিক এখানে ইম্পোটর্ করতে পারবেন। আবার প্রফেশনার ভয়েস রেকর্ডিং অথবা মিউজিক রেকর্ড করেও সেটাকে রিংটোনে কনভার্ট করতে পারবেন। ফলে কোন মিউজিক কেটে রিংটোন বানানোর ঝামেলাও আপনাকে করতে হবে না।
CELLSEA
CELLSEA আরেকটি অসাধারণ ফ্রি রিংটোন অ্যাপ। ZEDGE এর মতো এটিও মাল্টিপল ফাংশনাল অ্যাপ। আপনি আপনার রিংটোন সহজে কাস্টমাইজ করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যাপটি দিয়ে আপনি মাল্টিপল রেঞ্জ এর অডিও ফাইল ইম্পোট করতে পারবেন।
আর CELLSEA বেশিরভাগ ফরমেটই সাপোর্ট করে যেমনঃ MP3, WAV, AMR, 3GPP, AAC, & MP4। তাই দেরি না করে এখনি আপনার মোবাইলে CELLSEA ডাউনলোড করে রাখুন।
সবশেষে, একটা কথাই বলব প্লে-স্টোরে আপনি অনেক অ্যাপ পাবেন, আপনিও হয়তো অনেক অ্যাপ ডাউনলোড করেছেন। ডাউনলোডে অনেক সময় আমরা প্রতারিত হয়। প্লে-স্টোর এমন অনেক অ্যাপ আছে যেসব অ্যাপ মোবাইলের জন্য ক্ষতিকর । তাই ডাউনলোড করার সময় অবশ্যই রিভিউ দেখে নিবেন। আর আপনি যাতে সহজেই আপনার পছন্দের অ্যাপ ডাউনলোড করতে পারেন সেজন্যই আমাদের এই লেখা। আশাকরি, ফ্রি রিংটোন অ্যাপস আপনার উপকারে আসবে।
Leave a Reply